mCash (এম ক্যাশ) মোবাইল ব্যাংকিং

আস সালামু আলাইকুম

টেক বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। অনেক দিন পর নতুন একটি টিউন নিয়ে আসলাম। আশা করি কাজে লাগবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ mCash মোবাইল ব্যাংকিং চালু করছে আগামী ২৭ দিসেম্বর থেকে। DBBL Mobile Banking

ও Bikash হতে অনেক সাশ্রয়ী।

Islami Bank mCash এর সুবিধা সমুহঃ

ñ  দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ও ৩৬৫ দিন ব্যাংকিং সুবিধা

ñ  শাখাবিহীন ব্যাংকিং সুবিধা

ñ  দেশের যেকোন স্থান হতে ব্যাংকিং সেবা গ্রহন সম্ভব

ñ  বিদেশ হতে অল্প সময়ে সরাসরি মোবাইল একাউন্টে অর্থ প্রেরণ

ñ  ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের জন্য ব্যাংকিং সুবিধা গ্রহনের ব্যবস্থা

ñ  সর্বাধিক ও অধিকতর নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা

ñ  প্রায় সকল কার্যক্রমে ব্যাংক লেনদেনের সুযোগ সৃস্টি করা

Islami Bank mCash এর সেবা সমুহঃ

ñ  স্বল্প সময়ে গ্রাহকের একাউন্ট খোলা

ñ  বিদেশ হতে অর্থ প্রেরণ ও গ্রহণ

ñ  নগদ টাকা জমা

ñ  নগদ টাকা উত্তোলন

ñ  এক একাউন্ট হতে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর

ñ  একাউন্টের ব্যালান্স জানা

ñ  বেতন/ভাতা প্রেরণ ও গ্রহণ

ñ  মোবাইল টপ-আপ (রিচার্জ)

ñ  পণ্য ক্রয়-বিক্রয়

ñ  যেকোন মোবাইল ফোন ও সিম ব্যবহার করে এই সুবিধা গ্রহণ

ñ  শুধুমাত্র ২০ টাকা জমা দিয়েই একাউন্ট খোলা যায়

ñ  ব্যাংকের অন্যান্য একাউন্টের সাথে লেনদেনের (জমা, উত্তোলণ, হস্তান্তর) ব্যবস্থা

Islami Bank mCash এর একাউন্ট খোলা ও লেনদেনঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মনোনীত যেকোন এজেন্ট, ব্যাংকের যেকোন শাখা এবং mCash চুক্তিবদ্ধ মোবাইল ফোন কোম্পানী কর্তৃক

মনোনীত  যেকোন এজেন্ট এর কাছে একাউন্ট খোলা ও লেনদেন করা যাবে। এজেন্টের কাছে খোলার ফরম পাওয়া যাবে। এই একাউন্ট খোলার

ফরম পূরণ করে ২০ টাকা জমা দিয়ে একাউন্ট খোলা যাবে।  একাউন্ট খোলার জন্য যা লাগবেঃ

ñ  ১ কপি পাসপোর্ট সাইজের ছবি

ñ  জাতীয় পরিচয় পত্র/ নাগরিক সনদ পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট এর ফটোকপি

এজেন্ট/ কর্মকর্তা গ্রাহকের তথ্যাবলীর মাধ্যমে গ্রাহকের মোবাইল একাউন্ট খুলবেন এবং গ্রাহকের মোবাইলে সাথে সাথে একটি SMS যাবে।

গ্রাহকের মোবাইল নাম্বারটির সাথে একটি Cheek ডিজিট যুক্ত হয়ে মোট ১২ সংখ্যার একটি মোবাইল একাউন্ট হবে।

এরপর গ্রাহকের মোবাইল ফোনে একটি ফোন আসবে এবং গ্রাহককে গোপন ৪ ডিজিটের PIN দিতে বলবে। গ্রাহক তার নিজসব চার ডিজিটের

PIN দিবেন এবং এই PIN ই পরবর্তীতে তার লেনদেনের জন্য গোপন PIN হিসেবে কাজ করবে। এই অবস্থায় গ্রাহক তার মোবাইল

একাউন্টে টাকা জমা দিতে পারবে।

মোবাইল একাউন্টে লেনদেনের সীমাঃ

* দৈনিক জমা:সর্ব্বোচ্চ ৫ বার
* দৈনিক উত্তোলন:সর্ব্বোচ্চ ৫ বার
দৈনিক অর্থ স্থানান্তর:সর্ব্বোচ্চ ১০ বার
দৈনিক জমার পরিমাণ:৫০-২৫,০০০ টাকা
দৈনিক উত্তোলণের পরিমাণ:৫০-২৫,০০০ টাকা
দৈনিক স্থানান্তরের পরিমাণ:১০-৫,০০০ টাকা
মাসিক মোট জমা:সর্ব্বোচ্চ ৩০ বার
মাসিক মোট উত্তোলন:সর্ব্বোচ্চ ১৫ বার
মাসিক মোট অর্থ স্থানান্তর:সর্ব্বোচ্চ ১০০ বার
মাসিক জমার পরিমাণ:৩,০০,০০০ টাকা
মাসিক উত্তোলণের পরিমাণ:১,৫০,০০০ টাকা
মাসিক স্থানান্তরের পরিমাণ:১,০০,০০০ টাকা

মোবাইল একাউন্টে লেনদেনের সার্ভিস চার্জঃ

ñ  একাউন্ট খোলাঃ ফ্রি

ñ  বৈদেশিক অর্থ জমাঃ ফ্রি

ñ  বেতন ভাতা গ্রহনঃ ফ্রি

ñ  মোবাইল টপ-আপ (রিচার্জ)- ফ্রি

ñ  একাউন্ট ব্যালান্স চেকঃ  ফ্রি

ñ  অর্থ জমাঃ  ফ্রি

ñ  অর্থ উত্তোলনঃ  ১০-১০০০ টাকা পর্যন্ত ১০ টাকা ১০০১-২৫,০০০ টাকা পর্যন্ত ১% হারে

ñ  মার্চেন্ট পেমেন্টঃ ফ্রি

আরো বিস্তারিত জানতে নিকটস্থ ইসলামী ব্যাংক এর যেকোন শাখা অথবা এজেন্টের নিকট যোগাযোগ করুন।

Level New

আমি শফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

mCash এ অন্যদের থেকে এখন আরেকটু সাশ্রয় হবে। ধন্যবাদ টিউনার ভাইকে।

    @আতাহার আলী অপু: ঠিক বলেছেন ভাই বিকাশ আগের থেকে কাশআউট রেট বারিয়ে দিয়েছে। আশাকরি mCash ভাল থাকবে। ধন্যবাদ টিউনার ভাইকে

agent hower bapare details janale upokrito hotam.ami agent hote cai.janaben plz.

Thanks.

Level New

আশা করি mCash শীঘ্রই সবাইকে ছাড়িয়ে যাবে।

Level New

ধন্যবাদ সবাইকে Comment করার জন্য

post er jonno dhonnobad, tobe islami bank niye amar tikto oviggota achey. goto bochor tader security failure er karone atm card sob disable kore dei ebong grahokder norun atm card babod 345 tk ditey baddho kore. ei ki julum na??

accha jai hok, mobile recharge ki je kono mobile a kora jai, dbbl ekhon bl, robi, citycell dischey. gp coming soon.
trust bank je kono mobile a dichey,tobey sms charge kete ney boley amar pochondo na.
r islami bank er mcash er minimum deposit koto?

Level 0

A good news.

অর্থ উত্তোলনঃ ১০-১০০০ টাকা পর্যন্ত ১০ টাকা ১০০১-২৫,০০০ টাকা পর্যন্ত ১%
কিন্তু ১ লাখ টাকা ক্যাশ আউট করল দেখা যাচ্ছে ১৫০ টাকা লাগে তার মানে ১.৫%। অনুগ্রহ করে Islami Bank mCash এর অফিশিয়াল লিংক দিন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level New

@ modernbhoot যেকোন নাম্বার এ রিচার্জ করা যায়। মিনিমাম ব্যালান্স ২০ টাকা।
@ সুনিন http://www.islamibankbd.com, সব সময় ১% ধন্যবাদ

@ সবাই, আর একটি সুবিধা ব্যাংকের একাউন্ট এর সাথে লিংক করা যায়।

Level New

@ modernbhoot রিচার্জ সম্পুর্ন ফ্রি

mCash দ্বারা টাকা লেনদেনের নতুন দিগন্ত উন্মোচন হল।

thanks for this post

Level 0

আমার ভাবনায় এমক্যাশ এর গল্পটা হবে এমন:
ক্রেতা: ভাই আমাকে আধা কেজি আলু দিন তো?
বিক্রেতা: আচ্ছা নিন।
ক্রেতা: ভাই দাম কত?
বিক্রেতা: ১২ টাকা।
ক্রেতা: ভাই এমক্যাশ নং কত?
বিক্রেতা: ০১৯১১৬২৩০৪৬৮ (শেষের ৮ হলো ব্যাংক কর্তৃক দেওয়া একটি অটো জেনারেটেড অতিরিক্ত নাম্বার, আর আগেরটা তো নিজের মোবাইল নাম্বার)
ক্রেতা: কয়েক সেকেন্ড মোবাইল বাটন চাপলো (যত সময় লাগে পকেট থেকে টাকা নিয়ে বিক্রেতাকে দিতে), তারপর বিক্রেতাকে বললো, ভাই আপনার এমক্যাশে কি ট্রান্সফার হয়েছে ১২ টাকা?
বিক্রেতা: (তার মোবাইলে একটি ম্যাসেজ আসলো) দেখে বললো হ্যা ভাই পেয়েছি।

সবশেষে কথা হলো কাগজের টাকার বোধহয় দিন শেষ। আমি বিগত ১০ বছর আগে এমন একটি অবস্থার কথা বলে একটি প্রবন্ধ লিখেছিলাম, আমাকে তখন অনেকে পাগল বলেছিল। তবে এখন মনে হচ্ছে আমার পাগলামিটা শতভাগ সত্যে পরিণত হতে যাচ্ছে।

thank you

m cash e tk load korte hobe ki mobile rechareg er maddhome? & 10 tk recharge kore m cash e transfer kora jabe??

Level 0

Islami Bank Bangladesh Limited এর Islami Bank mCash এর ওয়েব সাইট হলো

http://mcash.islamibankbd.com/

Level New

vai mobile recharge a koto takay koto % katbe many service charge kto?
R amar National ID Card / Nationality Certificate / Driving License agula kichu nai. National ID Card ar jonno chobi tulsi kintu akhono card pai nai. tobe amar office ar id card ache. ami ki account khulte parbo?
kingba onno kono upay ki ache account khular.
Jodi ai bisoy amake aktu help koren tahole upokrito hobo.

Level New

রিচার্জ ফ্রি, কোন টাকা লাগবেনা ৷ যেকোন ID হলেই চলবে ৷