সরাসরি অনলাইনে মোবাইল এর জন্য রিংটোন তৈরি করুন কোন সফটওয়্যার ছাড়া।

আমার অনেক সময় রিংটোন রূপান্তর করার জন্য অনেক Application ব্যবহার করে থাকি। কিন্তু সব Application ভাল কাজ করে না। যাই হোক আজ আমার ছোট টিউনের মাধ্যমে আপনাদেকে একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিব, যাহার মাধ্যমে আপনি কোন সফটওয়্যার ছাড়া অনলাইনের মাধ্যমে  mp3, mp4 কে ৩০ সেকেন্ড এর রিংটোন তৈরি করা। ওয়েব সাইটটির visit করার জন্য এখানে ক্লিক করুন।
নিচের চিত্রের বিস্থারিত সহ দেখুন।
১। এ ওয়েবসাইট এর প্রবেশ করার পর Upload এ ক্লিক করুন। নিচের চিত্রে মত।

২। Upload করার জন্য (১) কোন অংশটুকু আপনি RingTone হিসেবে রাখতে চান ততটুকু সিলেক্ট করুন। (২) আপনি ইচ্ছা করলে Play করে দেখতে পারেন। (৩) সবশেষে Rington করার জন্য Create Ringtone এ Click করুন।

৩। রিংটোনটি পাওয়ার জন্য get tingtone এ ক্লিক করুন।

এরকম আরও একটি সাইট বিস্থারিত ছাড়া নিচে দেওয়া হল। নিচের গুলো উপরের সাইট এর মত। আমার অজান্তে আরও অনলাইন Ringtone createor থাকতে পারে।
১। http://www.smartmp3.net

প্রবলেম হলে জানাবনে। আশা করি প্রবলেম হবে না। যারা এ বিষয়টি জানেন ভাল, আর যারা না জানেন তাদের জন্যও ভাল। কথাও ভুল হয় জানাবেন শুধরিয়ে নিব। ধন্যবাদ টিউনটি Visit করার জন্য।

Level New

আমি মোঃ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 783 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i have not interested to give my biographical information.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনে সেই মামুন না… হুম বুঝছি সেই মামুন ভাই ই ত।
ইমেজ গুলো ছোট হয়ে গেছে বাকি সব ঠিক আছে।
ধন্যবাদ সাইট টার সম্পর্কে জানানোর জন্য।

    @তাহের চৌধুরী (সুমন): তাহের ভাই আমি চেষ্টা করেছি বড় করার জন্য কিন্তু option পাচ্ছি না। কি করতে পারে বলেন তো ভাই। কেউ কি চায়, তার তিউনের মান খারাপ হোক। যখন আমি Image গুলো Upload করি তখন Image গুলো html আকারে show করে। যখন আমি নিউত পষ্ট লিখি তখন পষ্ট পেজে Font কালার করার জন্য কোন Option পাইনা। পেজ Braker এর কোন Option পাইন না। Tune এ বক্স , লাইন করার কোন Option পাই না। আমার কি দোষ ভাই আমি তো কারো কাছ থেকে একবার পষ্ট করা দেখি নাই। ধন্যবাদ Comment করার জন্য তাহের ভাই।

    @তাহের চৌধুরী (সুমন): তাহের ভাই অনেক চেষ্টা করে ছবিগুলো বড় করেছি।

জটিল হইছে ভাই।