আপনি জানেন কি?? মোবাইলফোন আপনার কী ক্ষতি করছে। সচেতনতা দরকার

 সামান্য অসতর্কতার কারনে আমাদের নিজের অনেক বড় ক্ষতি করে ফেলছি। অতিরিক্ত মাত্রায় মোবাইল ফোন ব্যাবহার এ আমদের শারীরিক ও মানুষিক ব্যাপক ক্ষতি হচ্ছে। তাহলে চলুন জেনে নিন আমাদের কি ক্ষতি হচ্ছে।

girl-young-man-speak-mobile-phone-5375069

  1. আপনার মোবাইল ফোনটি যদি অনেক দামি হয়ে থাকি তাহলে আপনি সবসময় এই মোবাইল ফোনটি হারানোর এক ধরনের ভয় অনুভব করবেন। গবেষকরা এই রোগের নাম দিয়েছে নেমোফোরিয়া । বর্তমানে আমেরিকার ৫৩ শতাংশ লোক এবং ভারত এর ২৯ শতাংশ লোক এই সমস্যায় ভোগছে।
  2. অনেক সময় আমরা রাত জেগে মোবাইল ফোন এর মাধ্যমে চ্যাট এবং অনেক ধরনের মেসেজ একে অপরকে পাঠায়। বেশিদিন রাত জেগে এরকম করতে থাকলে ঘুম আসবে না। এতে আপনার শরীর ও মানসিক দুটোরই ব্যাপক ক্ষতি হতে পারে।
  3. মোবাইল ফোন বেশিক্ষণ কানে ধরে রাখলে কানে শুনার সমস্যা হতে পারে। আর এটিই বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। হেডফোন দিয়ে বর্তমানে অধিকাংশ ছেলে মেয়ে গান শুনে এমন কি রাস্তাতে যেতে যেতে যে কোন জায়গায় তারা গান শুনে । এতে কানে সমস্যা হয়।
  4. আর একটি বড় সমস্যা চোখে কম দেখা। সাধারণত আমরা আমাদের মোবাইল ফোন থেকে চোখের দূরত্ব ১৮ সেন্টি মিটার কিন্তু এক গবেষণা থেকে জানা যায় মোবাইল ফোন থেকে কম পক্ষে ৪৮ সেন্টি মিটার দূরে থাকা প্রয়োজন। তাই চোখের সমস্যা হতেই পারে।
  5. আর একটি বড় সমস্যা যেটি পুরুষদের হয়ে থাকে। মোবাইল ফোন এ এক ধরনের তরঙ্গ থাকে জা পুরুষ এর শুক্রাণু কমাতে সাহায্য করে। তাহলে বোঝতেই পারছেন এর ক্ষতিকর প্রভাব কি। এ বিষয় আর তেমন বলার দরকার নেই।

আমার জানা মোবাইল ফোন ব্যাবহার এর কতগুলো সমস্যা আপনাদের মাঝে তোলে ধরলাম। আপনাদের আর কিছু জানা থাকলে কমেন্ট এ সেয়ার করবেন। ধন্যবাদ সকলকে ।

Level 0

আমি ব্যাকলিংক মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। দু একটা ব্যাপার আমার বেলাতেও সত্যি।

Level 0

Thanks ami agei jantam. Ki korbo bolen? Tobe amar brightness sob somoy low thake.

Level 0

Thanks to inform us.

Level 0

thanks

ভাই শুক্রানু তো কমায়। আমি অনেক চিন্তা করলাম এবিষয়ে কিন্তু কোন সমাধান বের করতে পারলাম না। মেয়েরা তাদের পার্টস ব্যাগে মোবাইল রাখে কিন্তু আমরা ছেলেরা কি করতে পারি? বাইরে গেলে তো মোবাইল প্যান্টের পকেটেই রাখতে হবে তাই না তো তাইলো তো শুক্রানুর অবস্থা বারটা (নতুন বংষধর) এখন কি করা যায়? (এটা কোন ফান না সিরিয়াস)