আপনার মোবাইলটি যদি ডুয়েল সিমের হয় তাহলে এই ট্রিক্সটি আপনার জন্যই

আমরা যারা ডুয়েল সিমের ফোন ব্যবহার করি তাদের ক্ষেত্রে একটি কমন প্রবলেম হচ্ছে সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ বন্ধ দেখায় অথবা সিম-২ দিয়ে কথা বলার সময় সিম-১ বন্ধ দেখায়। MCA ব্যবহার করে যদিও পরবর্তীতে সেই ব্যর্থ কলগুলো দেখা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা অনেক দেরি হয়ে পড়ে। আর কলগুলো যদি খুবই ইম্পরট্যান্ট হয় তাহলে তো কথাই নেই।

কিন্তু ভেবে দেখুন তো এমন যদি হত, সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ এর কল ওয়েটিং দেখাবে কিংবা সিম-২ দিয়ে কথা বলার সময় সিম-১ এর কল ওয়েটিং দেখাবে তাহলে কেমন হয়?

নিশ্চয়ই মন্দ হয়না। এমন হলে ইম্পরট্যান্ট বা আনইম্পরট্যান্ট কোন কলই মিস যাবে না সময়মত।

প্যাচাল মেলা হইল। এবার আসুন দেখি কিভাবে করা যায় এই কাজটি।

  • প্রথমে আপনার সিম-১ ও সিম-২ এর কল ওয়েটিং একটিভেট না থাকলে একটিভেট করে নিন।
  • এবার Settings এর Call settings থেকে Sim-1 Call Settings এ গিয়ে Call Divert এ যান। (কোন কোন ফোনে Call Divert অপশনটি Settings এ নাও থাকতে পারে। সেক্ষেত্রে Call Divert অপশনটি খুজে বের করুন)
  • এবার Divert if unreachable বা Divert if out of reach এই জাতীয় অপশনে গিয়ে To other number এ যান।
  • এখানে সিম-২ এর নাম্বারটি দিয়ে ওকে করুন।
  • একইভাবে Sim-2 Call Settings এর To other number এ সিম-১ এর নাম্বারটি দিয়ে ওকে করুন।
মনে রাখবেন, সিম-১ বা সিম-২ এর কল ওয়েটিং দেখানোর সময় উপরে Divert এর একটি চিহ্ন আসবে যা দেখে আপনাকে বুঝে নিতে হবে সিম-১ বা সিম-২ এর কল Diverted হয়ে সিম-২ বা সিম-১ এ এসেছে। ওয়েটিং অবস্থায় কলটি রিসিভ করবেন না, তাহলে কলকারীর সমপরিমান ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট থেকেও কাটা যাবে।
ট্রিকসটি ভাল লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।
আমার ব্লগঃ http://becontech.blogspot.com/

Level 0

আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্ল্যাক এন্ড হোয়াইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Good Job Brother !! 🙂

ধন্যবাদ আপনাকে। আশা করি চালিয়ে যাবেন।

ধন্যবাদ আপনাকে।

সুন্দর! 😀

যে আমাকে কল করবে তার কল যদি না ধরি তার টাকা কি কাটা যাবে ?

বুঝলাম। কিন্তু মাইয়া মানুষের ছবি দেওয়ার হেতু কী?

loss howar chance beshi…. divert buja mushkil china dual sim mobile a… nokia te ekta teer thake but china te 1st ekto signal diye sesh, so

-+=? হয় সেটা দিলাম

Level 0

Inteligious post……..Bro ..

ধইন্না দুই বস্তা !! আপনাকে

    @Scientist_saiful: আপনাকে ২০০ বস্তা।

      ভাই এত ধইন্না দিয়া কি করুম ??? আর এগুলাত আমার মাথাই ও নিবার পারুম্ না তাই আপানারে দিয়া দিলাম ফিরাইয়া ১৮০ বস্তা

সুন্দর টিউন। কাজে লাগবে। আচ্ছা মোবইলের Call Log Clear করার জন্য কি কোন নম্বর আছে। যেমন ফোন ফরমেট দেয়ার জন্য ব্যবহার করা হয় *#৭৩৭০# যদি কারো জানা থাকে তবে জানালে উপকার হয়। ইমেইল[email protected].

Level 0

কাউকে call দেয়ার সময় একটা কথা আসে তা হল
call forwarding on……..
এই কথা তা ক্যান আসে।

    @asstha:
    ও কিছু না ভাই।
    Miss Call Alert চালু থাকলেও একই লেখা দেখায়।
    আপনি যে divert একটিভেট করেছেন তাই মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হয়।
    ধন্যবাদ।

ধন্যবাদ earn90$

ভাইয়া আমি SYMPHONY Set Use করি। আমি আপনার কথা মতই সব করলাম। সিম ১ সিম ২ এ আর সিম ২ সিম ১ এ divert করলাম। call weating-ও active করলাম। কিন্তু আমি দেখলাম যে আমি সিম অনে দিয়ে কথা বলার সময় সিম ২ তে কল দিলে কল টা ঢুকে না। যে নাম্বার থেকে কল করা হয় তাকে বলে জ আপনার কলটি সেস করা জাচ্ছে না। বা সংযোগ দেয়া সম্ভব না। আপনার টিপস টি আমার খুব দরকার। একটু হেল্প করবেন প্লিজ?

GOOD IDEA

Bikon…apnake onek dhonnobadh!

Level 0

কৌশলটি দারুন। ধন্যবাদ।

Goooooooooooooooooood thanks for share
if anybody have time click here http://www.facebook.com/mimarriagemedia?sk=wall
and http://mimarriagemedia.com/

Level 0

ধন্যবাদ।

Level 2

kintu amar symphony ft30 set e divert er kono chinno ase na, tahole kivabe bujhbo je eta kon sim er call?

ভাল আইডিয়া

Level 0

ভালো জিনিস জানলাম.. ধন্যবাদ

ধন্যবাদ ভাই দারুন একটি টিউন করার জন্য।

টিপসটা খারাপ না কিন্তু সমস্যা হবে কলটা রিসিভ করলে,কারন কলের জন্য আপনার বেলেন্স কর্তন করা হবে,ধন্যবাদ।

Level 2

Tune ta porte porte amar mobile eo call divert activate korsi. But last line e jokhon dekhlam incoming call eo taka katbe, shathe shathe deactivate korsi 😛

How can i give a post in TT like your post.

Many many thanks.

অসংখ্য ধন্যবাদ ট্রিকসটি শেয়ার করার জন্য। এভাবে আসলে ভেবে দেখেনি। খুবই কাজের একটি ট্রিকস।

খুবই প্রয়োজনীয় একটি তথ্য সরবরাহের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।