অবশেষে নকিয়া সম্পর্ক ছিন্ন করলো সিমবিয়ানের সঙ্গে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি|
আমার আজকের পোস্ট টি হলো নকিয়া এবং সিম্বিয়ান সম্পর্ক ছিন্ন নিয়ে |
মাইক্রোসফটের অধীনে মোবাইল ব্যবসা বিক্রির পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল নকিয়ার। সিমবিয়ান ওএস ও মিগো অ্যাপসের জন্য সব ধরনের সমর্থন বন্ধ করে দিল নকিয়া। মাইক্রোসফটের উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মকে প্রাধান্য দিতেই সিমবিয়ানকে পর করল ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি।

সিমবিয়ান দলের সদস্যরা টুইটারে সিমবিয়ান ও মিগো অ্যাপসের জন্য সমর্থন বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তাঁরা টুইটে জানিয়েছেন, ‘এখানেই শেষ হল। আমরা আনুষ্ঠানিকভাবে সমর্থন বন্ধ করে দিলাম। বিগত বছরগুলোর জন্য সবাইকে ধন্যবাদ’।

২০১০-১১ সালের দিকে নকিয়া-ইনটেলের মিগো সফটওয়্যার আর সিমবিয়ান অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তৈরি করত নকিয়া। উইন্ডোজ অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোন তৈরির কারণে সিমবিয়ান ও মিগো সফটওয়্যার প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছরের অক্টোবরে মাইক্রোসফটের সঙ্গে নকিয়ার চুক্তির পর নকিয়া তাদের ডেভেলপার ব্লগে জানিয়েছিল, নকিয়া স্টোর থেকে সিমবিয়ান ও মিগোর কনটেন্ট ডাউনলোড করা যাবে কিন্তু ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে এই প্ল্যাটফর্মে নতুন কোনো কনটেন্ট প্রকাশ করা যাবে না।

নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, নকিয়া তাদের ফিচার ফোন আশা সিরিজ ও উইন্ডোজ প্ল্যাটফর্মকে এখন থেকে গুরুত্ব দেবে।

প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, নকিয়ার এই পদক্ষেপের মাধ্যমেই পুরোনো সফটওয়্যার প্ল্যাটফর্মের সঙ্গে একেবারেই সম্পর্ক টুটে গেল নকিয়ার। সিমবিয়ানকে চিরতরে বিদায় জানিয়ে দিল একসময়ের সিমবিয়ান স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি।

সুত্র : দৈনিক প্রথম আলো

মোবাইলের খুটিনাটি জানতে ভিসিট করুন আমার এই ছোট্ট সাইটে http://repairhelps.blogspot.com/

Level New

আমি Safiq24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“প্রথমালো” হা হা হা

এটা তো ভাই অনেক পুরান নিউজ 🙁