জেনে নিন ভ্যাট সহ সকল সিমের ট্যারিফ [পর্ব-০২] :: এয়ারটেল প্রিপেইড

সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি এয়ারটেল প্রিপেইড সম্বন্ধে আলোচনা করবো ।

আমি মনে করি এয়ারটেল প্রিপেইড এর কলরেট গুলো আপনাদের অবশ্যয় ভাল লাগবে ।
কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

আপনার প্রয়োজনকে প্রাধান্য দিতে এয়ারটেল নিয়ে এলো একটি প্রিপেইড সংযোগে ৬ টি ভিন্ন প্যাকেজ ব্যবহারের সুযোগ ।

১। এয়ারটেল ফুর্তিঃ

সারাদিন রাত আপনার বন্ধুদের সাথে ফুর্তিতে কাটাতে এয়ারটেল নিয়ে এলো প্রিপেইড পরিবারের নতুন বন্ধু ‘ফুর্তি’
এয়ারটেল-এয়ারটেল (রাত ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) ০.২৯ টাকা (ভ্যাট সহ ০.৩৩ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর (রাত ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) ০.৬৯ টাকা (ভ্যাট সহ ০.৭৯ টাকা)
এয়ারটেল-এয়ারটেল (বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত) ০.৬৯ টাকা (ভ্যাট সহ ০.৭৯ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর ১.১৯ টাকা (বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত) (ভ্যাট সহ ১.৩৭ টাকা)
এফএনএফ প্রযোজ্য নয়
পালস ৬০ সেকেন্ড
*মাইগ্রেট করতে F লিখে এসএমএস করুন ৭৩৫৩ নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)

২। আড্ডাঃ

আপনি সেই, যে কাছের বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতে পছন্দ করেন। আপনি একঘেয়েমি দূর করতে ..
এয়ারটেল-এয়ারটেল (এফএনএফ) ০.২৯ টাকা (ভ্যাট সহ ০.৩৩ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর (এফএনএফ) ০.৬0 টাকা (ভ্যাট সহ ০.৬৮ টাকা)
এয়ারটেল-এয়ারটেল (এফএনএফ ছাড়া) ০.২৯ টাকা (ভ্যাট সহ ০.৩৩ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর ১.১৯ টাকা (এফএনএফ ছাড়া) (ভ্যাট সহ ১.৩৭ টাকা)
এফএনএফ ৮টি (যে কোনো অপারেটর)
পালস ৩০ সেকেন্ড
*মাইগ্রেট করতে ৪৮ টাকা রিচার্জ করতে হবে । আড্ডা এ গেলে আপনি ১৫০ মিনিট এয়ারটেল-এয়ারটেল তিন দিনের জন্য বোনাস পাবেন ।

৩। সবাইঃ

এই প্যাকেজে পছন্দের যেকোনো একটি অপারেটরের সবগুলো নাম্বারে কথা বলা যাবে মাত্র ৬৫ পয়সা/মি. রেটে।
এয়ারটেল-এয়ারটেল ০.৬৫ টাকা (ভ্যাট সহ ০.৭৫ টাকা)
এয়ারটেল-একটি নির্দিষ্ট অপারেটর ০.৬৫ টাকা (ভ্যাট সহ ০.৭৫ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর ১.১৯ টাকা (এফএনএফ ছাড়া) (ভ্যাট সহ ১.৩৭ টাকা)
পালস ৬০ সেকেন্ড

*আপনি যদি গ্রামীণফোন অপারেটর এ এফএনএফ করতে চান তাহলে GP লিখে এসএমএস করুন 7353 নম্বরে ।
*আপনি যদি বাংলালিংক অপারেটর এ এফএনএফ করতে চান তাহলে BL লিখে এসএমএস করুন 7353 নম্বরে ।
*আপনি যদি রবি অপারেটর এ এফএনএফ করতে চান তাহলে RO লিখে এসএমএস করুন 7353 নম্বরে ।
*আপনি যদি টেলিটক অপারেটর এ এফএনএফ করতে চান তাহলে TT লিখে এসএমএস করুন 7353 নম্বরে ।
*আপনি যদি সিটিসেল অপারেটর এ এফএনএফ করতে চান তাহলে CT লিখে এসএমএস করুন 7353 নম্বরে ।
*মাইগ্রেট করতে S লিখে এসএমএস করুন ৭৩৫৩ নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)

৪। গল্পঃ

যেকোনো নম্বরে ফ্ল্যাট কলরেটে ২৪ ঘন্টা কথা বলার স্বাধীনতা। কথা বলুন যেকোনো নম্বরে যে কোনো সময় একই কলরেটে।
এয়ারটেল-এয়ারটেল ০.৭৭ টাকা (ভ্যাট সহ ০.৮৯ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর ০.৭৭ টাকা (ভ্যাট সহ ০.৮৯ টাকা)
এফএনএফ প্রযোজ্য নয়
পালস ৩০ সেকেন্ড
*মাইগ্রেট করতে G লিখে এসএমএস করুন ৭৩৫৩ নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)

৫। কথাঃ

ব্যবহার করুন 'কথা' প্যাকেজের ১সেকেন্ড সুবিধা আর প্রিয়জনের সাথে উপভোগ করুন প্রতিটি মুহুর্ত
এয়ারটেল-এয়ারটেল ০.৭৯ টাকা (ভ্যাট সহ ০.৯০ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর ১.১৯ টাকা (ভ্যাট সহ ১.৩৭ টাকা)
এফএনএফ প্রযোজ্য নয়
পালস ১ সেকেন্ড
*মাইগ্রেট করতে K লিখে এসএমএস করুন ৭৩৫৩ নম্বরে ।(চার্জ প্রযোজ্য নয়)

৬। দলবলঃ

যুক্ত হন আপনার প্রিয় দলের সাথে এবং কথা বলুন সর্বনিম্নরেটে ।
আপনাকে 'দলবল' প্যাকেজটির পরিচয় করিয়ে দিতে পেরে এয়ারটেল গর্বিত, যেখানে আপনি আপনার প্রিয় মানুষগুলোর সাথে কথা বলতে পারবেন সর্বনিম্ন রেট ২৯পয়সা/মিনিট। 'দলবল' আপনাকে দিচ্ছে আরো নানারকম সুবিধা, যা আপনি অনেক দিন থেকে খুঁজছেন।
প্রিয় দলের নম্বরে ০.২৯ টাকা (ভ্যাট সহ ০.৩৩ টাকা)
দল ছাড়া এয়ারটেল নম্বরে ০.৫৯ টাকা (ভ্যাট সহ ০.৬৮ টাকা)
দল ছাড়া অন্য নম্বরে ১.১৯ টাকা (ভ্যাট সহ ১.৩৭ টাকা)
এফএনএফ প্রযোজ্য নয়
পালস ৩০ সেকেন্ড
*মাইগ্রেট করতে D লিখে এসএমএস করুন ৭৩৫৩ নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)

ভাল লাগলে কমেন্ট করবেন । ভাল না লাগলেও কমেন্ট করবেন ।
ধন্যবাদ ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

correction please like golpo rate…
please go to bd.airtel.com
thanks

Level 0

correction please ADDA rate…

    Level 0

    Bai apnio niaz bai ar moto bul comments korlan.asha kori na jane bul comments korban na.thanks.

      Level 0

      এয়ারটেল-অন্য অপারেটর (এফএনএফ) ০.৬৯ টাকা (ভ্যাট সহ ০.৭৯ টাকা) এটা ঠিক নয় সঠিক হল এয়ারটেল-অন্য অপারেটর (এফএনএফ) ০.৬০ টাকা (ভ্যাট সহ ০.৬৮ টাকা) ও এয়ারটেল-এয়ারটেল (এফএনএফ ছাড়া) ০.৬০ টাকা (ভ্যাট সহ ০.৬৮ টাকা) এটা ঠিক নয় সঠিক হল এয়ারটেল-এয়ারটেল (এফএনএফ ছাড়া) ০.৭৯ টাকা (ভ্যাট সহ ০.৯১ টাকা) । ভাল করে দেখে তারপর জানাবেন। ধন্যবাদ ।

আমার সিম আছে তাই কাজে লাগবে । ধন্যবাদ ।

Thank you..

৬টা কম্পানী প্রতিটা কম্পানীর নূন্যতম ৫টি প্যাকেজ !!

ওয়াও ৬x5=30টি টিউন !!!

চালিয়ে যান…….

    @প্রিন্স মাহমুদ: আপনিও তাইলে বুঝলেন?? ভালো ভালো আমার মত বিজ্ঞ বেক্তি আরেকজন পাইলাম লল তয় ভাই হাতে নাতে ধরসেন!

arokom shomoye akta kothai beshi mone hoi

“এয়ারটেল মরে ভিখারি করেছে নিজেদের করেছে রানি”
ভাইরে Airtel ইন্টারনেট নিয়া আমার অবস্থা পুরা ” ফান্দে পরিয়া বগা কান্দে রে”

কিঞ্চিত মজা করলাম তয় কথা কিন্ত নিজের জীবন থেইক্কাই কইসি!! হেহ!!

vai…apnar tune akhanei off rakhen…its just waste of time,nothing else…

    @ibrahimme03: আমার মনে হয় আপনার কোন মোবাইল নেই ।
    যদি মোবাইল থাকতো তাহলে আপনার কাজে লাগতো ।
    আর এখানে প্রায় সবার ভাল লাগল কিন্তু আপনার ভাল লাগল না ।
    ব্যাপার টা অন্যরকম হয়ে গেল না ।
    আর আপনি টিউন করেন না বলে অন্য কাউকে টিউন করা বন্ধ করতে বলেন আপনার লজ্জা হয়না ।
    আসলে আপনার স্বভাব মেয়েদের মত ।
    আশা করি বুঝতে পেরেছেন ।

airokom bogous tune kore nijeke ki vabcen bujte parcina…r ami to dekhcina apnar ata keu valo bolce…purai vua…

http://www.bd.airtel.com/packagedetails.php?id=7
are mia pagol linkta dekhen!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!111