শিখে নিন চমৎকার তিনটি সফটওয়ারের কাজ (বানাস সহ)

তাহলে আপনাকে জানতে হবে এই তিনটি মৌলিক পর্ব

১) আপনি যদি কম্পিউটার দক্ষতায় প্রাথমিক লেভেলের কেও হয়ে থাকেন,তাহলে আপনার প্রথমে শিখা উচিত টাইপিং।কারন এটা আপনাকে কম্পিউটারকে কিভাবে ব্যবহার করতে হয় তা শিখাবে। কিভাবে শিখাবে তা আপনি যখন এটা শুরু করবেন তখনই বুজতে পারবেন।এটা আপনাকে কম্পিউটারের সাথ নিজেকে মানিয়ে নিতে সাহায্য করবে।সেজন্য একটি নির্দিষ্ট টাইম সিলেক্ট করে শুরু করে দিন আপনার মহামূল্যবান প্রথম ধাপটি।আর এক্ষেত্রে ডাউনলোড করে নিতে পারেন “টাইপিং মাস্টার ”সফটওয়ারটি।মনে রাখবেন ইরেজি মোটামোটি লেভেলে না পৌছা পর্যন্ত বাংলা টাইপিং শুরু করবেন না।

২)আপনি যদি কম্পিউটার দক্ষতায় প্রাইমারী লেভেল পার করে থাকেন,মানে কিভাবে ইউজ করতে হয়  তা জানেন তাহলে আপনার জন্য দ্বিতীয় পর্যায়ে যে মহাগুরুত্বপূর্ন সফটওয়ারটির ব্যবহার শিখতে হবে সেটা অন্য কিছু নয় আমাদের পরিচিত  এম এস ওয়ার্ড এর কাজ।আপনার কিভাবে লিখতে হয়, কিভাবে কোন ফ্রন্ট ব্যবহার করতে হয়, লেখার ফরমেট ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়। তবে এক্ষেত্রে আমি এককথায় বলবো আপনি  যাচাই করে যে কোন ভালো মানের একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যান।এটা আপনাকে এই কাজটা শিখাতে অনেক সাহায্য করবে।সাবধান ইউটিউব ভিডিও দেখে দেখে প্রাথমিক অবস্থায়  শিখতে চেষ্টা করবেন না। তবে কোর্স চলাকালীন আপনি ইউটিউব ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন।  তাছাড়া যে কোন সেন্টারে শুধু এই কাজটি শিখতে গেলে টাকার পরিমান ২৫০০/-বেশি নেওয়ার কথা না।

৩)আপনি যদি দ্বিতীয় ধাপেরই কেও হয়ে থাকেন তাহলে এবার আপনার শিখা উচিত এম এস এক্সেল এর কাজ। কারন বর্তমানে হিসাব নিকাশ সহ যত অফিস কার্যাবলী আছে তার বেশির ভাগই এই সফটওয়ারটির উপর নির্ভর করে কাজ সম্পাদন করছে।তাই এটা যদি আপনি না শিখেন তাহলে আপনি বাছাইকৃত প্রতিযোগী হিসাবে নামই লিখাতে পারবেন না। তাই এটা হচ্ছে আপনার জন্য তিন নম্বর আবশ্যিক শিক্ষণীয় বিষয়।

এবার বোনস পর্ব

১)আপনি যদি দ্বিতীয় ধাপ এবং কোন পাবলিক পড়ুয়া ছাত্র হয়ে থাকেন তাহলে এবার আপনার শিখা উচিত এম এস পাওয়ার পয়েন্ট। এটা ছাড়া আপনি আপনার প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় তা জানতে পারবেন না।তাছাড়া এটা দ্বারা এনিমেশন,ছবি এডিটিং,আরও নানা কাজ শিখতে পারবেন।তাই দেরি না করে আজ থেকেই ঝাপিয়ে পড়ুন আপনার দক্ষতার প্রাথমিক পর্যায়ে।

এখন সিদ্ধান্ত  আপনার নিজেকে গড়ে তুলতে ও নিজের ক্যারিয়ার তৈরী করতে তাহলে দেরী না করে এখনই পরিকল্পিত ভাবে শুরু করে দিন নিজেকে গড়ার মিশন পসিবল : দি বিগিনিং।

Level 0

আমি আল আমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস