symphony w68 এবং Xplorer ZII ইউজার দের জন্য কিছু তথ্য

Symphony w68 সেট টি আমাদের সবার কমবেশি চেনা।সেট টি দাম অনুযায়ে অনেক ভাল একটি সেট আশা করি সবাই একমত হবেন।সেট টি নিয়ে একরকম অস্থির অবস্থা দেখার কারনে কিনে ফেললাম একটা  😀

প্রথমেই অভ্যাসবশত root করার জন্য অনেক ট্রাই করলাম কিন্তু রেজাল্ট শূন্য।তাই কেও যদি root করতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন।কিন্ত কিছু তথ্য দিতে পারি যা আশাকরি কাজে লাগবে আপনাদের।

Overseas business এবং Brand business এর মাধ্যমে Symphony এবং Walton আমাদেরকে ভাল খারাপ সব কনফিগারেশনের সেট দিয়েছে।w68 সেট টা নিয়ে গুগল করার মাধ্যমে কিছু কোম্পানির নাম পেলাম যারা ব্রান্ড বিজনেস এর মাধ্যমে অন্যান্য কোম্পানি দের সেট বানিয়ে দেয়।এমন একটি কোম্পানি হল চীনার konka mobiles  www.konka-mobile.com

এখানে ওদের brand business যেসব কোম্পানির সাথে আছে ওই কোম্পানি গুলোর নাম দেখে আমি  ভালই অবাক হয়েছি। ওয়েবসাইট টি ঘাঁটলে খেয়াল করবেন নাহলে গুগল করে দেখতে পারেন Konka V981 সেট টি হুবুহু আমাদের Xplorer z2 এর মত।এই কোম্পানির আরও অনেক সেট হয়ত symphony রিব্র্যান্ড  করেছে যা খুজে দেখতে পারেন আপনারা। এটা বের করতে পারলে সুবিধা হল আপনার সেট এর root এবং rom Future update পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। :mrgreen:

এবার আসি আবার W68 সেট টির কথা নিয়ে।এই সেট টিও  konka কোম্পানির তৈরি।সেট টি কে আমাদের সাথে symphony পরিচয় করিয়েছে W68 হিসেবে এবং ইন্ডিয়ার INTEX মোবাইল পরিচয় করিয়েছে intex cloud Y2 হিসেবে...!!!!!! 😀 😎 গুগল করে দেখতে পারেন। :mrgreen:

আশা করি এমন খবর গুলো সবার কাজে দিবে।konka mobiles এর মত  আর ১১ টি চায়না কোম্পানি আছে যা এভাবে brand and overseas business করে আসছে।ওদের ওয়েবসাইট গুলোর নিয়মিত ভিজিটর হয়ে গেছি আমি 😳  এমন আরও তথ্য পেলে শেয়ার করার চেষ্টা করব ।ধন্যবাদ ।

Level 0

আমি mahinfakir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami w60 chalai.শেয়ার করার জন্য ধন্যবাদ আমার প্রথম tune পড়তে পারেন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/237197

Level 0

ধন্যবাদ

Level 0

comment করলে খুশি হব

Level 0

root করার জন্য এই টিউনটি দেখুন ঃ https://www.techtunes.io/mobileo/tune-id/235360

Level 0

vai amer w65 kon brander reband please janale khushi hobo.

Level 0

আমারে কেউ একটু হেল্প করেন। একটা ক্যামেরা সফট ইন্সটল করলাম। অ্যাপটি রান করলে কেপচার করতে বলে ক্যামেরা বাটন দিয়ে। সিম্ফনি W35 এ কি কোন ক্যামেরা বাটন আছে? আমি তো খুজে পাচ্ছি না। কারো জানা থাকলে আমাকে দয়া করে জানাবেন প্লীজ। সফট এ ঢুকে স্ক্রিনে টাচ করলে Background পরিবর্তন হয়। তাতে বোঝা যায় সফট টি কাজ করছে।

Level 0

brother w68 mobile ta ki valo

Level 0

@প্রান্ত ………………জী ভাই সেট টা ৬৫০০ টাকার ভেতর একটা পয়সা উসুল সেট

Level 0

@ সজিব w65 সেট টি আমার কাছে নেই।তবু চেষ্টা করে দেখব আমি।দয়া করে আপনার সেট টির krenel version baseband version. build number এবং battery model number ti send korun

Level 0

@faruk ধন্যবাদ

Level 0

@আসিফ আলম ……………………ফিজিক্যাল বাটন খুজে এমন কোন সফট ব্যাবহার না করে camera mx সফট টা ব্যাবহার করে দেখতে পারেন।

Level 0

নেট থেকে বিভিন্ন তথ্য নিয়ে আপনি টিউনটি করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ। আপনি Symphony W68 কে যে সেটের রিব্র্যান্ড বলেছেন তার সাথে কিছু অমিল রয়েছে, যেমন – W68 এ GPS আছে। Proximity Sensor আছে।

Level 0

amar symphony w68 er lancer uninstall kore felsi ekhon phone on korte partesina help chai. please help me.