এবার দেশ বিদেশে ফ্রি কল করুন ২৪ ঘণ্টা আপনার মোবাইল দিয়ে।

কি বিশ্বাস হচ্ছে না ? না কোন ভুয়া টিউনস নয় আজ আপনাদের এমন একটি টিপস শেয়ার করবো যা দিয়ে বৎসরে ৩৬৫ দিন মাসে ৩০ দিন সপ্তাহে ৭ দিন ও দিন রাত ২৪ ঘণ্টা আপনার মোবাইল দিয়ে ফ্রি ফোন করতে পারবেন । এজন্য প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ সহ নিচের যেকোন অপারেটিং সিস্টেমের মোবাইল সেট যেকোন ব্যান্ডের হলেই চলবে।

1. iOS version 4 and above

2. Android version 2.2 and above
3. Symbian version 9.2 and above

আর যদি আপনি 3জি বা ওয়াইফাই জোনে থাকেন তাহলে বিনামূল্যে ভিডিও কল ও করতে পারবেন ।

এজন্য প্রথমে আপানার মোবাইলের অরজিনাল ব্রাউজার দিয়ে http://www.fring.com যান ।

(মনে রাখবেন অপেরা মিনি বা অন্য কোন ব্রাউজার দিয়ে কাজ হবে না ।)

তারপর ছোট ফ্রিং সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার হ্যান্ডসেটে ইন্সটল করে নিন ।

তারপর ওপেন করলে আপনার পছন্দ মত ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নেক্সটএ জান তারপর আপনার মোবাইল নাম্বার দিন দেশের কোড নাম্বার সহ এবার নেক্সট ক্লিক করলে অটো লগন হয়ে যাবে ।

তারপর অপশন থেকে add buddy থেকে আপনার পছন্দের উইজার নেম অ্যাড করুন ।

তারপর উনাকে একসেপ্ট করতে বলুন , তারপর উনার আইডির উপর ক্লিক করলেই অডিও কল , ভিডিও কল বা ফাইল শেয়ার করার অপশন পাবেন ।

এজন্য দুইজনের মোবাইলের ফ্রিং সেটআপ দেওয়া থাকতে হবে ,

যারা স্কাইপি বা অন্যন্য ম্যাসেঞ্জার ব্যবহার করেন আশা করি তাদের জন্য পুরো প্রক্রিয়া সহজ মনে হবে ।

তবে ফ্রিং পিসি বা ল্যাপটপে ব্যবহার করা যাবে না । Currently there is no version of fring available for desktop computers (PC/Mac). fring is currently available on iOS, Android and Symbian mobile devices as well as Tablet and iPad.  এগুলোতে সহজেই ব্যবহার করা যাবে ।

শেয়ার করার কারনঃ বর্তমানে ফ্রিং মোবাইলে কথা বলার জন্য প্রবাসীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার , আমি দেখেছি অনেকেই এটা নানা রকম বিড়ম্বনায় পরেন তাই পুরো প্রক্রিয়া সহজ করতেই শেয়ার করলাম ।

আমি ফেসবুকে http://www.facebook.com/rubel24

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানা ছিল। আমি nokia n70 দিয়ে try করেছি মাঝে মাঝে set hang করে ।

এটা ২০০৯ থেকে ব্যবহার করছি।

Level 0

যা জানেন না তা নিয়ে টিউন না করাই ভাল, আরে মিয়া এটা কোন ফ্রী কল হল?? এটা শুধু ইউজার টু ইউজার কল করার জন্য, এটা কোন ফ্রী voip site না, এভার বুঝে আইছে??

    @kamzbd: আপনি হয়তো ফ্রি কল কারে বলে তাই জানেন না, আচ্ছা বলুন কত করে মিনিট লাগলো কথা বলতে ???

Level 0

এই ধরনের ফালতু পোস্ট করা থেকে বিরত থাকুন.. পারলে ভালো কিছু পোস্ট করেন.. আরে মিয়া এইটা কিভাবে ফ্রি কল হল?

    @Zahid: u r right boss,how its free ,its work without internet?
    fring is very old concept ,all r knows, make tune something new ….we appreciate

    @Zahid: দয়া করে বলবেন কি কত করে মিনিট কেটেছে বলবেন কি ??? আর ভাষা সুন্দর করতে শিখুন ।

      Level 0

      @MD. RUBEL AHMED: আরে মিয়া buddy to buddy তে তো যেকোন দিয়ে করা যায়…. এক্ষেত্রে skype, vibercall এগুলা দিয়ে মহানন্দে কল করা যায়..

    @Zahid: দয়া করে বলবেন কি কত করে মিনিট কেটেছে বলবেন কি ??? আর ভাষা সুন্দর করতে শিখুন ।

https://www.techtunes.io/internet/tune-id/47295 অই মিয়া পোস্ট দেবার আগে দেখে নিবেন । আশা করি ।

    @স্বপন মাহমোদ: প্রথমে আপনাকে উপদেশ দিব আপনার বাবা মাকে বলুন কিভাবে সুন্দর ভাষায় কথা বলতে হয় তা আপনাকে শিখাতে বলুন !!!
    আপনি কোন ব্লগিং নীতিমালায় পড়েছেন আপনি যে বিষয়ে পোস্ট করেছেন তা নিয়ে পৃথিবীর আর কেউ লেখালেখি করতে পারবেনা ? আপনি আপনার মত লিখেছেন আমি আমার মত লিখেছি , আপনার সমস্যা কোথায় ?

    টিটি অ্যাডমিন ও মডুদের দৃষ্টি আকর্ষণ করতেছি ।

    Level 0

    @স্বপন মাহমোদ:

    এখানে কিন্তু সবাই আপনার চেয়ে বয়সে ছোট নয়। আর হ্যা, কাউকে সম্মান দিলে নিজের সম্মান কিন্তু কমে না; বরং বাড়ে। আপনার কাছে ভাল না লাগলে সুন্দর ভাষায় বলতে পারেন। কটু ভাষা ব্যবহার করার আগে জেনে নেবেন আপনার টিউন মানুষের কাছে কতটা ভাল লাগলো।

উপরের দুই একজন না বুজেই কমেন্ট করতেছেন। মোবাইল কোম্পানিগুলো বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্চের যেকোন দেশে প্রতি মিনিট গড়ে ১২ টাকা করে কাটে, এক্ষেত্রে কিছু এমবি খরচ করেই যদি আপনি ১০-১৫ মিনিট কথা বলতে পারেন তাহলে ত ফ্রীই বলা চলে। আর স্কাইপ দিয়েও ফোন করা যায় সেক্ষেত্রে ক্রেডিট থাকতে হয় তবে স্কাইপ দিয়ে যেকোন নাম্বারেই ফোন দেওয়া যায়

    @Mijan Ahmed: ধন্যবাদ , ভাইজান ক্ষেত চিরদিন ক্ষেত থাকে তা ওদের শেখায় কে ???

      @MD. RUBEL AHMED: হে ঠিকই বলছেন আমি হইলাম খেত। যেখানে ফসল জন্মায়। আর আপনি হইলেন জঙ্গল যেখানে আগাছা জন্মায়। বলেন ত ভাইয়েরা ঠিক বলি নাই ।

    Level 0

    @Mijan Ahmed: মনে হইতাছে fring দিয়ে আপনি যে কোন মোবাইল এ ফোন দিতে পারতাছেন.. আরে ভাই এইটা দিয়ে ফোন দিতে হলে যাকে দিবেন তার কাছেও এটা ইনস্টল থাকতে হবে এবং তাকেও অনলাইনে থাকতে হবে… এক্ষেত্রে skype বা vibercall এ কোথায় সমস্যা..

      @Zahid: ভাই আপনার কথাটা পুর সত্য নয় । আপনি ফ্রিং দিয়ে যে কোন মোবাইল এ কল দিতে পারবেন সেই জন্য আপনাকে টাকা দিয়ে ফ্রিং এর ক্রেডিট কিনতে হবে

        Level 0

        @স্বপন মাহমোদ: ভাই যদি ক্রেডিট দিয়েই কল দিতে হয় তাহলে শিরোনামের সাথে কি মিলটা হইল.. আর এক্ষেত্রে skype বা vibercall কি দোষ করলো…..

এটা কি oman আ চলবে? কুন অপারেটর এ চলবে ? কার জানা থাকলে বলুন

    Level New

    @এস.কে.আলী: Internet ar specific Mobile thaklei parben:)

    @এস.কে.আলী: ইন্টারনেট সার্ভিস দেয় এমন যেকোন অপারেটর হলেই চলবে ।

      @MD. RUBEL AHMED: না বুঝেই ত আজাইরা কথা বলেন। আমার কাছ থেকে জেনে নিন। ওমান এ ফ্রিং চলেনা। oman এ ফ্রিং server ব্লক করা আশা করি বুজতে পারছেন। মিস্টার আগাছা ।

Level 0

সকলের মন্তব্যই দেখলাম। অনেকেই আছেন যারা একই বিষয় নিয়ে বার বার টিউন করেছেন একাধিক বার। মন্তব্য করার জন্য যে একটা নীতিমালা অনুসরণ করতে হয় তা ভুলে গেছেন? প্রতিনিয়তই টেকটিউনস পরিবারে অনেক সমস্যা যুক্ত হচ্ছে। যাদের প্রয়োজন তারা এই টিউন অনুসরণ করবেন। আপনি কি জানেন আপনাদের টিউন এখন অন্যদের ভালো লাগে কিনা? নতুন যারা তাদের কাজে আসবে অবশ্যই। তাই মন্তব্য করার সময় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন।

    @swordfish: মাহবুব ভাই ধন্যবাদ , আসলে কি বলবো ব্লগিং নীতিমালা জানেনা অথচ লাফিয়ে কমেন্টস করতে আসে তাদের দ্বারা কি আশা করা যায় ? তবে যাদের বাবা মা ভাষাই শিখায় নি তাদের টিটি থাকার অধিকার আছে বলে করিনা ।

      Level 2

      @MD. RUBEL AHMED: jotil tune dear. ami sunesila fring er kotha. amar ek friend Libea te kotha bole fring dia or relative sathe. process ta jana silo na. 🙂

      @MD. RUBEL AHMED: ভাই প্নার গেই আমি এখানে এসেছি তাই আপনার চেয়ে ভাল করে আমার নীতিমালাটা জানা আছে ।

        Level 0

        @স্বপন মাহমোদ: নীতিমালা অনুসরণ করে মন্তব্য করবেন। নীতিমালা ভঙ্গ করার দায়ে স্থায়ীভাবে ব্যান করা হবে।

      @MD. RUBEL AHMED: ভাই আপনার আগেই আমি এখানে এসেছি তাই আপনার চেয়ে ভাল করে আমার নীতিমালাটা জানা আছে ।

    @swordfish: মাহবুব ভাই স্বপন মাহমুদের কমেন্টস টা দেখছেন কি ?

sob e bujha gelo. kintu j t t te aste pare se yahoo skype viber icq o use korte pare. jai hok onner mota mot er upor sohisnuta dekheiae montobbo kora uchit. rubel vai valo thakben

(যারা জানেনা তাদের জন্য) কথাটা টাইটেলের পরে লেখা উচিৎ ছিল। ফ্রি কল করুন না লিখে অল্প বা কম খরেচ লিখলে ভাল হত কেমন। আর @Mijan Ahmed: ধন্যবাদ , ভাইজান ক্ষেত চিরদিন ক্ষেত থাকে তা ওদের শেখায় কে ??? অথবা @swordfish: মাহবুব ভাই ধন্যবাদ , আসলে কি বলবো ব্লগিং নীতিমালা জানেনা অথচ লাফিয়ে কমেন্টস করতে আসে তাদের দ্বারা কি আশা করা যায় ? তবে যাদের বাবা মা ভাষাই শিখায় নি (* তাদের টিটি থাকার অধিকার আছে বলে করিনা *)। এটা কেমন ভাষা? ক্ষেত তো ক্ষেতকে চেনে।

@admin ভাই, আমার সিম্ফোণী W10 এ ফ্রীং ডাউনলোড করলাম, রেজিস্ট্রেশন করার জন্য বলল, করলাম,! কিন্তু কোন লগইন বা সাইনইন করার অপশন পেলামনা,!! কাউকে এড ও করা যাচ্ছেনা,!!কল ও করা যাচ্ছেনা,!! কি করব???

টিউনার ভাই এইটার এমন কোন version আছে যেটা দিয়ে আমি আমার lapto থেকে mobile এ কল করতে পারব… জানালে উপকৃত হতাম…

Level 0

Dhokabaz, Valo hoya jao

Level 0

Ami to head line daikha vablam jotil trick paisi,haramir ph0ner hat theke bastam.but jeta jantam saitai.kintu dukher kotha java ph0ne.fring dia 0nly chat k0ra jai

এই নিয়ে আমি নিজেও টিউন করছি, সার্চ না দিয়ে বিরক্ত করার মানে কি?

Level 0

আসলে ফালতু টিউন দিয়ে টিটি নষ্ট করতেছে যারা তাদেরকে ব্লক করা উচিত। ফ্রী ২৪ ঘন্টা কল করুন এটা কোন টিউন হল??? অযথা সময় নষ্ট করার টিউন …..

ভিজিটর বাড়ানোর জন্য চটকদার শিরোনাম না দেয়াই ভালো, লোকে শিরোনাম দেখে টিউনে ঢুকে আর হতাশ হয়ে গালি দেয়।

অনেক ধন্যবাদ সাইফ ভাই

Fring নিয়ে ত্রিং ব্রিং অনেক আগেই করছি এখন আর ভালো লাগে না ।

Level New

ami fring & skype dutai use kori but amar kase skype i best

কিছু কমেন্ট পড়ে খুব খারাপ লাগলো। টেকটিউনসের আমরা তো সবাই শিক্ষিত, তাই না?

Vaia ami fring download koreci kintu kono account khulte parci na
please vaia amake ki akta account khule diben???????????Khub Help pabo??

Vaia ami fring download koreci kintu kono account khulte parci na
please vaia amake ki akta account khule diben

হাই রে মানুস একজনে পোস্ট করছে ..তারে দন্নবাদ না দিয়া এই তিরস্কার …এইজন্যই আমরা ……….. ✔✔✔✔✔✔ বাঙ্গালি