কোন সফ্টওয়ার ছাড়াই এন্ডরোয়েড মোবাইলের ব্যাটারী সেভ করি

সর্ব প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি,সেই সব বন্ধুদের কাছে যারা অনেক জানেন কিন্তু তারা আমাদের মতো নবীন টিউনারদের নিরুৎসাহিত করেন তাদের কিছু কথা দিয়ে ।যা অন্যভাবে বললে আমরা উৎসাহিত হতে পারি ।সুতরাং নিশ্চয় ভাল কমেন্টস আশা করতে পারি । যাক অনেক কথা বলে ফেললাম, কেমন আছেন সবাই নিশ্চয় ভাল,আজ আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করবো ।যা করলে আমরা কিছুটা হলেও আমাদের এন্ডরোয়েড মোবাইলের ব্যাটারী চার্জ সেভ করতে পারবো ।চলুন শুরু করা যাক । প্রথমে মোবাইল ওপেন করি,এবং মোবাইলের ইন্টারনেট কানেকশন ডিসাবল করে রাখি ।হোম স্ক্রীনে কিছু গেজেট দেখা যায় তার মধ্যে “support” অন্যতম । এই গেজেটে দুটি অপশন থাকে (১)TIP (২)TUTORIAL, Tip ওপেন করি । ইন্টারনেট কানেকশন চাইবে NO সিলেক্ট করি ।উপরের সব শেষ আইকনটাই ক্লিক করি ।এখন Battery optimiser ক্লিক করি ।
(১)Brihtness: এই অপশনটা অপেন করি এখন ইচ্ছা মতো Brighter বা Brightest যে কোন একটা সিলেক্ট করি (আমি Brightest সিলেক্ট করি)
(২)Animations: none করে রাখি ।
(৩)Display timeout: ৩০ সেকেন্ড করে রাখি ।
(৪)Wireless networks: off করে রাখি ।
(৫)GPS: off করে রাখি ।
(৬)Bluetooth: off করে রাখি ।
(৭)WI-FI: off করে রাখি ।
(৮) WI-FI sleep policy: ডিফল্ট যা আছে তাই থাক ।
(৯)Background Data: off করে রাখি ।
(১০)Synchronisation: off করে রাখি ।

এবার back বাটন চেপে হোম স্ক্রীনে ফিরে আসি ।এবার খেয়াল করে দেখবেন আপনার মোবাইল ব্যাটারীর চার্জ আগের থেকে বেশী চার্জ থাকছে ।

ধন্যবাদ সবাইকে
এই রকমের আরো ট্রিক্স পেতে আসতে পারেন এইখানে http://www.http//blogermasud.blogspot.com

Level 0

আমি masud al nahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসুন আমরা সবাই প্রতিদিন একটা করে ভাল কাজ করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফাইজলামি পাইসেন নাকি ?? এত কিছু যদি অফ করে দিই তাহলে আর স্মার্ট ফোন ব্যাবহার করার কি দরকার ??
সাধারন ফোন ইউস করলেই তো হয়। যারা ব্যাটারি নিয়া বেশি চিন্তা করে তাদের স্মার্ট ফোন ব্যাবহার না করাই উচিত।

Level 0

newboy চরম খাটি একটা কথা বলছেন ।

Level 2

newboy , keno vai,,,,,,,,,,,??? smartphone use kori aita ki feel hoitei hobe,,,,,,,, tuner to sothik kothai bolse,,,,,,,,,,,
apner jokhon issa tokhon sob kisu on kore niben,,,,,,, smart phoner sobe theke mojar bishoy e hosse apni ak muhurte ja issa on abong off korte parben(norification bar aase nah ??

battery নিয়ে ঝামেলায় পড়তে হয় না , উপরোক্ত টিপস গুলো সাধারণত করা হয় (Samsung GT-S5360)

Level 0

এন্ডরোয়েড অপারেটিং সিস্টেম এর মূল প্রবলেম ই হচ্ছে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া।। তবে ICS এ এই প্রবলেম একটু ঠিক করা হয়েছে।। জেলি বিন-এ আসা করি আরও ঠিক করেছে।। টিউনারকে ধন্যবাদ…

Jara sudhu net er jonye mobile use koren, tara mobile take ”Flight Mode” kore rakhte paren.Batterly life koyek gunn beshi hoye jabe.
Thanks.