গ্রামীনফোনের স্টার সিম মানিব্যগে পাঠিয়ে টেলিটক শুরু করেছি। আপনি করছেন কবে?

নরওয়ের কোম্পানী গ্রামীনফোনের বাংলাদেশে গ্রাহক সংখ্যা নরওয়ের মোট জনসংখ্যার চেয়ে ৯ গুন বেশি। নরওয়ের মোট জনসংখ্যা মাত্র ৫০ লাখ আর বাংলাদেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সাড়ে ৪ কোটি। বাংলাদেশ থেকে একজন গ্রাহক যদি মাসে ৩শ টাকাও ব্যবহার করে আর তারা যদি ৫০ ভাগ লাভ করে তবে তাদের জনগনের মাথাপিছু আয় দাড়ায় মাসিক ৪০ হাজার ৫০০টাকা। যদি আমরা টেলিটক ব্যবহার করতাম তবে এই বিশাল অংকের টাকাটা আমাদেরই থেকে যেতো।

** কিন্তু টেলিটকের কিছু লোকজনতো দুর্নীতিবাজ
- দুর্নীতি ঠেকানোর ক্ষমতাতো আমাদের নেই। আমাদের আছে টেলিটক ব্যবহারে ক্ষমতা। দুর্নীতিবাজরা দুর্নীতির টাকায় ১টির বদলে ৩টি বাড়ি করবে। সেই বাড়ি করতে এদেশের শ্রমিক লাগবে, ইট লাগবে, বালি লাগবে। অর্থাৎ টাকা কিন্তু ঘুরে ফিরে আমাদের হাতেই থাকবে।

** কিন্তু টেলিটকের তো নেট খারাপ
- আর বাকীগুলোরতো পেট খারাপ। সারা বছর এতো রক্তচুষেও তারে পেট ভরে না।

** টেলিটকের থ্রিজি রেট কেমন?
- অন্যদের টুজি রেটের চেয়েও কম। আর অন্য অপারেটরের থ্রিজি ব্যবহার করতে হলে হয়তো আমার মতো অনেককে মোবাইল সেটটিই বিক্রি করে দিতে হবে।

** কিন্তু আমার এলাকায়তো থ্রিজি নেই
- টুজিতো আছে। টেলিটক টুজির স্পীড জিপি টুজির চেয়ে কোন অংশে কম নয়। আমি এই মুহুর্তে টেলিটক টুজি ব্যবহার করে স্ট্যাটাস দিচ্ছি। থ্রিজির জন্য টুজি নেটওয়ার্ক আপগ্রেড করা হয়েছে। অনেক ভালো স্পীড।

** টেলিটকের কাস্টমার সার্ভিস মোটেও ভালো না
- কাস্টমার সার্ভিসতো আর আমরা ভালো করতে পারব না। আমরা যেটা করতে পারি তাদের সাথে ভালো ব্যবহার করে কাস্টমার সার্ভিস শিখিয়ে দিতে পারি। আর ব্যবহারকারী বৃদ্ধি পেলে তাদের বেতনও বৃদ্ধি পাবে। তখন এমনিতেই সার্ভিস ভালো হয়ে যাবে।

আসল কথা হলো, দেশকে ভালবাসতে হবে। দেশের জন্য কস্ট করতে হবে। আর সেই কস্ট হলো- কর্তা ব্যক্তিরা কে কি করল না করল সেদিকে না তাকিয়ে শত সমস্যা থাকার পরও দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। আমি ৭ বছর ধরে ব্যবহার করা ব্লাড সাকার গ্রামীনফোনের স্টার সিম মানিব্যগে পাঠিয়ে টেলিটক শুরু করেছি। আপনি করছেন কবে?

মন চাইলে ঘুরে আসতে পারেন: grameenphone internet package

Level 0

আমি সৈয়দ মোঃ ইব্রাহীম খলিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.offerbarta.info http://www.ibrahimduniya.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

AMI TELLY TALK BEBOHAT KORI.

Level 0

আমারও মন চাইনা জিপি ব্যবহার করতে তাই টেলিটক ব্যবহার করি । এখন নতুন ইয়ুট 3জি প্যাকেজ টি চরম ।

মেলা উফবোক খরলাম । জটিল মজার POST 😀

Level 0

আমি তো আগে থেকে শুরু করেছি টেলিটক সিম।

ভাই অনলাইনে তো পেজ লোড হতে হবে। নেট নিয়ে যদি পেজই লোড না হয় তবে নেট নিয়েই লাভ কি? আর যদি আমার টাকা বেশি হয়ে থাকে তবে রাস্তার একজন গরিব মানুষকে দান করে দিলেও খেয়ে দোয়া করবে আমার জন্য। গত মাসে টেলিটক ২জি নিয়েছিলাম আনলিমিটেড। ৭০০ টাকা প্যাকেজের খরচ হয়েছিল। আমার পেজই লোড হইত না। সারা মাসে ১ জিবিই ইউজ করি নাই। ১ মেগা মাইটের ফাইল ডাউনলোড করার কথাও ভূলে গিয়েছি। যেকোন পেজ লোড দিলেই কিছুক্ষন লোডিং হয়ে তারপর সার্ভার নট ফাউন্ড। আবার ট্রাই এগেইন দিলে আবার লোডিং। অনেক সময় ভাগ্যক্রমে দুই একটা পেজ লোড হইত আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করার পর। আধা ঘন্টা এক ঘন্টা তো আর পেজ লোড হওয়ার জন্য বসে থাকে যায় না। তাই পেজ লোড দিয়ে অন্য কাজে চলে যেতাম। এই ভাবে নেট ইউজ করেছি। সত্যিই চরম এক্সপিরিয়েন্স। এখন ঐ নেটের ৬ দিন মেয়াদ আছে। ১২ তারিখ পর্যন্ত মেয়াদ। এই কমেন্ট করতেছি আমি বাংলালিঙ্ক এর নেট ইউজ করে। সাড়ে ৭০০ নিয়েছে আনলিমিটেড। আমি টেলিটকের কাস্টমার কেয়ারেও কমপ্লেইন করেছি। বিন্দুমাত্রও লাভ হয় নাই। বরং স্পীড মনে হয় আরো কমেছে। টাকা না হয় ধরে নিলাম বেশিই হয়ে গেছে। কিন্তু সময়? আর আনলিমিটেড প্যাকেজ? সবারই লিমিটেড। বাংলালিং এর ১২ জিবি। আমার সত্যিই জানা নাই ১২ জিবি কোন যুক্তিতে আনলিমিটেড হয়। এই প্যাকেজরে আনলিমিটেড না বলে ১২ জিবির প্যাকেজ বলতে কি বাংলালিং এর লজ্জা করে? জিপির ৫ জিবি, এটাকে ৫ জিবি প্যাকেজ বলতে লজ্জা করে? আনলিমিটেডে লিমিট থাকবে কেন?

    Level 0

    @রাজিব আহসান: Telitalk 2G is too much bad, but you can be proud with 3G. I am using at my office and our factory.

Level 0

Vai ami teletalk use korte giye onek birombonai porsi ja asholei sojjer bahire tai r firte chaina.. r tader love lose dekhe amar kono love nei so…..

hmmm

Level 0

ভাই পাল্টাইয়া ফালাইছি।

Level 0

vai bepode pore ei siddanto naki desprem theke.ami tt 256kbps pkg use kori.speed pai 60kb-70kbps.

আমি পালাটাইয়া ফালছি

ভাই আমি ও টেলিটক সীম ব্যবহার করা শুরু করেছি

Ami aj sokal theke teletalk use kora suru korsi ar vabsi sim ta ar off kormu na

Level 0

দেশীয় পণ্য কিনে হও ধন্য

আমার এখানে টেলিটক, বাংলালায়ন, কিউবি একটারো নেটওয়ার্ক নাই

ভাই কিছু করার নেই ৩ g use করতে চাইলে teletalk e use করতে হবে।

Level 0

Bro, Ami Apnar sathe Akmot prokash kari. amio Akhon thake Teletalk 3G Babohar Suru karesi. Teletalk ar network (2G and 3G) 2tai ager thake anek valo haise…….Tai apnara sabai use kare dakhen tahalei bujhte parben.

Level 0

vai kisu mone korben na apner kotha gulo valo lagse tai ai kotha gulo ami amar facebook-e share kore dilam. sorry for copy.

আমি একটু ভিন্ন মত পোষন করছি, সকল দোষ টেলিটকের বা সরকারের কারন টেলিটক যদি যে কোন নম্বরে কলরেট 50 পয়সা এবং সকল টেলিটক নম্বরে 25 পয়সা, ১গিগা ইন্টারনেট ১০০টাকায় দিত তাহলে অন্যসব কম্পানি বাধ্য হত সকল রেট কমাতে যদিও না কমাতো অন্তত টেলিটকের গ্রাহক সংখ্যা অন্য যে কোন কম্পানির চেয়ে বেশি থাকত।

Thanks for nice tune bro….carry on

Level 0

teletalk এর 2g বেশী ভাল না কিন্তু 3g এর তুলনা হয়না!
আসুন আমরা সবাই দেশকে ভালবাসি!
নব্য সাম্রাজ্যবাদীদের কাছ থেকে দূরে থাকি

Level 0

inspired

Level 0

আমি গত দুমাস যাবত টেলিটক ২ জি ব্যাবহার করছি খারাপ না। ১ জিবি ২৩০ টাকা ভ্যাট সহ, ৪ জিবি ৩০০ টাকা, আনলিমিটেড ৬৯০ টাকা। আমার মনে এর চেয়ে ভাল কিছু আশা করা যায়না। ডাউনলোড স্পিড ২০ KBPS এর উপর থাকে সব সময়।
এর আগে রবি, গ্রামিণ ফোন ব্যাবহার করতাম।

অন্যের ফেইসবুক পোস্ট বিনা অনুমতিতে এভাবে টিউন করা উচিত নয়। টেলিটক ব্যবহার করলেই দেশ উন্নত হবে না। আমাদের মানসিকতারও উন্নতি ঘটাতে হবে। আসল পোস্টের লিংক https://www.facebook.com/photo.php?fbid=3480645112168&set=a.1029347631263.4220.1752536417&type=1&theater

Level 0

ভাই ৩জি আসার পরথেকেই টেলিটকে আছি । নেটের স্পিড কখনই কমেনা এবং সবথেকে বর যেবিষয়টিহল নেটের দাম। আমার মনেহয় স্টুডেন্টের জন্যে টেলিটকের বিকল্পনেই

আমার পাঁচটা অপারেটরের সিম ছিল। টেলিটক রেখে বাকিসব সার্ভিস পয়েন্টে গিয়ে চিরতরে ডিলেট করে দিছি। টেলিটক নেটওয়ার্ক ঘরের ভিতর প্রবেশ করলে কম পায়। এছাড়া স্বাগতম প্যাকেজ ইউজ করতেছি। ৬০ সেকেন্ডে ৬৩ পয়সা ২৪ ঘন্টা যেকোন অপারেটরে কলররেট। ৩০৯ টাকায় ২৬ জিবি আজীবন মেয়াদ। বেশ শান্তিতেই আছি। ধন্যবাদ টেলিটক। বেঁচে থাকুক চিন্তাবিদ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রাণের মাঝে।