এবার নিজে নিজে বানান আপনার মোবাইল এর জন্য নিজের পছন্দ মত থিম

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সকলে আনেক ভাল আছেন।

অনেক দিন ধরে চিন্তা করছিলাম একটা পোস্ট দিব। আজ দিয়ে ই ফেল্লাম। প্রথমে ই বলে রাখি এটা

আমার জিবনের প্রথম কোন পোস্ট। তাই কোন ভুল হলে প্রথমে ই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমি

আপনাদের সাথে একটি মজার জিনিস শেয়ার করব।আমরা সবাই আমাদের মোবাইল এ নানা রকম

থিম ব্যবহ।র করি। ভাবুন তো যদি এমন হয় যে, আপনার মোবাইল এর থিম এ থাকবে আপনার অথবা

আপনার প্রিয়জন এর ছবি, খুব ভাল হয় না ? কিন্তু কিভাবে... হ্যাঁ  এটা সম্ভব, এর জন্য প্রথমে

আপনাকে যেতে হবে এই সাইট এ  http://www.ownskin.com      এদিকে প্রথমে  আপনাকে রেজিসট্রেশন

করতে হবে। খুব ই সহজে আপনি আপনার ই মেইল আইডি  ব্যবহার করে রেজিসট্রেশন করতে

পারবেন। তারপর মেক থিম বাটন এ ক্লিক করে আপনার মোবাইল এর মডেল নাম্বার দিয়ে আপনার পিসি

থেকে আপনার থিম এর জন্য আপনার পছন্দের ছবি আপলোড করুন। হোমপেজ এবং গ্যালারি পেজ এর

জন্য আলাদা আলাদা ছবি ও দিতে পারেন। শুধু তা ই নয়, আপনি বিভিন্ন ক্যাটাগরির থিম থেকে ও

আপনার পছন্দের থিম সিলেক্ট করে আপনার পছন্দ মত ছবি দিয়ে নিজে নিজে ই হয়ে যান থিম মেকার।

আপনাদের অনেকের ই এটা জানা থাকতে পারে। যারা জানেননা এ পোস্ট তা তাদের জন্য।আমার জীবন

এর প্রথম পোস্ট বলে জানতে ইচ্ছে করে আমার পোস্ট থেকে আমার কতজন বন্ধু উপকৃত হয়েছেন।

যাদের কাছে আমার পোস্ট টি ভাল লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ............

Level 0

আমি jibonjamz2011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি করার জন্য ধন্যবাদ।ভাই কিছু মনে না নিলে একটা বলি।এত কষ্টের দরকার কি?Theme diy বা Zenisin theme diy দিয়ে S60 হেন্ড সেট এ offline বসে থিম তৈরি করা যায়।

Level 3

ভাল লেগেছে । অবশ্য আগেই জানতাম

Level 2

vai link kaj kore na……………………..

আমি কোন লিঙ্ক দেই নাই। আমি শুধু ওয়েব সাইট এর এড্রেস দিয়েছি । আপনার জন্য আমি লিঙ্ক দিচ্ছি
http://www.ownskin.com/index

@অবুঝ শিশু………।। সবার তা নেই।

টিটিতে স্বাগতম। প্রথম টিউন হিসাবে ভালো হয়েছে আর বানানের দিকে একটু খেয়াল রাখবেন

ধন্যবাদ…।@সাব্বির ভাই

good…

thanks

Level 0

good post….thnx