এবার মোবাইল ফোনের প্রতারকদের প্রতিহত করুন। আর নয় গ্রামীন/জিপি/বাংলালিঙ্ক ইত্যাদির লটারীতে টাকা জিতে(!) নিজের টাকাই খোয়ানো…

টেকটিউনস এ এটাই আমার প্রথম পোস্ট। ভেবেছিলাম সবসময় খালি পোস্ট পড়েই যাব, কিন্ত   https://www.techtunes.io/mobileo/tune-id/174210   এই পোস্ট দেখে মনে হল একটা পোস্ট করা দরকার। কিছুদিন আগে এই ভাই এর মত আমার আভিজ্ঞতা হয়েছিল।  আমাকে ফোন দিয়ে এক লোক বলল, সে রবির কাস্টমার কেয়ার থেকে বলতেছে, আমি লটারীতে ৩৫৭০০০/- টাকা পাইছি, চাইলে এই টাকা বিকাশ দিয়ে নিতে পারি। এই টাকা পেতে হলে কি করতে হবে জানতে হলে এই কলটা কাটার সাথে সাথে ওই নাম্বারে কল করতে হবে। আমি তাকে যেই বললাম, আমার ভাই রবিতে চাকরী করে, সে সাথে সাথে কল কেটে দিল।

এই পর্যন্ত প্রায় সবার সাথেই একইরকম হয়। কিন্ত এরপর দুই ধরনের ঘটনা ঘটেঃ

1. যারা ঘটনা বুঝতে পারেন, তাদের কাহিনী এখানেই শেষ। প্রতারক ব্যাটাকে ফোন কেটে পালাতে হয়।

2. যারা অত্যাধিক সরল মনের, তারা প্রতারনার ফাদে পড়ে যান, এবং লটারীতে পাওয়া কাল্পনিক টাকা উদ্ধারের জন্য নিজের টাকা, এমনকি নিজের কাছে না থাকলে ধার করে হলেও প্রতারকদের হাতে ফ্লেক্সি/বিকাশ এর মাধ্যমে পাঠিয়ে গালে হাত দিয়ে বসে থাকেন।

আমি দুই ধরনের একটাও করিনি, তবে যা করেছিলাম তা ছিল অত্যন্ত আনন্দজনক। আপনিও তা করে অনেক আনন্দ পেতে পারেন। কিভাবে?

আমরা অনেকেই জানিনা, বাংলাদেশে মোবাইল ফোন ক্রিমিনালদের ধরার জন্য একটি বিশেষ সেল আছে। এই ধরনের ঘটনায় তারা অত্যন্ত তৎপরতার সাথে ক্রিমিনালদের আটক করে। আপনি শুধু প্রতারকদের সাথে তালে তাল মিলানোর অভিল্য করবেন, আর যা করা লাগবে, উনারাই করবেন। উনারা আসলেই অনেক কোঅপারেটিভ। নাম্বার হলঃ ০১৭১৩৩৯৮৩২৫, ০১৭১৩৩৯৮৩২৬, ০১৭১৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৩২৮, ০১৭১৩৩৯৮৩২৯, ৯৩৬২৬৪০

এই সার্ভিসের মাধ্যমে প্রতারকদের সিম ব্লক করা সহ আটক করানো সম্ভব। এখন অপেক্ষা করতে থাকুন লটারীতে টাকা জেতার কলের!!!

Level 0

আমি sanjid.nsu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিন্তু ওই ফোন নম্বর কারা ব্যবহার করে সেটা পরিস্কার করলে ভাল হতো।

Level 2

আচ্ছা এই কাজ উনারা করেন ক্য তাদের কি কোন কাজ কাম নাই, এসব কাজ তো সিম অপারেটরদের করা উচিত। আর কেউ যদি শত্রুতা মুলক মনোভাব নিয়ে তাদের কাছে মিথ্যা অভিযোগ করে তাহলে অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন। বিশ্বাস করতে পারলাম না। আসলে ফোন নম্বর গুলো……? আগে বিষয়টা পরিষ্কার করুণ।

সবার সাথে একমত।

Level 0

vai, sim operator ra ki jinis ta to jante karo baki ase bole mone hoy na…sim operator ra korbe number bondho?? ha ha ha…..asolei hasir kotha, karon ora jekhan theke 2 poisa income korar upay pabe, sei rasta ora bondho korbena, jei karone apnar mobile hijack hoe gele, sim operator ra IMEI number track kore oi phone a tader sim block kore dayna.

ei service ta disse, tader kaj kam e eita. eta DETECTIVE BRANCH (DB) er akta special wing, jader kaj e eisob fokkor/protarok der dhora. asa kori puro bisoy ta ebar poriskar hoese sobar kaase.

Level 0

r mitthe ovijog kore lav nai, unara age varify kore dekhbe. tarpor sottota pele action nibe

Level 0

ভারতেও কিছুদিন আগে এরকম অনেক ঘটনা ঘটেছে।

ভাই আপনার লিখা পড়ে আমার দেখা একটি ঘটনার কথা মনে পড়ে গেল।ঘটনাটি শেয়ার করলাম…আমার দোকানের সামনের দোকানটা হল ফ্লেক্সী লোডের দোকান।কিছু দিন আগে তারা মোবাইল ব্যান্কিং সেবা বিকাশ আনে।সেদিন আমি একটু সকাল সকাল দোকানে ঝাই।দোকানে গিয়ে দেখি ১২-১৪ বছরের একতা মেয়ে ।দাড়িয়ে আছে।আমাক দেখে জিগেস করে ‘বিকাশের্ִ দোকান কখন কুলবে ।বললাম।৯-১০ টার সময়।মেয়েটা মোবাইলে কার সাথে ঝেন কিছু ক্ষন পর পর কথা বলছে…পরে সেদিকে খেয়াল করিনি…বিকাল ৪-৫ সময় দেখি ওনেক লকের ভীড় ।ভীড়ের মাঘ খানে সেই মেয়েটা…রাতে তাকে ফোন করে বলে আপনি লটারীতে ২২,০০,০০০/=টাকা পেয়েছেন, এঅতার জন্য খর্চ বাবদ ৫০,০০০/=দিতে হবে।তাই সকালে ১৫০০০/=টাকা দিছি এঅখ্ন ৩৫০০০/=টাকা দিতে আইছি।এখথা শুনু আমি বললাম তার কাছে মোবাইল করুন আমি তার সাথে কথা বলবো…আমি ঝখন হেলো,বললাম সে ফোন তা বন্দ করে দেয়…আর কখনো ফোন্টা খোলা পাওয়া জায়্নী…আত্পর ম্যেতা কাদতে কাদতে চলে গেল…আর কখনো মেয়েটাকে দেখিনী…

মোবাইলের লেখা ভূল গুলো বুঝে পড়বেন।

Bhai amar mobile eo phone aschilo 2 days ago. Ami naki Toyota Car jetechi. Sokal bela emon ph asle kemon lage. tarpor ami amar Mama re call dei. Mama k sob khule bollam tarpor mama bollo egulo Vogas.Tai erokom kono ph aasle apnara apnader Ovivabok Othoba Boro Bhai, ba jekono ekjon janaben. Ta na hole @Shohag talib bhai j Meytar kotha bollen tar moto Taka Khoyaate hobe.