মোবাইলের জানা অজানা কিছু টিপস (দেখুন কাজে লাগবে সময় এর প্রয়োজনে )

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, মোবাইলে ফোন এর জন্য কিছু টিপ্স/কোড এই কোড গুলো আমাদের অনেক সময় কাজে লাগবে। তাহলে আসুন কোড গুলো জেনে নিই।
* মোবাইলের Power মেনু ।

১। রবিঃ *140#

২। গ্রামীনফোনঃ *111#

৩। এয়ারটেলঃ *121#

৪। বাংলালিংকঃ *789#

**মোবাইলে কোন সিমটি ব্যবহার করছেন তা জানার নিয়মঃ

১। গ্রামীণফোনঃ *2#
২। বাংলালিংকঃ *511#
৩। রবিঃ *140*2*4#
৪। এয়ারটেলঃ *121*6*3#
৫। টেলিটকঃ tar লিখে send করুন 222 তে চার্জ প্রয্যোজ্য!
মোবাইলের IMEI কোড দেখার নিয়মঃ

*#06#
***মোবাইলে সিমের ব্যালেন্স দেখার নিয়মঃ

১। গ্রামীণফোনঃ *566#
২। রবিঃ *222#
৩। বাংলালিংকঃ *124#
৪। এয়ারটেলঃ *778#
৫। সিটিসেলঃ *811 *3#
*** আপনাকে কেউ কল করে বিরক্ত করলে আপনি যা করবেন :
*21*770# ডায়াল করুন বন্ধ করতে হলে ডায়াল করুন #21#

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Dur

    @felu da: টিউনারদের উৎসাহ দিতে শিখুন, এভাবে টিউনারদের মনে কষ্ট আসে, মন্তব্য করার আগে একটু ভেবে চিন্তে করবেন আর না হলে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

আমার জানা আছে, কিন্তু নতুনদের জন্য কাজে লাগবে।

    @saif mahmud zia: সবার তো আর জানা নেই, তবে হ্যাঁ বিশেষ করে নতুনদের কাজে আসবে। @ ধন্যবাদ

ভাই আপনি মোবাইল অপারটরের একটি এ্যপস্ বানিয়েছিলেন কিন্তু সেট পুরাতন নতুন ইনফরমেশন গুলো নাই। আশা করি সেগুলো আপডেট এর সাথে পাব। ধন্যবাদ

    @Torikul Meherpur: কই আমি তো এই রকম কোন Apps বানায়নি, তবে কাজ শিখছি Apps তৈরি করার, ইনশাআল্লাহ সামনে দিতে চেষ্টা করব @ ধন্যবাদ

অনেক সুন্দর হয়েছে ভাই । তবে গ্রামীণ ফোনে আরেক ভাবে নিজের নম্বর দেখা যায়। *111*8*2# তবে আপনি যেটা শেয়ার করেছেন সেটা সবচেয়ে সহজ। ধন্যবাদ।

TT numbet dekhte *551# charge free.

sorry spell mistake

ভালো হয়েছে খুবেই

kaje lakte pare….thanks

বেশ ভালো, নিজের নাম্বার জানার প্রসেসটা জানা অনেক দরকারী। অনেক সময়ই কাজে আসে। 😀

যাঝাকাল্লাহু খইরা, ভাই সিমের IMEI কোড নাম্বার জানার দরকার , জানা থাকলে বলে দিন?

Level 0

ধন্যবাদ