জেনে নিন ভ্যাট সহ সকল সিমের ট্যারিফ [পর্ব-০৪] :: রবি পোষ্টপেইড

সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি রবি পোষ্টপেইড সম্বন্ধে আলোচনা করবো ।

আমি মনে করি রবি পোষ্টপেইড এর কলরেট গুলো আপনাদের অবশ্যয় ভাল লাগবে ।
কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

1.Professional Package 1 (পেশাদার প্যাকেজ-১ ):

যে কোন লোকাল অপারেটরে ১.০০ টাকা (ভ্যাট সহ ১.১৫ টাকা)
রবি এফএনএফ নম্বরে ০.৪৪ (ভ্যাট সহ ০.৫১ টাকা)
অন্য অপারেটরের এফএনএফ নম্বরে ০.৬৮ (ভ্যাট সহ ০.৭৯ টাকা)
এসএমএস (যে কোন অপারেটরে)০.৪৪ (ভ্যাট সহ ০.৫১ টাকা)
লাইন রেন্ট ফ্রি (কোন শর্ত নেই)
এফএনএফ ১০ টি
পালস ১ সেকেন্ড


1.Professional Package 2 (পেশাদার প্যাকেজ-২):

যে কোন লোকাল অপারেটরে ০.৭৫ টাকা (ভ্যাট সহ ০.৮৮ টাকা)
রবি ২ টি প্রিয় নম্বরে ০.২৫ (ভ্যাট সহ ০.২৯ টাকা)
এসএমএস (যে কোন অপারেটরে)০.৪৪ (ভ্যাট সহ ০.৫১ টাকা)
লাইন রেন্ট ফ্রি (কোন শর্ত নেই)
এফএনএফ নাই
পালস ৬০ সেকেন্ড

মাইগ্রেটঃ
পেশাদার প্যাকেজ-২ সুবিধা পেতে 25 on লিখে ৮২৪৪ নম্বর পাঠিয়ে দিন ।
পেশাদার প্যাকেজ-১ সুবিধা পেতে 1 on লিখে ৮২৪৪ নম্বর পাঠিয়ে দিন ।
আপনার বর্তমানে ব্যবহৃত ট্যারিফ প্লান/প্যাকেজ/সুবিধা জানতে
*১৪০*১৪# এ ডায়াল করুন,
অথবা 'p' লিখে ৮৮২২ নম্বর পাঠিয়ে দিন।

নতুন সংযোগঃ
মূল্য: ২৯৯ টাকা
ক্রেডিট লিমিটঃ ৩০০

সংযোগ চালু করলে আপনি কী সুবিধা পাবেন:

ফ্রি ৩০০ এসএমএস (সকল অপারেটর জন্য প্রযোজ্য)
ফ্রি ৩০০ এমএমএস
ফ্রি দৈনিক নিউজ এ্যালার্ট (মেয়াদ ৩ মাস)
ফ্রি কল ব্লক সেবা (মেয়াদ ৩ মাস)
আনলিমিটেড ইন্টারনেট মাত্র ৪২৫ টাকা (ভ্যাট সহ ৫০৯ টাকা)/মাস, (প্রথম ৬ মাস)

আপনার বিল তথ্য সম্পর্কে জানুনঃ
ওয়েব বিল: –যে কোন সময় যে কোন স্থান থেকে ইন্টারনেট এর মাধ্যমে আপনার শেষ ৩ মাসের বিল দেখতে পারেন।
ই-বিল:- ই-মেইল এর মাধ্যমে আপনার মাসিক বিল পেতে পারেন।
এসএমএস:-৮পিএসটি (৮৭৭৮)নম্বরে এসএমএস পাঠিয়ে আপনি বিনামূল্যে আপনার বিস্তারিত বিল জেনে নিন।
ইউএসএসডি:- *১৪০*৪# নম্বরে ডায়াল করুন এবং বিনামূল্যে ব্রাউজ করুন।
গ্রাহক সেবা কেন্দ্র: -বিল সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে নিকটস্থ গ্রাহক সেবা কেন্দ্রে যান।

আপনার বিল পরিশোধ করুন:

স্ক্র্যাচ কার্ড- – বিল পরিশোধ করতে নিয়মিত রবি প্রিপেইড স্ক্র্যাচ কার্ড অথবা ইজি লোড ব্যবহার করুন। নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন:
অটো ডেবিট- – ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করতে পারেন।
ইজি লোড- – আপনার নিকটস্থ যে কোন ইজি লোড পয়েন্ট থেকে আপনার বিল পরিশোধ করুন।
ব্যাংক: – আমাদের অনুমোদিত সংশ্লিষ্ট যে কোন ব্যাংকে আপনার বিল পরিশোধ করুন।
গ্রাহক সেবা কেন্দ্র- - আপনার নিকটস্থ যে কোন রবি গ্রাহক সেবা কেন্দ্রে বিল জমা দিতে পারেন।

হেল্পলাইনঃ ১২৩ (ফ্রী)
আপনি যখন হেল্পলাইনঃ ১২৩ এ ফোন করবেন তখন আপনার ফোনটি সবার আগে রিসিভ করবে ।
আপনাকে লাইনে থাকতে হবেনা যা প্রিপেইড ফোন দিলে দিয়ে অনেকক্ষণ লাইনে থাকতে হয় ।

ভাল লাগলে কমেন্ট করবেন । ভাল না লাগলেও কমেন্ট করবেন ।
ধন্যবাদ ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই আমি ২৯৯ টাকায় কিনসি আমার ক্রেডিট লিমিট তো ২৫০ টাকা । ৩০০ টাকা ক্যামনে হয়? আপনি কি ভুল করছেন না রবি নতুন ভাবে তা দিচ্ছে। আর ফ্রি বলতে ইন্টারনেট ছাড়া আর কিছুই পাইনাই । ওদেরকে জিগাইলাম ওরা বলল যারা ৫০০ টাকা দিয়ে কিনবেন তারা পাবেন । ভাই তথ্যগুলো যাচাই করে জানান।

    @nayonb: না ভাইয়া, আমি ভুল করিনি রবি তে এখন ক্রেডিট লিমিট ৩০০ টাকা ।
    আর তাছাড়া আপনি আরও,
    ফ্রি ৩০০ এসএমএস (সকল অপারেটর জন্য প্রযোজ্য)
    ফ্রি ৩০০ এমএমএস
    ফ্রি দৈনিক নিউজ এ্যালার্ট (মেয়াদ ৩ মাস)
    ফ্রি কল ব্লক সেবা (মেয়াদ ৩ মাস)
    ফ্রি পাবেন ।
    আপনি ১২৩ এ আপনার ফোন দেন ।

Level New

হ্যাঁ ভাই আপনার কথায় ঠিক সালারা এখন এসব দিচ্ছে কিন্তু ২ মাস আগে আমি যখন কিনেছি তখন এসব ছিলনা।আগে জানলে এখন কিনতাম।

discover 135 e sobchay valo.
speed up to 110 km
milage 65km

আমিকি প্রিপেইড সিম কে পোস্টপেইড/উদ্দক্তা পেকেজেএ রুপান্তর করতে পারব।দয়া করে বলেন।

Level New

হিমালয় ভাই এটা হবে না আপনাকে নতুন কিনতে হবে