বাংলা ওয়েবসাইট পড়ুন মোবাইল দিয়ে…

বর্তমান যুগ হল মোবাইলের যুগ। এই মোবাইল দিয়ে যেমন আমরা কথা বলতে পারি ঠিক তেমনি মোবাইল ইন্টারনেট আমাদের হাতের মুঠোয় পুরো দুনিয়া এনে দিয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার এটি দিয়ে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। কিন্তু যদি আপনারা মোবাইলে অপেরা মিনি থাকে তাইলে এখন থেকে আপনি বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন। প্রথমেই নীচের ওয়েবসাইট থেকে অপেরা মিনি ডাউনলোড করে নিনঃ
http://www.opera.com/mini
এবার address bar এ গিয়ে লিখুন opera:config এবং ok করুন।  এরপর ইউজার সেটিংস আসবে আর এখান থেকে User bitmap fonts for complex scipts অপশনে yes দিয়ে সেইভ করুন। এখন menu/tools/settings এ যান এবং mobile view অপশন চালু করে বেরিয়ে আসুন। এখন ইউনিকোড সমর্থিত সকল বাংলা ওয়েবসাইট আপনি ঘুরে দেখতে পারেন।

Level 0

আমি তানিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম আদনান শওকত। আমি ঐতিহ্যবাহী সিলেটের সুবিদবাজার এলাকায় থাকি। আমি বর্তমানে State University Of Bangladesh এর মাঝে CSE তে পড়াশুনা করছি । যদিও আমার ইচ্ছা ছিল বুয়েটে CSE তে পড়ার। কিন্তু আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার খেলাপ করা যায় না। আমি মানুষকে সাহায্য করতে খুব বেশি ভালোবাসি। ভুলত্রুটি হলে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই এভাবে বাংলা দেখা যায়। তবে এতে বেশ সমস্যাও আছে। নকিয়ার ৪০ সিরিজের সেটে ইউনিকোড এ বাংলা থাকায় তার প্রযোজন পড়ে না। তবে সিম্বিয়ান সেটে ইউনিকোডএ বাংলা না থাকায় এ সিস্টেমে বাংলা দেখা যেতে পারে। আমি আমার নকিয়া ৫২৩৩ সেটে আপনার মত করে বাংলা দেখি। তবে সিম্বিয়ান সেটে কিভাবে বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করা যায় সে বিষযে টিউন করলে ভাল হয়।

    এইটা নিয়ে অনেক চিন্তিত আছি। চেষ্টা করবো খুব শীঘ্রই এই বিষয় নিয়ে একটা টিউন করবো। দোয়া করবেন আর ধন্যবান আপনার মতামতের জন্য….

Level 2

আশা করি খুব শীঘ্রই আপনার টিউন পাব। এ বিষয়ে http://www.somewhereinblog.net/blog/cactas/28851622 একটি লেখা আছে কিন্তু আমি বিষয়টা ভাল বুঝিনি। একটু ক্লিয়ার করে ছবি সহ টিউন আশা করছি।

    ইনশাআল্লাহ আমি আসলে এখন সময় দিতে পারছি না… ভার্সিটি ক্লাশ শুরু হয়ে গেছে তাই কিছু করতে পারছি না…

ভাই অপেরা১০ এ কিভাবে বাংলা আসবে?

    ঐ একইভাবে বাংলা ইন্সটল করতে হবে…

Level 0

টিউন্টি পড়ে ভাল লাগল। ধন্যবাদ।