সবইকে স্বাগতম আমার আজকের টিউনে। আসা করি সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের কিছু প্রয়োজনীয় মোবাইল সফটওয়্যার উপহার দিব যে গুলো আমাদের দৈন্দীন জীবনে বেশ কাজের। নেটে বিভিন্ন রকমের মোবাইল সফটওয়্যার পাওয়া গেলেও তার মধ্যে কোনটি আসলেই করে তা নিয়ে বেশ আমাদের বেশ সমস্যায় পড়তে হয়। তাই কিছু ভাল মোবাইল সফটওয়্যার নিয়েই আমার আজকের টিউন।
১। Operamini 4:
এর জন্য নতুন করে বলার কিছুই নেই। যারা কম-বেশী মোবাইলে নেট ব্যবহার করে তাদের জন্য এটি খুবই কাজের। Operamini দিয়ে আপনি টেকটিউনউস ভিজিট করতে পারবেন।
২। mig33:
যারা চ্যাট করতে পছন্দ করেন তাদের জন্য এটি চমৎকার একটি সফটওয়্যার। আমার মনে হয় টেকটিউনউসের ৯৮% ভিজিটরই জানেন এটির সম্পকে।
৩।Microsoft Excel:
হিসাব বিঙ্গানের ছাএদের কাছে এটি বেশ কাজের বলে আমি মনে করি। তাই এই একবার ট্রাই করে দেখুন।
৪। Paint:
যারা ছবি আঁকেন তাদের জন্য মোটামোটি কাজেরই হবে এই পিচ্চি সফটওয়্যারটি।
৫। Calculator:
ছোটমোট হিসাবের জন্য এটি ব্যবহার করতে পারেন।
৬। KDPlayer:
এটি সম্পকে যতই বলি ততই যেন কম বলা হয়। মিউজিক প্রেমীদের জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার হল এটি। এটিতে রয়েছে জটিল একটি ইকুলাইজার।
৭। AlarmClock:
যারা ঘুম থেকে দেড়ীতে উঠার কারনে স্যারদের পিটন খান তারা এটি ব্যবহার করে ভাল ফল পাবেন।
৮। WorldClockII:
সময় সচেতনদের কাছে বেশ উপকারী।
এখানে ক্লিক করে সকল সফটওয়্যার গুলো ডাউনলোড করুন।
সবাই ভাল থাকবেন এবং সুস্ব্য থাকবেন এই শুভ কামনায়
"আলমাস"
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
Bhai amar mobile a opera mini 4 chalai kintu problem holo bangla lekha mishe jay.ati amar pc teo hoche.ki korbo?