রবি সিমের সকল প্রিপেইড এর ট্যারিফ পরিবর্তন হয়েছে…

সবাইকে সালাম । এটা আমার পঞ্চম টিউন । আপনারা অনেকে রবি সিম ব্যবহার করেন । কিন্তু আমি একটি কথা সকলকে জানিয়ে দিতে চাই যে রবির সকল প্রীপেইড এর ট্যারিফ পরিবর্তন হয়েছে এবং নতুন দুইটি প্রিপেইড PACKAGE যোগ হয়েছে । নিচে সকল প্রিপেইড এর ট্যাঁরিফ উল্লেখ করা হল:

নতুন প্রীপেইড সংযোগ (Base Pack )
এখন নতুন প্রীপেইড সংযোগ কিনলে পাবেন ৭৪০০+ মিনিট ৭৪০০+ এসএমএস ৭৪০০+ মেগাবাইট ডাটা একদম ফ্রি । বোনাস পেতে হলে ২১ টাকা RECHARGE করতে হবে । যতবার ২১ টাকা RECHARGE করবেন ততবার বোনাস পাবেন । এভাবে সর্বমোট ৭৪০০+ মিনিট ৭৪০০+ এসএমএস ৭৪০০+ মেগাবাইট ডাটা বোনাস পাবেন ।
কলরেটঃ
যেকোনো নাম্বারে ১৫ পয়সা/১০ সেকেন্ড
রবি নাম্বারে ১৫ পয়সা/১০ সেকেন্ড
পালসঃ ১০ সেকেন্ড ।
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে ।
নতুন প্রীপেইড সংযোগঃ ১৩৮ টাকা

তরুণ্ণ ২৬: (নতুন)
যেকোনো নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ৬৮ পয়সা
যেকোনো নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৮৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ২৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৮৮ পয়সা
১ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
৩ টি এফএনএফ নাম্বারেঃ ৪৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
পালসঃ ৬০ সেকেন্ড ।
তরুণ্ণ ২৬ PACKAGE এ ১০ টাকায় ২৫ এমবি ডাটা পাওয়া যায় ।
এর জন্য *৮৪৪৪*২১# চাপতে হবে (মেয়াদ ১ দিন)
তরুণ্ণ ২৬ PACKAGE এ যাওয়ার জন্য ২৬ টাকা রিচার্জ করতে হবে ।

অনন্যা ২৭: (নতুন)

যেকোনো নাম্বারে ৮৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে ৮৮ পয়সা
যেকোনো এফএনএফ নাম্বারে ৩৮ পয়সা (এফএনএফ ৩ টি)
পালসঃ ৬০ সেকেন্ড ।
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে ।
অনন্যা ২৭ PACKAGE এ ১০ টাকা ধার করা যায় যা পরবর্তী রিচার্জে সমন্বয় করা হবে ।
এর জন্য *৮৪৪৪*২# চাপতে হবে ।
অনন্যা ২৭ PACKAGE এ যাওয়ার জন্য ২৭ টাকা রিচার্জ করতে হবে ।

মুহূর্ত ৩১:
যেকোনো নাম্বারে ২ পয়সা/সেকেন্ড
যেকোনো রবি নাম্বারে ২ পয়সা/সেকেন্ড
১ টি প্রিয় নাম্বারেঃ ১ পয়সা/সেকেন্ড (শুধোমাত্র রবি নাম্বারে )
পালসঃ ১ সেকেন্ড ।
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে ।
মুহূর্ত ৩১ PACKAGE এ যাওয়ার জন্য ৩১ টাকা রিচার্জ করতে হবে ।

রবি ক্লাব 34:
যেকোনো নাম্বারে রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টাঃ 1.00 টাকা
যেকোনো নাম্বারে সন্ধ্যা ৬ থেকে রাত ১২ টাঃ 1.00 টাকা
যেকোনো রবি নাম্বারে রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টাঃ ২৮ পয়সা (প্রথম মিনিট ১ টাকা)
যেকোনো রবি নাম্বারে সন্ধ্যা ৬ থেকে রাত ১২ টাঃ ৮৮ পয়সা (প্রথম মিনিট ১ টাকা)
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
পালসঃ ৬০ সেকেন্ড ।
রবি ক্লাব 34 এ যাওয়ার জন্য ৩৪ টাকা রিচার্জ করতে হবে ।

গতি ৩৬:
যেকোনো নাম্বারে ১৬ পয়সা/১০ সেকেন্ড
রবি নাম্বারে ১৬ পয়সা/১০ সেকেন্ড
১ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
পালসঃ ১০ সেকেন্ড ।
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে ।
গতি ৩৬ এ ২০ টাকা RECHARGE এ ৫ এমবি ডাটা ফ্রী ।
গতি ৩৬ এ যাওয়ার জন্য ৩৬ টাকা রিচার্জ করতে হবে ।

সরল ৩৯:
সরল ৩৯ এ ২১ টাকা RECHARGE এ ২১ মিনিট ২১ এসএমএস ২১ মেগাবাইট ডাটা একদম ফ্রি ।
যেকোনো নাম্বারে ৮৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে ৮৮ পয়সা
১ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
পালসঃ ৬০ সেকেন্ড ।
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে ।

নবান্ন ৩৭:
যেকোনো নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ৬৮ পয়সা
যেকোনো নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৭৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ২৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৬৮ পয়সা
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
পালসঃ ৬০ সেকেন্ড ।
নবান্ন ৩৭ এ যাওয়ার জন্য ৩৭ টাকা রিচার্জ করতে হবে ।

হুটহাট চমক ৩২:
যেকোনো নাম্বারে ১.৪৮ পয়সা মিনিট ।
রবি নাম্বার এ সর্বোচ্চ ৮৭% discount এবং অন্য অপারেটর এ সর্বোচ্চ ৬০% discount পাওয়া যাবে ।
রবি নাম্বার এ সর্বোচ্চ ৮৭% discount থাকলে ০.২৫/মিনিট এবং
অন্য অপারেটর এ সর্বোচ্চ ৬০% discount থাকলে ০.৬০ মিনিট কাটবে ।
৩ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
যেকোনো এফএনএফ নাম্বারে ৬৮ পয়সা (এফএনএফ ২ টি)
হুটহাট চমক ৩২ এ যাওয়ার জন্য ৩২ টাকা রিচার্জ করতে হবে ।

*রিচার্জ করার ২৪ ঘণ্টার মধ্যে ট্যাঁরিফ পরিবর্তন হবে ।
*১ দিনে সর্বোচ্চ ১ বার ট্যাঁরিফ পরিবর্তন করা যাবে ।

কোন সমস্যা হলে 01829756262/ 01818666200 এ যোগাযোগ করতে পারেন ।

অনেক বড় tune লিখতে হয়েছে তাই ভুল হলে ক্ষমা করে দিবেন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai,khub valo hoice.ar 123 te call dia taka khoruj korte hoba na.many many thanks

অনেক ধন্যবাদ।

vai ata to kahnikta biggaponer moto holo. r http://www.robi.com.bd te gelei shob jana jay . anyway thanks

    @Fida Al Hasan: Vai ekta kotha mone rakhben eta bigganponer moto holeo eta to ar keu jan na. Ar robi.com.bd theke jana jai kintu sekhane to ar banglay lekha nei.

Level 0

Thank you bro……….

রবি ইন্টারনেট প্যাকেজ (বিশেষ করে ১ জিবি) কেমন সার্ভিস দেয় তা যদি একটু বলতেন….গত এক মাস ধরে আমার স্ত্রী তার জিপি ইন্টারনেট নিয়ে বেশ সমস্যায় আছে। তাই ভাবছি রবিতে সুইচ করবো। কিন্তু পরিচিত কাউকে দেখিনি এটা ব্যবহার করতে।

ধন্যবাদ কষ্ট করে লেখার জন্য। আপনি রবিতে চাকরী না করলেও রবির সুবিধাভোগী কেউ হবেন। কারন আপনিও তাদের বিজ্ঞাপনের বাংলা ভার্ষণ করেছেন। যদি আমাদের উপকারের জন্য করতে তাহলে ভ্যাট সহ কত কাটে তা উল্লেখ্য করতেন। যাই হোক শুধু আপনি না আরো অনেকেই এরকম পোষ্ট করে। পোষ্ট পড়লে মনে হয় কোম্পানীর দালাল।
দুঃখিত আমি দালাল শব্দটা ব্যবহার করলাম।

৮ম শ্রেণীর ছাত্র ! তাহলে ভালই বলতে হবে। অনেক ভাল ভাল বিজ্ঞানের লেখা বাংলায় অনুবাদ করে পাঠাতে পারো।আর এমন কোন লেখা দিও না,যাতে কোন পাঠক বিরক্ত হতে পারে।লেখা পোস্ট করার আগে আব্বু-আম্মু বা শিক্ষককে দেখিয়ে
নিও,কেমন! তোমার ভাল লেখার আশায় পথপানে চেয়ে রইলাম।ভাল থেকো।

সবাই এই লেখার সমালোচনা করছে কেন বুঝলাম না, লেখক তো সুন্দর করেই সব বর্ণনা করেছে, আর আমরা সবাই এক জায়গা থেকে রবির সকল তথ্য জানতে পারলাম। লেখককে ধন্যবাদ এবং আরো ভালো টিউনস এর আশায় রইলাম।

আমি এই টিউনের বিপক্ষে নই। আসলে দেশ থেকে অনেক দূরে থাকি। আর জিপি ইন্টারনেট নিয়ে খুব একটা বেগতিক অবস্থায় আছি। তাই জানতে চেয়েছি। কষ্টের কথা কি বলবো। আমি যেখানে থাকি, এখানে অলরেডি ৪জি এলটিই চালু হয়ে গেছে আর আমাদের দেশে ৩জি নিয়েই কত্তো কথাবার্তা। সরকার আবার বলে দেশকে ডিজিটাল বাংলাদেশ তৈরী করবে। এমন মন-মানসিকতা নিয়ে তা কোনদিন হবে না। সরকার যদি অপারেটরদের অবকাঠামো তৈরী করতে না দেয় তাহলে তা কিভাবে সম্ভব?

vul tune korar jonno apnak…… tune korar ageeee apni sure na hoia tune kora uchit na. ateee onker prob hoite paree.
অনন্যা ২৭: (নতুন)
যেকোনো এফএনএফ নাম্বারে ৩৮ পয়সা (এফএনএফ ৩ টি)
aita jekono naaa. sudu ROBi no. A.

    @আলভি: Tune vul hoini tune thik ache. Kenona Ononna package e other operator e fnf kora jaina. Amra jani GP sim diye onno operator e fnf kora jaina. Tai bole ki lekhar somoy likhte hobe Jekono GP fnf number e 49paisa.

Level 0

Quazi vai apni nije akta tune korar shahosh pan nai, ar ak jona akta tune korce tate kharap comments koran.apnar lojja kora na.parle nije akta kora dakhan…….