আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা জটিল বিষয় নিয়ে হাজির হলাম। আপনারা অনেকে এই বিষয়টা জানেন না। তাই এ বিষয়ে লিখতে বসলাম।ভুল হলে ক্ষমা করবেন। এই টিউনটা জাভা ইউজারদের জন্য।
এই টিউন করার আগে দুষ্টু-মিষ্টি Talking tom cat নিয়ে আরেকটি টিউন করেছিলাম,সেটি ছিল নোকেয়া সিম্বিয়ান ইউজারদের জন্য সেটি https://www.techtunes.io/nokia/tune-id/247634 এখান থেকে দেখে নিতে পারেন ,আজ নোকেয়া জাভা ইউজারদের জন্য নিয়ে এলাম এই মজার Talking tom।অনেকে হয় তো ভাবছেন Talking tom cat এর টম মামা এন্ড্রোয়েড ছেড়ে আবার জাভাতে হাজির হল কেমনে? অনেকের অনেক আজগুবি কৌতূহল জাগতে পারে! কিন্তু এটা স্বপ্ন নয় সত্যি!!! আসলে আজ পর্যন্ত অফিসিয়ালি কোন জাভা ভার্সন না বেরুলেও কিন্তু আমি সাধনা করে তৈরি করেছি।আমরা যারা জাভা ইউজার তারা যখন বন্ধুদের ফোনে Talking tom cat দেখি তখন মনটা খারাপ হয়ে যায় তাই না ?ভাবি যদি জাভার জন্য যদি এটা থাকত............................আমি আশা করি আমার এ টিউন আপনাদের এই দু:খ ভুলিয়ে দেবে।
এবার আসি কাজের কথায়। প্রথমে http://www.mediafire.com/download/0dardl918twztfp/Talking+tom+by+Raihan.jar এখান থেকে অথবা http://www.filedwon.info/qu45qqmoyehf/Talking_tom_by_Raihan.jar.html (এখান থেকে ডাউনলোড করতে প্রথমে নিচ থেকে slow download সিলেক্ট করুন) এখান থেকে সফ্টওয়ারটি ডাউনলোড করে নিন ।
ব্যবহার পদ্বতি খুব সহজ install দেয়ার পরopenকরে ৭ চেপে কথা বলুন আর কথা শেষে ৭ চাপুন আর দেখুন মজা!!!!!!!
আজ এই আর নয়................খুব তারাতারি আরও মজার টিউন নিয়ে হাজির হব
সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
আমার এই টিউন সম্পর্কে আপনার মতামত জানালে খুশি হব।
বি:দ্র :ডাউনলোড করতে সমস্য হলে COMMENT করবেন
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 587 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
Bhai kotha reocrd hoi.kinto kotha repeat kore na keno?Please Kicho akta koren. amar set-nokia2700clasic