UC SAFE s60v3 সেটে একের ভেতর অনেক

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন ধরে মোবাইল নিয়ে কোন টিউন করা হয়না। তাই আজ আবার টিউন করতে বসলাম। আজ আপনাদের সাথে অনেক কাজের ১টা সফট শেয়ার করবো। আমরা যখন মোবাইল হার্ড রিসেট দেই আমাদের অনেক দরকারি নাম্বার বা মেসেজ ডিলিট হয়ে জায়। আবার অনেকে Nokia pc suite এ ব্যাকআপ রাখে। কিন্তু এখানে ঝমেলা আছে। মোবাইল পিসির সাথে connect  করতে হয়। যাদের পিসি নাই তারা কি করবেন? তাই আপনাদের জন্য UC SAFE নামে ১টা সফট নিয়ে এলাম। এটা UC ডেভেলপার দের তৈরি। এটার মাধ্যমে আপনি নাম্বার মেসেজ কল লিস্ট আরও অনেক কিছু ব্যাকআপ রাখতে পারবেন। চলুন এটার সুবিধা গুলো দেখে নি।

প্রথম Option থেকে Login এ গিয়ে Sign up নিন

Security Privacy

১।

২। Security Privacy তে ঢুকলে ২ টি অপশন আছে। Mobile Optimization এবং Private Directory

৩। Mobile Optimization এ আপনি আপনার মোবাইল এর Maintenance দেখতে পারবেন।

৪। Private Directory তে আপনি আপনার সফট গুলো লক করে রাখতে পারবেন

৫। Personal Data ৪ টি অপশন আছে। এখানে Backup  Personal Data তে আপনি আপনার নাম্বার মেসেজ সব ব্যাকআপ রাখতে পারবেন।

৬। কিকি ব্যাকআপ রাখবেন আর কোথায় রাখবেন তা টিক চিহ্নিত জায়গায় ঠিক করে নিন।

৭। একই রকম ভাবে আপনি Restore Personal Data থেকে আপনার ফাইল আনতে পারবেন।

৮। Empty Safe Network থেকে আপনার ব্যাকআপ কৃত ফাইল মুছে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে।

নাম্বারে আছে Software। এখানে ও আপনি ৪টি অপশন পাবেন।

৯।

১০। Upgrade software এ আপনি আপনার মোবাইল এর সফট গুলো আপডেট আছে কিনা তা দেখতে পারবেন।

১১। Backup Software মোবাইল এর জরুরি সফট ব্যাকআপ রাখা যাবে এই অপশনে

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সফট টা অনেক কাজের তাই শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।

যাদের জানা নাই তাদের জন্য এই টিউন।

কেমন লাগলো তা কমেন্ট এ জানাবেন।

[বিঃদ্রঃ] এটা Install করতে হলে মোবাইল হ্যাক করতে হবে। আর আমি এটা s60v3 সেটে ব্যবহার করেছি। তাই অনান্য সেট এ চলবে কিনা জানিনা। আপনারা দেখে নিবেন।

Level 0

আমি জাহিদুল কবির রিশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 224 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস