আপানার নোকিয়া S60V3 ও S60V5 রির্স্টাট ও শাটডাউন দিন সফ্টওয়্যার দিয়ে! ( পর্ব-এক )

সবাই কেমন আছেন? ইলেক্টনিক্স বিষয় নিয়ে টিউন করতে করতে মোবাইলীয় পেজের কথা প্রায় ভুলেই গেছিলাম! আজ যখন মনে পরলো তখন আর টিউন না করে থাকতে পারলাম না ! টিটিতে যখন কারো টিউন দেখতাম, কিছু কিছু টিউনের ক্ষেত্রে বলা হত 'এই সফ্টওয়্যারটা ইন্সস্টল করার পর আপনার মোবাইল রির্স্টাট দিন' ! আমার নোকিয়া 6120c তে রির্স্টাস বাটন না থাকায় ফোন অফ করে আবার চালু করতে হত ! এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সফ্টওয়্যার খোজাখুজি করতে লাগলাম ! অনেক খোজাখুজির পর কিছু সফটওয়্যার পেলাম! এর ভিতর থেকে ছোট একটি সফটওয়্যার আপনাদের মাঝে শেয়ার করব! সফটওয়্যারটির সাইজ মাত্র 9.8 কেবি ! প্রথমে এখান থেকে সফটওয়্যার্টি ডাউনলোড করুন ! ডাউনলোডের পর এটি আনজিপ করুন ! এর পর ইন্সস্টল দিন ! ব্যাস কাজ শেষ! এবার খুজে দেখুন Restart ও Shutdown এই দুইটি সফটওয়্যার ইন্সস্টল হয়েছে !

এবার যখন যেটি মন চায় সেটি ওপেন করুন ! ওপেন করার সাথে সাথে কাজ শুরু!
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

zip file unzip korbo ki ba be.Amar o 6120c.