স্মার্ট ফোন এর কিছু মজার ব্যবহার।

স্মার্ট ফোন এর সুবিধা এবং সহজলভ্যতার কারনে আজ তা খুবই জনপ্রিয়। স্মার্ট ফোন ব্যবহার সবার জন্য খুবই সহজ, তারপরও এর এমন কিছু বিশেষ সুবিধা আছে যা আপনার কাছে হয়ত অজানা হতে পারে। স্মার্ট ফোন এর কিছু চমকপ্রদ ফিচার এখানে উল্লেখ করা হল- ফিচার গুলো অনেকেই হয়ত ব্যবহার করছেন, আবার অনেকের কাছে একেবারেই নতুন মনে হতে পারে, এখানে সুধুমাত্র Android Program উল্লেখ করা হয়েছে।

১। সংরক্ষন করুন আপনার প্রতিটি পদক্ষেপ : Googel Latitude ব্যবহার করে আপনার প্রতিটি পদক্ষেপ আজীবন সংরক্ষন করতে পারবেন। আপনি যদি জানতে চান গত বছর এই দিনে এই সময়ে আপনি কোথায় ছিলেন, Location History দেখে খুব সহজেই জেনে নিতে পারবেন। পাশাপাশি এই Software ব্যবহার করে বন্ধুদের সাথে Location Share করতে পারবেন।

২। সংরক্ষন করুন আপনার সকল Call Log এবং SMS : SMS Backup+  এই Software টি একটি নির্দিষ্ট সময় পর পর নিজ থেকেই আপনার সকল Call Log এবং SMS আপনার Gmail Account এ সংরক্ষন করে, আপনি যদি গত বছর এই দিনের সকল Call Log এবং SMS দেখতে চান, দেখা সম্ভব।

৩। সংরক্ষন করুন আপনার সকল Contact : Gmail বা অন্য যে কোন Mail Address এ Contact Syncronize করে Phone Book চিরস্থায়ী করতে পারেন। যা পরবর্তিতে অন্য যে কোন মোবাইলে ব্যবহার করতে পারবেন।

৪। ঘরে বসে অফিসের Computer Operate করুন : Team Viewer for Remote Control ব্যবহার করে আপনার মোবাইল Screen এ অফিসের Desktop বা Laptop এর হুবহু Screen নিয়ে আসতে পারবেন। Mobile হয়ে যাবে অফিস Computer।

৫। মোবাইল থেকে Print করুন যে কোন Printer এ, হতে পারে ঢাকা অফিস বা দূরের কোন বন্ধুর বাসা। Printer Share Mobile Print ব্যবহার করে দেখতে পারেন।

৬। অবাঞ্চিত Call or SMS Block করার জন্য Black List ব্যবহার করতে পারেন। কল ব্লক সংক্রান্ত যত ধরনের সুবিধা হতে পারে, সব এতে পাবেন।

৭। ভিডিও call করার জন্য 3G দরকার নেই, Mobile Skype ব্যবহার করে GP দিয়েই Video Call সম্ভব।

৮। বাংলা লিখার জন্য Mayabi Bangla Keyboard ব্যবহার করতে পারেন।

৯। কখনো অফিসে কাজ করতে গিয়ে মনে হয়, বাসার Computer এর Document গুলো পেলে সুবিধা হতো, আবার উল্টোটা মনে হতে পারে, এ সমস্যার সমাধান করতে পারেন Google Drive ব্যবহার করে, আপনার বাসা, অফিস, মোবাইল সবকিছুতেই একই Documents ব্যবহার করতে পারবেন।

১০। একটা গিফট প্যাকেট পেলেন, খুব জানতে ইচ্ছে হচ্ছে দাম কত, কোথা হতে কিনা হল, সুবিধা কি, সব উত্তর পেয়ে যাবেন প্যাকেটের Bar Code Scan করেই। ব্যবহার করতে পারেন Barcode Scanner.

১১। যারা Grameen Phone ব্যবহার করেন GP App ব্যবহার করে Operator এর সব Service এক সাথে পেতে পারেন। Balance Check, Data Balance Check, FNF Change/Check, etc.

১২। Open Signal Map ব্যবহার করে Mobile Network Signal, Tower location, Tower use history সব জানতে পারবেন, Network Signal যদি দুর্বল হয়, কোনদিকে গেলে ভাল Network পাবেন, তা জানতে পারবেন।

১৩। Google Store / Play Store এ কোন game বা Software পছন্দ হলে, দাম নিয়ে কোন সমস্যা নেই, 4Shared ব্যবহার করে বিনামূল্য ব্যবহার করতে পারবেন।

১৪। বন্ধুর বাসা অলিগলি পথ ধরে খুজে নিতে হবে? কোন সমস্যা নেই বন্ধুকে বলবেন My Track ব্যবহার করে Map টা আপনাকে পাঠিয়ে দিতে।

১৫। Unified Remote ব্যবহার করে মোবাইল কে Remote Control হিসেবে ব্যবহার করতে পারবেন।

১৬। লুকনো Camera চান, WiFi Network এ IP Cam ব্যবহার করুন। আপনার মোবাইল হয়ে যাবে Mobile Hidden Camera, যা কিনা Network ভূক্ত যে কোন PC তে সরাসরি সম্প্রচার হবে।

Level 0

আমি Minhazul Kabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রত্যেক্টার উপর একেক্টা মিডিয়াম সাইজের টিউন করা যাবে 🙂

Level 0

প্রত্যেকটার উপর না হলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে টিউনের অপেক্ষায় আছি।
পোস্টের জন্য ধন্যবাদ।

    @dolar: কমেন্টের জন্য ধন্যবাদ, প্রতিটি Software এর নাম Bold করে দেয়া আছে, আশা করছি সবাই এমনিতেই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। তারপর ও কোন সুনির্দিষ্ট Software এর উপর জানতে চাইলে অবশ্যই সহযোগিতা পাবেন।

Mayabi Bangla Keyboard এর কথ বলে শেষ করা যাবে না। একেবারে কম্পিউটার কী-বোর্ড এর মত অভ্র স্টাইলে বাংলা টাইপ করে মোবাইল থেকেই। ভাবতেই পারি না। সত্যিই অসাধারণ। ধন্যবাদ মায়াবী।

    @বাংলার নবাব: প্রথম কিছুদিন বাংলা লিখা নিয়ে খুব সমস্যায় ছিলাম, পরবর্তিতে Mayabi Keyboard টা পেয়েছি, অভ্র এর মত একটি সমৃদ্ধ Software যদি Android এর জন্য পাওয়া যেত, খুবই ভাল হত।

টিউন টি অর্থবহ হয় যখন এটি দিয়ে মানুষ উপকৃত হয় !!

আসা করছি সফটগুলোর ফুল ভার্সন লিংক সহ আপডেট করবেন

ধন্যবাদ আপনাকে।।

Level 0

ei feture gulo deke androaid phone kinte mon chaitase ! S60v3 te soft gulo ki paoa jabe?

    @Raihan: মডেলটি সম্পকে আমার ধারনা নেই, Android operating হলে সব চলবে । Android ভাল Brand এর নেয়াই ভাল।

thsnks ……….. kaje lagbe onek..

Level 0

Bhalo Laglo.

Mayabi Bangla Keyboard টা দরকার। কিন্তু ফুল ভার্সন খুজেঁ পাচ্ছি না।

    @নীল আকাশ: ভাই Free Version দিয়েই খুব সুন্দর বাংলা লিখছি, এই যে Reply গুলো মোবাইল থেকে দেয়া। Full Version এর খুব একটা প্রয়োজনীয়তাবোধ করিনি। আমার সংগ্রহে ফুল ভাসন নেই, আপনি 4Shared Install করে খুজে দেখতে পারেন, এই মুহূর্তে আমার কাছে GP internet ছাড়া আর কোন ভাল সংযোগ নেই তাই খুজতে পারলাম না বলে দু‌ঃখিত ।

Level 0

valo laglo ….barcode scanner die scan kore google e web search dite hoi ..product search dile no product found bole ??? @minhaj via

    @Diptta: ভাই scanner কি বললো গিফট কে পাঠিয়েছে, কোন দেশ থেকে পাঠিয়েছে ,আমার ভাগ দিতে বলছে কিনা !

Level 0

Sob hula point around bistarito bills valo goto 12. No point ta clier na. Pls xplin.

Level 0

bhai ami mayabi software install korci but kipad a kivabe anbo? Amar ager ager comment cilo12 point ya aro bistarito jante chai.

    @Nipu: Setting>Locale and Text>Enable Check Box ‘Mayabi Keyboard’ Also Select Input Method as ‘Mayabi Keyboard’ (Samsung Galaxy S) অন্য মোবাইলে এ ধরনের অপশন গুলো খুজেঁ দেখতে পারেন। Open Signal Map Software টি আপনার মোবাইল Tower (BTS) নির্দেশ করে। একটি Map এ আপনার কাছাকাছি Mobile tower গুলো দেখায়। এই মুহূর্তে আপনি কোন tower থেকে Service ব্যবহার করছেন এবং Network strength Show করে।

Level 0

😀 @minhaj via

Level 0

অনেক অনেক ধন্যবাদ।

সখ করে নোকিয়া লুমিয়া ৮০০ কিনেছি। উইন্ডোজ ফোন। কিন্তু বাংলা সাপোর্ট করেনা। বাংলা নিউজপেপার বা টেকটিউনস মোবাইলটাতে দেখতে পারছিনা। আপনার কাছে কোন আইডিয়া আছে? জানা থাকলে প্লীজ শেয়ার করেন। ধন্যবাদ।

    @মুবিনুর রহমান: আপাত opera mini ব্যবহার করতে পারেন। windows mobile আমি ব্যবহার করিনি,তাই ধারনা নেই । সমাধান পেলে অবশ্যই জানাব। শুভ রাত্রি।

Level 0

ব্র এইগুলা তো পুরনো জিনিষ ! যারা স্মার্টফোন ইউস করে তারা সবাই (সৌদি প্রবাসী আংকেল টাইপ এর লোক ছাড়া) এইগুলা চিনে !! নতুন কিছু আশা করে টিউন ওপেন করছিলাম বস !! কিছু মনে লইয়েন না। পারলে নতুন কিছু দিয়েন। থাঙ্কিউ !

    @শান: শান কেমন আছেন? আপনি অনেক স্মার্ট ভাই, টিউনটি আপনার জন্য নয়, হট টিউন এ উঠে আসায় হয়ত আপনার মূল্যবান সময় নষ্ট করেছে, তাই আমি দুঃখিত। এই টিউনটিতে ১৬টি বিষয় ছিল, আপনি যতই স্মার্ট হউন না কেন আমার দৃঢ বিশ্বাস অন্তত একটি বিষয় হলেও আপনার অজানা ছিল। টেকটিউন আমি বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি, এখানে অনেক জটিল বিষয় থেকে শুরু করে wallpaper এর মত অনেক ছোট বিষয় নিয়েও টিউন হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন বয়স, জ্ঞান এবং শ্রেণী পেশার দেশ বিদেশের নানা মানুষ, আপনি প্রবাসী সাধারণ পাঠককে ছোট করে দেখতে পারেন না। স্মার্ট ফোন ব্যবহার করলেও অনেক সময় খুবই ছোট কিন্তু মূল্যবান কিছু ফিচার অনেকের কাছেই অজানা, তাদেরকে লক্ষ্য করেই আমার টিউনটি করা। শান আপনাকে বলছি আপনার নামটি অনেক স্মার্ট, প্রোফাইল ছবিটিও স্মার্ট, ব্যবহৃত মোবাইল টি স্মার্ট, স্মার্ট থাকুন, ভাল থাকুন, ধন্যবাদ।

Level 0

@ মুবিনুর রহমান ভাই, মিনহাজ ভাই ঠিক কইছে। আপনে অঝতা ফন্ট ইন্সটল না করে m.opera.com থিকা opera mini ডাউনলোড করে নেন আপনার লুমিয়া এর জন্য। ভুলে opera mobile ডাউনলোড কইরেন না।

Level 0

মায়াবী keyboard এর চাইতে রিদ্মিক keyboard হাজার গুণে ভালো।