আস্সালামু আলাইকুম । ক্যামন আছেন আপনারা । আশা করি ভালো নেই । কারনঃ GPMMS বার বার ডিসকান্কটেড হয়ে যাচ্ছে ।
তো আশা করি এখন থেকে আর সমস্যায় পরবেন না ।
প্রথমে আপনার ফোনে GPMMS অথবা আমার দেয়া Md sagor[asp] টা একটিভ রাখুন । এবার নিচের থেকে ফাইলটা ডাউনলোড করুন । http://tipstune.com/site_23.xhtml?get-id=173 এবার এটা ওপেন করুন । লোডিং হবে একটু পরে একটা প্রক্সি সারভারে ঢ়ুকবে । সেখানে গিয়ে যেই সাইটে ঢুকবেন তার লিন্ক দিয়ে GO করেন । ব্যাস এবার ব্রাউজিং এবং ডাউনলোড হবে কোন সমস্যা ছাড়াই । এখানে সর্বচ্চ 440MB পর্যন্ত ডাউনলোড দিতে পারবেন । যাদের এটা সাপোর্ট করবে না তারা চিন্তা করবেন না । আমি তো আছিই । প্রথমে আপনার Music player এ যান । তারপর Options এ ক্লিক করে Downloads এ যান । এবার go to web addrase এ যান । rtsp:// লেখা আছে ওট মুছে দিয়ে নিচেরটা লিখুন । https://zacebook.com এবার একটু অপেক্ষা করুন । যে পেজ এসেছে ওখানে আপনার কান্খিত সাইটের নাম দিয়ে GO করুন । ব্যাস আবারও আগের মত ডাউনলোড করুন । কোন সমস্য ও বুঝতে না পারলে কমেন্ট করবেন । নোটঃ টিক্সটা আমিই প্রথম শেয়ার করলাম । তাই প্লিজ সবাই এই সাইটা শেয়ার করে সবাই কে এটার সুযোগ দিন । বি দ্রঃ এটা দ্বার ফেসবুক ছাড়া সবগুলাতে ঢুকা যাবে ।
vai file extention dea ase .bmk ete kon program dia khole?