মোবাইল দ্বারা Page এর SCREEN SHOT নিন UC BROWSER এর সাহায্য Version 8.2 Beta Edited by Love Bdsobuj

Java Uc browser 8.2

আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আশা করছি সকলে অনেক অনেক ভাল আছেন । আমি টেকটিউনস এ এই প্রথম লেখছি আমার যদি কোন ভুল হয় দয়া করে তা সংশোধন করতে সহোযগীতা করবেন । এবং আপনারা আপনাদের মন্তব্য দ্বারা আমাকে সার্বিক সহয়তা করবেন ।
যাই হোক আমার প্রথম টিউন এর বিষয় বিস্তারিত শুরু করছি । বর্তমানে মোবাইলের জন্য UC BROWSER অনেকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । আর এই জনপ্রিয়তার ও অনেক বিশেষ কারন রয়েছে । কারন হিসাবে দু একটা কথা না বললেই নই যদিও উল্লেখকৃত কারন সমূহ সকল এর জানা তার পরেও কিছু বলছি । UC BROWSER এ রয়েছে বিশেষ ডাউনলোড সুবিধা যার ফলে এক সাথে অনেক গুলো ফাইল ডাউনলোড করা যায় এবং .jar সফটওয়্যার ডাউনলোড করা যায় । এতে আছে ফোন টুলস যার মাধ্যমে আপনি ইন্টারনেটব্যবহার করা কালীন সময়ে কল এবং এস এম এস করার সুবিধা । এছাড়া আছে দারুন কপিপেষ্ট করার সুবিধা । যায় হোক আরো অনেকআছে সব অভিনব সুবিধা । এত সব সুবিধার সাথে যুক্ত হলো Page Screen Shot নেওয়ার বিশেষ সুবিধা । আপনি একটি Page Browse করছেন ভাবছেন যদি Page টির একটি ছবি তুলা যেত ! হ্যাঁ আপনার এই ভাবনাটি সত্যই গুরুত্ত পূর্ন । তাই UC BROWSER এ পাচ্ছেন এই ধামাকা অতিব গুরুত্ত পূর্ন সেবা । তবে এটা অফিসিয়াল ভাবে UC BROWSER এ নেই । তবে চিন্তার কোন কারন ও নেই আমরা কয়েক জন মিলে UC Private 8.2 Version কে ইংলিশ করেছি এবং তার সাথেযক্ত করেছি Screen Shot নেওয়ার সুযোগ । ভার্সন টি ইংলিশ এ অনুবাদ করেছেন প্রিয় বাসসেল ভাই এবং পরবর্তীতে আমি কিছু এডিট করেছি । যাই হোক কিভাবে করবেন ছবি তুলার কাজ এখন তাই বলছি । আপনি দুই ভাবে ছবি তুলার কাজ সূম্পর্ন্ন করতে পারেন । প্রথম ধাপ আপনি কোন একটি Page এ আছেন এখন সেই Page টির ছবি উঠাতে চান ক্লিক করুন MENU অপশনে একটি অপশন লিস্ট আসবে সেখান থেকে ক্লিক করুন TOOLS তে আর এবার ক্লিক করুন Screen Shot এ । হয়ে গেল আপনার ছবি তুলার কাজ । এখন যে Page টির ছবি উঠিয়েছেন তার Preview হিসাবে দেখছেন । এখন অপশনে গিয়ে সেভ করুন । দ্বিতীয় ধাপ আপনার মেমোরি কার্ড এ একটি নতুন ফোল্ডার খুলন ফোল্ডার নামটি অবশ্যই UC SS নামে খুলতে হবে । এখন আপনি কোন একটি Page এআছেন সেই Page টির ছবি উঠাতে চান শুধু আপনার মোবাইল এর ডায়াল (Dail) বাটন কিছুক্ষন চেপে ধরুন । এইতো আপনার Screen Shot নেওয়ার কাজ সূম্পন্ন হয়েছে আপনি আপনার মেমোরি কার্ড এ UC SS ফোল্ডার খুলুন আর দেখুন আপনার উঠানো ছবি । আমাদের এডিট কৃত UC BROWSER 8.2 VERSION টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সকলের প্রতি শুভ কামানা রেখে এখানেই শেষ করছি আমার প্রথম টিউন ।
ব্রাউজার টির কিছু Screen Shot দেখে নিন ।

screen shot screen shot screen shot

Level New

আমি Love Bdsobuj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.