নোকিয়া s40 সিরিজের মোবাইলে গুগল সিনক্রোনাইজেশন

এই টিউটোরিয়াল হয়তো কোনদিনই লিখতে বসতাম না। সমস্যার শুরু হল যখন আমার বাবার নোকিয়া ২৭০০ ক্লাসিক মোবাইল ফোনটা প্রায় নষ্ট হতে বসলো। অন হয়েই অফ হয়ে যায়। ২৭০০ এর এই অন-অফ হওয়া নিয়ে অনলাইনে একটু পড়া লেখা করে জানলাম, অধিকাংশ ক্ষেত্রে দুটো ছোট ছোট আইসি নষ্ট হওয়ার ফলেই এই সমস্যা এবং সেটা ভালো হওয়ার সুযোগ ৫০ শতাংশেরও কম। তাই অনেকবার চেষ্টা করে একবারের জন্য ১৫ সেকেন্ড সময় পেয়েছিলাম মোবাইলে সেভ করে রাখা ফোন নম্বরগুলো সেভ করার। বাবার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আর অফিসের কলিগদের এত ফোন নম্বর আবার যোগার করা রীতিমত দুসাধ্য কাজ। তাই ফোন নম্বরগুলো সেভ করা গেছে, এটা শুনে বাবা খুবই খুশি।

এবার তার জন্য কেনা হল, নকিয়া x2-05 । কদিন চালালেন, কিন্তু উদ্ধার করা ফোন নম্বর তো আর সেভ করতে পারিনা। আপাতত সমস্যা সমাধানে সব গুলো নম্বর বাবাকে প্রিন্ট করে দেয়া হল। তিনি কাগজ উল্টে উল্টে ফোন নম্বর বের করেন, তারপর মোবাইলে ডায়াল করেন!

শেষে পড়ালেখা শুরু হল। আমি আগেই বাবার জি-মেইল এর এড্রেসবুকে সব ফোন নম্বর আপলোড করে দিয়েছি। একই সাথে সবগুলো নম্বরের একটি ফাইল কয়েকজায়গায় সেভ করে রাখা হয়েছে।

আমি চিন্তা করছিলাম কিভাবে গুগলের সাথে বাবার মোবাইল সিনক্রোনাইজ করা যায়। তাহলে নতুন নম্বর সেভ করলে সেটাও গুগলে থাকবে। হারানোর ভয় নেই।

নোকিয়ার s40 সিরিজের মোবাইলের একটা সমস্যা হলো গুগলে সরাসরি সিনক্রোনাইজ করার ব্যবস্থা এতে নেই, যেমনটা আছে নকিয়ার s60 সিরিজের মোবাইল, কিংবা আইফোন অথবা এনড্রয়েড গুলোতে।

তার মানে কিন্তু এই নয় যে সেটা একেবারেই নোকিয়ার s40 সিরিজের মোবাইলে করা যাবে না। বিষয়টি সহজই বলা চলে।

নোকিয়া s40 সিরিজের মোবাইলে গুগল সিনক্রোনাইজেশন:

১. প্রথমেই নিশ্চিত হয়ে নিন,

অ. আপনি কোন মোবাইলো কোম্পানির ফোন ব্যাকআপ ব্যবহার করতে পারেন না অথবা

আ. আপনি কোন মোবাইলো কোম্পানির ফোন ব্যাকআপ ব্যবহার করতে চান না।

তারপর নিশ্চিত হয়ে নিন যে

ক. আপনার মোবাইলের সেটিংস মেন্যুতে synchronize and backup অথবা synchronize অপশনটি আছে। যদি না থাকে তাহলে টিউটোরিয়াল পড়া এখানেই শেষ। L

খ. আপনার মোবাইলে ইন্টারনেট কাজ করছে। যদি না করে তাহলে সেটাকে কাজ করানোর ব্যবস্থা করুন।

সব ঠিক থাকলে পরের পার্ট।

২. এবার তাহলে সেটিংস মেন্যুতে চলে যান। খুজে দেখুন ‘configuration settings’ নামে একটা মেন্যু পাবেন।

সেখানেই নিচের দিকে  ‘personal configuration settings’ দেখতে পাবেন। সেটায় ঢুকে ‘add a new profile’ সিলেক্ট করুন।

৩. এবারে কি ধরনের প্রফাইল এড করতে চাইছেন, সেই জায়গায় এসে Synchronization সিলেক্ট করুন। একারে জায়গামতো নিচের সেটিংস গুলো বসিয়ে দিন।

*Account name: যাখুশি তাই লিখতে পারেন। তবে বোঝার সুবিধার জন্য লিখুন google sync

* server address: https://m.google.com/syncml

* server database name: contacts

* Accesspoint: এখানে আপনার ইন্টারনেট একসেস পয়েন্টের নামটা সিলেক্ট করে দিন।

*Port:  যদি পোর্ট নম্বর চায় তাহলে 443 দিন

* Authentication type: Normal

* Username: আপনার পুরা জিমেইল এড্রেস দিন। যেমন : [email protected]

* Password:  আপনার জিমেইল এর পাসওর্ড দিন।

* শেষ হয়ে গেলে সেভ করে বেরিয়ে আসুন।

সার্ভারের সাথে সিনক্রোনাইজেশন

আশা করছি আপনি সব কিছু ঠিকমতোই সেট করতে পেরেছেন। যদিও এসব সেটিংস এ আপনার ফোনে থাকা নম্বরের কোন ক্ষতিবৃদ্ধি হওয়ার কোন সম্ভবনা নেই। তারপরও এবারে আপনার সবগুলো ফোন নম্বর একটু ব্যাকআপ নিয়ে নেন। পরে কাজে লাগতেও পারে।

এবারে Settings থেকে  sync and backup মেন্যুতে যান।

সেখানে ঢুকলে দেখবেন Server sync মেন্যু সেখানে ঢুকে পড়ুন।

সেখানে

*Synchronized data: contacts

*Sync settings: Personal configuration (অর্থাৎ যেটা আপনি এর আগের ধাপে করেছেন সেটা)

*Automatic sync: off

*Synchronization rules: Confirm first

ব্যস হয়ে গেল। এবারে sync and backup এ ঢুকে Server sync সিলেক্ট করে জিমেইলের contact book এর সাথে আপনার s40 সিরিজের মোবাইলের synchronization করিয়ে নিন।

একটা সমস্যায় পড়তে পারেন, প্রতিবার synchronization এ ৫০ টা করে কনট্যাক্টস আপডেট হতে পারে। সেক্ষেত্রে পুরো ফোনবুক জিমেইল এ আপডেট করতে কিংবা জিমেইল থেকে নতুন ফোনে পুরো ফোনবুক ডাউনলোড করতে বেশ কয়েকবার সিংক করতে হতে পারে।

কিছুক্ষণ আগে আমার বাবার মোবাইলে জিমেইল থেকে সব গুলো নম্বর চলে এসেছে।

 

নোট: টিউটোরিয়ালখানা ছবিসহই বানিয়েছিলাম। কিন্তু টিউন করতে এসে দেখি আলাদাভাবে ছবি আপ করে আবার লিংক দিতে হবে। এতো ধৈয্য আমার নেই। তাই গুগল ডকস এ ছবি সহ এই টিউটোরিয়ালখানার পিডিএফ ভার্সন আপলোড করে রাখা হল।

click for the google doc

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন জিনিস ।

Level 0

backup korbo kibabe? R sob ok hoyese, kintu backup khuje paina (mobile nokia 6120c) hlp. me

Level 0

syncronization ok hoy kintu number muche diye r number ante parina. Please…

    Level 0

    @sahedbdg:
    ভাই, আমি আমার পোষ্টের কোথাও কি নম্বর ডিলিট করার জন্য বলেছি? !

    সিঙ্ক্রোনাইজেশন হলে তো অটোমেটিক আপনার মোবাইলের ডেটা আপনার গুগল একাউন্টে চলে যাওয়ার কথা। এখণ কথা হল যে আপনি কি মোবাইল থেকে নম্বর গুলো ডিলিট করে দিয়ে তারপর আবারো সিঙ্ক্রোনাইজ করিয়েছেন? যদি তা করে থাকেন তাহলে নম্বর ফেরত পাওয়ার আশা খুবই কম।

    যদি সত্যিই এবং ঠিকমত গুগল একাউন্টের সাথে সিঙ্ক্রোনাই করতে পেরে থাকেন এবং তারপর নম্বরগুলো ডিলিট করে থাকেন তাহলে হয়তো একটা সম্ভবনা আছে। গুগল সাধারনত একমাস পর্যন্ত ডেটা রিট্রিভ করার সুযোগ দেয়। গুললে বিষয়টি নিয়ে সার্চ দিয়ে দেখুন কিভাবে পুরাতন এবং হারিয়ে যাওয়া কনটাক্ট বুক উদ্ধার করা যায়। তবে আবারো বলছি সেটি তখনই সম্ভব হবে যদি আপনি আসলেই আপনার মোবাইলকে সিঙ্ক করাতে পেরে থাকেন।