Ovi Store থেকে .সিস ফাইল সেভ কোরুন আপনার মোবাইল দিয়ে।

খুব ই সিম্পল। ওভি স্টোর থেকে .sis ফাইল সেব করে রাখুন আপনার পছন্দের ড্রাইবে। প্রথমে আপনার ডিফোল্ট ব্রাউজার দিয়ে store.ovi.com এ জান। এর পর আপনার পছন্দের এপ্লিকেশনটি স্বাভাবিক নিয়মে ডাউনলোড শুরু করুন। ডাউনলোড কমপ্লিট হলে আপনাকে প্রশ্ন করা হবে ( an axemple) "install skype?" এখানে yes না চেপে মিনিমাইজ করে আপনার এক্সপ্লোরটা ওপেন করুন। এবার c:\system\dmgr\10008d39\contents গিয়ে আপনার ডাউনলোড কৃত .sis ফাইলটি পাবেন, ফাইলটি এখান থেকে কপি করে আপনার পছন্দের ফোল্ডারে পেস্ট করুন। কাজ শেষ। এখন আপনিই ইচ্ছে করলে ডিফোল্ট ব্রাউজার থেকে cancel করে ফাইল ম্যানেজার থেকেও ইন্সটল করতে পারবেন ডাউনলোড ছাড়াই। এভাবে আপনি আপনার ডিফোল্ট ব্রাউজার থেকে প্রায় সব .সিস ফাইল ই সেব করে রাখতে পারবেন। তবে যে সকল এপ্লিকেশন ডাউনলোড দিলে (an axemple) "download and install bangla_dictionary" লেখাটি দেয়, এমন এপ্লিকেশন এর ক্ষেত্রে এই সূত্র প্র্যযোজ্য নয়। এই সূত্র কারো জানা থাকলে দয়া করে জানাবেন।

Level 0

আমি স্বপ্নপোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানা ছিল না ভাল একটি টিপস শিখলাম, ধন্যবাদ

ধন্যবাদ আপনাকেও…

ভাই আমি অভীষ্টরে ঢুকে কিন্তু কিছু ডাউনলোড করতে পারি না। আইডি লগইন দেই তারপরও কাজ করে না।

@ searching_boy আপনার টাইম এবং ডেটটা ঠিক করে ট্রাই করে দেখতে পারেন, আর তাছারা অভীস্টোর থেকে ডাউনলোড করার জন্য অভিস্টোর এপ্লিকেশন্টি ওপেন করার ই দরকার হয় না। আপনার ডিফোল্ট ব্রাউজার থেকে store.ovi.com গিয়ে সব করতে পারেন। অভীস্টোর এপ্লিকেশনটি অটো রান হবার সাথে সাথেই exit করে দিবেন। যতবার রান হবে প্রত্যেকবার ই exit.

Level 0

thx vai

apnakeo thanx vai…

Sondor sondor…

tnx shopnopoka

“download and install bangla_dictionary” এই ধরনের সফট হল জাভা jar ফরমেটের। এটা পাবেন যে ডাইবে ইন্সল করবেন সে ডাইবের প্রাইভেট praivet পোল্ডারে। প্রাইভেট পোল্ডারে কিন্ত অনেক টেম্পরারী ফোল্ডার সৃষ্টি হয়, এক্ষেত্রে সবটি চেক করলেই কাংক্ষিত jar ফাইলটি পেয়েযাবেন। আমি এভাবে অনেক জাভা সফট সংরক্ষণ করেছি।

আমীরুল আমীন ভাই, ধন্যবাদ আপনাকে. Private ফোল্ডার এ না গিয়ে ফাইলটি সার্চ করলে আরও সহজে পাওয়া যায়। তবে সমস্যা হচ্ছে ইন্সটল করা যায় না। “authorization failed” লেখা দেয়।

Dear sopnopoka,
Ami onek try koreo downloaded file ti xplore er maddome C:system/dmgr/100089d/content a pai ni. Content er bodole download a 1ti file paoa jay but seti matro 2 KB er…..!! ar ai file ti copy korleo hocce na..!! Please tell me what can I do I am in a geat trouble…!! Please tell me any solution…..!!