
সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চলা নকিয়া স্মার্টফোনে জাভা প্লাটফর্মের কোনো সফটওয়্যার বা গেইম ইনস্টল করলে বেশির ভাগ ক্ষেত্রেই তা ছোট স্ক্রিন হিসেবে প্রদর্শন করে, ফুলস্ক্রিন হিসেবে দেখা যায় না। এ ধরনের অ্যাপ্লিকেশন চালুর পর তা ব্যবহার করার জন্য নিচে একটি ভার্চুয়াল কিবোর্ড দেখা যায়। অনেকের কাছে বিষয়টি বেশ বিরক্তিকর। কিছু জাভা সফটওয়্যার বা গেইম রয়েছে যেগুলো টাচ-নির্ভর ফোনগুলোতে স্পর্শেই কাজ করে। এ জন্য সেগুলোর জন্য আলাদা ভার্চুয়াল কিবোর্ডের দরকার হয় না। তবে পূর্ণ স্ক্রিনে না খেললে গেইমের মজা পাওয়া যায় না। পূর্ণ স্ক্রিনে গেইম খেলার জন্য প্রথমে Menu--তে গিয়ে Settings-এ ক্লিক করুন। এরপর Application mgt-এ ঢুকে Installed apps-এ যান। এখন মোবাইলে আপনি যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছিলেন তার তালিকা দেখতে পাবেন। এবার আপনি যে জাভা সফটওয়্যারটি থেকে কিবোর্ড রিমুভ করতে চান সেটি নির্বাচন করেOptions-এ ক্লিক করুন।
তারপর Suite Settingsথেকে On-Screen Keyboard অপশনে ক্লিক করুন।
তারপর এখান থেকে Off সিলেক্ট করে Ok করুন। এবার Exit করে বেরিয়ে আসুন। এখন যে সফটওয়্যারটির কিবোর্ড বন্ধ করলেন সেই সফটওয়্যারটি ওপেন করে দেখুন, কিবোর্ড দেখতে পাবেন না এবং এটি পূর্ণ স্ক্রিনে প্রদর্শন করবে।
আমি arman uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
link koi?