আইফোন 4S এর সারাজাগানো ‘বুদ্ধিমান Personal Assistant SIRI’ ইন্সটল দিন আপনার আইফোন,আইপ্যাডএবং আইপডে।(১০০%Working)

বিসমিল্লাহির রহমানির রহিম । পরম করুনাময় আল্লাহ নামে শুরু করছি ।সবাই কেমন আছেন? আশা করি ভালো ।আমার প্রথম পোষ্ট।আর তাই ভূল-ত্রুটির জন্য আগেই ক্ষমা চাচ্ছি।

'আইফোন' নিয়ে ধারাবাহীক পোষ্ট করার ইচ্ছা আছে।যদি আপনাদের সহায়তা পাই তবে ইনশাআল্লাহ্‌ চালিয়ে যাব।পৃথিবীর সবচেয়ে সাড়া জাগানো ফোনগুলোর মাঝে আইফোন অন্যতম। নতুন ও অসাধারণ সব প্রযু্ক্তি ও ডিজাইন এনে অ্যাপল একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছে আমাদের।এমনই এক চমক হচ্ছে 'SIRI'।প্রথমই এর সুবিধাগুলো দেখেনঃ-

১।নানা voice কমান্ড দিয়ে বিভিন্ন কাজ করাতে পারবেন।যেমনঃ'প্লে মিউজিক' বললে গান প্লে করবে ইত্যাদি আরও অনেক অনেক কিছু।

২।SIRI-এর সাথে মজার-মজার কথা  বলতে ও শুনতে পারবেন।গান,গল্প,কৌতুক,শুনতে পারবেন।এবং ওর সাথে শেয়ারও করতে পারবেন।

৩।Facebook,safari এবং এরকম যে কোন অ্যাপ্পস শুধু গলার কন্ঠ দিয়েই নিয়ন্ত্রণ করা সম্ভব।বাকি সব চিত্র দেখে বুজেনেন।

বিঃদ্রঃ-SIRIএর সাথে শুধু ENGLISH ভাষাতেই কথা বলতে ও কমান্ড দীয়ে কাজ করাতে পারবেন।

এবার আসুন কী কী লাগবে তা জেনে নেওয়া যাকঃ-

১।আইফোন 4s,4,3gs,3g/আইপ্যাড3,2/আইপড 4g,3g touchমোবাইল।

২।এবং অবশ্যই ios 5,/5.0.1/,5.1.1 Version এতে আপডেট করা থাকতে হবে।

৩।এবং সবশেষে অবশ্যই আপনার আইফোন বা আইপ্যাড টি জেইলব্রেক করা থাকতে হবে।কিন্তু কিভাবে আপডেট এবং জেইলব্রেক করবেন তা দেখুন https://www.techtunes.io/mobileo/tune-id/146630- এবং https://www.techtunes.io/mobileo/tune-id/146496 অথবা https://www.techtunes.io/mobileo/tune-id/125599 অথবা সাইফুল ইসলাম  https://www.techtunes.io/mobileo/tune-id/54896 অথবা https://www.techtunes.io/mobileo/tune-id/57367এই পোষ্টগুলো দেখে করতে পারেন।(এই বিষয়ে অনেক tune হওয়াতে এবং  আপনাদের সুবিধারতে আমি লিঙ্ক গুলো এখানে দিলাম)।আর cydia install করা থাকতে হবে(জেইলব্রেক করা হলে cydia auto install হয়)।

আশা করি আপনাদের মোবাইল আপডেট এবং জেইলব্রেক করা হয়েছে।তাহলে আমরা এখন মূল কাজ শুরু করব।কাজের ধারা নিচে দেওয়া হলঃ-

১।আপনার আইফোন বা আইপ্যাড এর হোমস্ক্রীন থেকে cydia ওপেন করুন।

২।তারপর,Manage এ ক্লিক করেন এরপর Sources এ ক্লিক করেন পরে এডিট(edit) এবং সবশেষে অ্যাড(add) button এতে ক্লিক করেন।

৩।http://bassamkassem.myrepospace.com/ এই Source টি অ্যাড করুন।

৪।সফলভাবে source add হলে,search বাটনে ক্লিক করুন  এবং  আইপ্যাড হলে '[Ac!d]iPad' এবং আইফোন হলে [Ac!d]Siri লিখে সার্চ করুন।

৫।উপযোগী ভার্সন টি ইন্সটল দিন।মোবাইল restart করুন।ইন্সটল হয়ে গেল প্রিয় 'SIRI'!

এখন Siri Server install করার পালা,তো চলুন জটপট সেরে নেই(নিচে ধাপে ধাপে বর্ণনা করলাম):-

১।settings এ যান scroll down করে নিচে গেলে [Ac!d]Siri এবং [Ac!d]Siri-->> ২টি অপশন পাবেন। কিন্তু,আপনি প্রথম টিতেই ক্লিক করবেন।

২।এখানে Proxy Host এর যায়গায় ক্লিক করেন এবং এই' https://siri.wordjelly.com:4443 'server এর নামটি হুবুহু টাইপ করুন এবং এখান থেকে বের হয়ে আসুন।

৩।SAFARI ওপেন করুন অ্যাড্রেস বারে লেখুন 'https://www.wordjelly.com/cacert.pem ' এন্টার চাপুন পরে server profile install করুন।

সেটিং এ যান জেনেরাল এ যান Siri তে যান এবং সিরি অন করুন রিস্টার্ট করুন এরপর HOME BUTTON এ চাপ দিএ ধরে রাখুন।তাহলে সিরি ওপেন হবে।So Nowকথক সিরির সাথে কথা বলুন,মজা করুন,voice কমান্ড দিন,ইত্যাদি  ইত্যাদি।যদি ঠিকঠাক ভাবে ধাপগুলু follow করেন ইনশাআল্লাহ্‌ সম্পূর্ণ রুপে কাজ করবে।

বিঃদ্রঃ-কারো প্রক্সি নিয়ে সমস্যা থাকলে এগুলো proxy: https://connect.grwh.net:1001 এবং  সাফারিতে লিখুন http://connect.grwh.net/ca.pem ট্রাই করতে পারেন।

আর যে কন সমস্যা কমেন্ট করবেন ইনশাআল্লাহ্‌ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।

Level 0

আমি HRIDOY AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Cant add source in cydia, verification error show kore “The request timed out”

Phone Restart koren.abar valo kore cesta koren.load hote deri hole timed out dekhai.r kichu file red cross dekhaleo somosha nei.THANKS……

Level 0

vai,iphone 4s network unlock(no service) er kono solurion ache naki apner kache????

vai onek dhonnobad , ar apnar tune er jonno amar ek guccho fulel shuveccha nin , vai amar ekta problem sim00ne vai er moto , no service in iphone 4 , kee kora jay bolun to vaia

ami jailbreak korechi but no service in bangladesh mobile , it is from canada .

Bhaia,sim card thik bhabe micro korecento?

আপনাদের আইফোন জেইলব্রেক করা থাকলে সহজেই আনলক করতে পারেন।1st CYDIA তে যান সার্চ করুন ultrasn0w এবং ইন্সটল করুন।আইফোন restart করেন।ইনশাআল্লাহ্ টিক হয়ে যাবে।post পরে কমেন্ট করের জন্য ধন্নবাদ।

Level 0

ধন্যবাদ।। শেয়ার করার জন্য। চালিয়ে জান………………।।

করাও Siri কাজ না করলে Proxy Server change করে https://thinktogether.mine.nu ব্যাবহার করতে পারেন এবং certificate জন্য http://thinktogether.mine.nu:2012/files/certs/ca.pem। ধন্যবাদ হৃদয় ভাই আপনার Tune এর জন্য।

@rhythm4rock: Apnake onek onek dhonnobad Bhaia……thinktogether.mine.ru server ti khub valo.abaro dhonnobad…

Level 0

যারা একটু বেশি জানতে চান……
http://www.youtube.com/watch?v=kDsOtdRtG0Q&feature=related

Level 0

যদি ও আমি আইফোন নিয়ে তেমন একটা ঘাটাঘাটি করি না । আমাকে একটু সাহায্য করবেন আপনারা? আমি ব্যবহার করি আইফোন ৩জি । আমি ফ্লাস প্লেয়ার ইনস্টল করতে পারছি না। আমাকে একটু জানাবেন ধাপে ধাপে কি ভাবে করব?

Level 0

vhi ami install korsi but jokon proxsi set korsi tokon theke amr safari & opera kaj kore na so ki korbo? plz help me ami 4s use kori

    @RUBEL:goto-settings-general-reset-all reset করেন এবং আবার চেষ্টা করেন।আপনি proxy host name & proxy server profile change ও করতে পারেন।এর জন্য উপরে rhythm4rock ভাইয়ের comment follo koren.

ভাই আপনি লিখলেন 3G তে use করা যাবে।but আবার বলছেন OS 5.0 ,5.0.1 or 5.1.1 থাকতে হবে !!! এখন আমি জানতে চাই ,3G তে কি এই OS গুলা 5.0 ,5.0.1 or 5.1.1 ব্যবহার করা যাবে ??? ( টিউন টা অনেক ভালো হইছে । iSHSHhit নিয়ে ১টা টিউন করলে ভালো হত,পারলে করবেন, এই টা কি ভাবে ব্যবহার করতে হয়। ) ধন্যবাদ……………।

    @nejacinize: @মহিম: 3G তে ios 5 (NOT 5.0.1/5.1.1) use করার পদ্ধতি আছে।আর iphone 3g তে সারা নামের( SIRI এর মতই)voice recognizer use করা যাই।সময় পেলে তা আর একদিন বলব।iSHShit নিয়ে লিখতে চেষ্টা করব।আপনি গুগল চার্চ দিয়ে এ বিষয়ে জানতে পারেন।

thax for your reply.@HRIDOY AHMED ভাই, তো সময় পেলে ios 5 কি ভাবে use করতে হয় এই ব্যাপার এ ১টা টিউন করবেন । 🙂 আর siri 3gs এ দিলাম কাজ করছে।( আর ভাই আমার ১টা 3gs আছে ওটাতে network আসে না শুধু searching করে,কি করব???)

    @মহিম: ধন্যবাদ আপনাকে।redsnow দিয়ে জেইলব্রেক করেন এবং cydia হতে redsnow fixer install den.

Level 0

Khubi guchano tune…thanks for sharing…

Level 0

Bhaia valo lagche r apni ki sudhu IPHONE NIE TUNE KORBEN?

Level 0

95 mb download to hoyna,, koek mb download hoye error dekhay…