চলুন ব্যবহার করি মাইক্রোসফট অফিস জেনুইন, ইন্সটল না করেই

 

প্রযুক্তি প্রিয় টেকটিউন বাসী সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। টেকটিউনস পরিবারের সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ইন্সটল না করে এই কম্পিউটার জগৎ এর সব চেয়ে বেশি পাইরেড যে অ্যাপ্লিকেশান হয় সেটা না হয় একবার জেনুইন ব্যবহার করে দেখলেন, আশা করি বুঝতে পারছেন না ঠিক কি বলতে চাইছি।

হ্যা মাইক্রোসফট অফিস অনলাইনের কথা বলছি; ব্যবহার কারা সহজ আর ইন্সটল কারার প্রয়োজন নেই। খালি ইন্টারনেট সংযোগ থাকলেই হবে।।

তাহলে শুরু কারার আগে দেখা যাক মাইক্রোসফট অফিস অনলাইনের সুবিধা আর অসুবিধা।

 

মাইক্রোসফট অফিস অনলাইন ব্যবহারের কিছু সুবিধা

 

১। অনলাইন অ্যাপ্লিকেশান হওয়ার সুবাদে অ্যাপ্লিকেশান মেশিনে ইন্সটল না করে মেশিনকে অনেক খালি রাখা যায়।
২। ইন্সটল কারার প্রয়োজন নেই তাই ক্র্যা-ক বা প্যাচ নিয়ে চিন্তা নেই।
৩। অনলাইন অ্যাপ্লিকেশান তাই আপডেটের প্রয়োজন নেই, সব সময় আপডেটড।
৪। ওয়ান ড্রাইভ এ সেভ করে যেখানে খুশি ব্যবহার করতে পারেন।
৫। যেহেতু অনলাইন অফিস ফ্রী তাই সফটওয়্যার পাইরেসি কারার প্রয়োজন হয়না।
৬। অনেক বেশি সহজ শেয়ার ও স্মুথ কাজ কারার জন্য।

মাইক্রোসফট অফিস অনলাইন ব্যবহারের কিছু অসুবিধা

 

১। অ্যাপ্লিকেশানটি অনলাইন তাই ইন্টারনেট কানেকশন স্লো বা না থাকলে ব্যবহার কারা সম্ভব হয় না।

 

 

তাহলে চলুন শুরু করি কেমন করে ব্যবহার করতে হবে

সবার প্রথমে একটা নিজের মাইক্রোসফট মেইল আইডি তৈরি করুন, তারপর লগিন করুন অফিস অনলাইনে, লগিন লিঙ্কের জন্য এখানে ক্লিক করুন


যদি মাইক্রোসফট মেইল আইডি না থাকে তবে, এখানে ক্লিক করুন, আর নিজের মাইক্রোসফট মেইল আইডি তৈরি করেনিন।

 

আপনি এখানে লগইন করলে ব্যবহার করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড,এক্সসেল, পাওয়ার পয়েন্ট, পিউপিল, আউটলুক, এসওয়ে, ওয়ান-নোট, ডকস.কম এবং ওয়ান ড্রাইভ।আপনার কাজ খালি লগিন করুন আর মজা নিন অফিস অনলাইনের।।

অফিস অনলাইনের কয়েকটা ছবি দিলাম নিচে।

 

 

 

 

এই কম্পিউটার জগৎ এর সব চেয়ে বেশি পাইরেড যে অ্যাপ্লিকেশান হয় সেটা না হয় একবার জেনুইন ব্যবহার করে দেখলেন, আসুন না আমরা সবাই মিলে ফ্রীওয়ার ব্যবহার করে পাইরেসি মুক্ত একটা সমাজ তৈরি করি (জানি যদিও সেটা খুব কঠিন)। অন্যান্য অ্যাপ্লিকেশান গুলি চালু কারার জন্য, পেজের বামদিকের বক্সে ক্লিক করুন, তাহলে নিচের ছবির মতো সকল অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারবেন।

 

 

 শেষ করার আগে

অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।  গত কয়েকটি টিউনে টিউমেন্ট না করতে পারার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন।  খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অফিস অনলাইন ব্যবহার করা নিরাপদ মনে হলো-
-ফ্রী হলেও ফুল ভার্সনের মতো সবই আছে দেখলাম।
-সবকিছুই অন ড্রাইভে সেভ হয়ে যায়।

কিন্তু প্রধান সমস্যা হলো আমার লিমিটেড ব্যান্ডঅয়াইথের নেট কানেকশন।
লোডিং … লোডিং … এর জন্যই হয়ত ব্যবহার করতে পারবো না।

অবশ্য আমি Office 365 পাইরেটেড * এর পরিবর্তে WPS OFFICE 2016 ব্যবহার করি। 🙂

*Office 365 Home is $9.99 per month সাধ্যে নেই ভাই 🙁

    জনি আহমেদ ভাই প্রথম টিউমেন্টের জন্য ধন্যবাদ, আমি জানি সেই “লিমিটেড ব্যান্ডঅয়াইথের নেট কানেকশনের ” কথা তাই অসুবিধাতে সেই কথা লিখেছি,
    তবে চেষ্টা করে দেখতে পারেন ব্যান্ডউইথ প্রব্লেম সলভ হলে। আর office wps 2016 যথেষ্ট ভালো এবং লাইট অ্যাপ্লিকেশান ব্যবহার করতেই পারেন।
    ভালো থাকবেন আর টেকটিউনের সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ।
    মেতে থাকুন প্রযুক্তির সুরে। । । । । ।

ভালো লাগলো।আপনার কাছ থেকে উইন্ডোজ ফোন সম্পর্কে মেগা টিউন চাই যার অভাব টেকটিউনে রয়েছে।

    আবু সাঈদ ভাই টিউমেন্টের জন্য ধন্যবাদ,
    আর উইন্ডোজ ফোনের মেগা ধারাবাহিক বিষয় নিয়া খুব তাড়াতাড়ি টিউন আসছে, নজর রাখুন টেকটিউনের পাতায়।
    ভালো থাকবেন, আর টেকটিউনের সাথে মেতে থাকুন প্রযুক্তির সুরে।

বহুদিন পর হলেও আপনার কাছ থেকে এরকম একটা ব্যতিক্রমধর্মী টিউন পেয়ে ভালো লাগলো 🙂

টেকটিউনসে নিয়মিত টিউন করবেন আশা করি, আপনার টিউন দেখতে পেয়ে ফোন দিয়েই টিউমেন্ট করে ফেললাম। ভালো থাকবেন 🙂

    ফাহাদ ভাই আপনার এই ব্যাতিক্রমী টিউমেন্ট এক রাশ সুন্দর সুবাস ছড়িয়া দিলো টিউনে ,
    হাজারো কর্মব্যস্ততার মাঝে আর টিউন কারা হয়ে ওঠেনা, তবে নিয়মিত কারার চেষ্টা নিশ্চয়ই করব,
    আপনাকে বলে রাখি উইন্ডোজ ফোনের ধারাবাহিক বিষয় নিয়া খুব তাড়াতাড়ি টিউন করতে চলেছি ,
    আশা রাখি আগের মতই আপনাদের সবাইকেই কাছে পাবো,
    ভালো থাকবেন, আর টেকটিউনের সাথে মেতে ও মাতিয়ে রাখুন প্রযুক্তির সুরে।

Thanks

    তানভির ভাই টিউমেন্টের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন আর টেকটিউনের সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ।
    মেতে থাকুন প্রযুক্তির সুরে। । । । । ।

আরকেটি সুন্দর টিউনের সন্ধান। আপনাদের লেখা পড়ার জন্যই TT তে আসা।

    নাহিদুল ভাই টিউমেন্টের জন্য ধন্যবাদ,
    আর উইন্ডোজ ফোনের মেগা ধারাবাহিক বিষয় নিয়া খুব তাড়াতাড়ি টিউন আসছে, নজর রাখুন টেকটিউনের পাতায়।
    ভালো থাকবেন, আর টেকটিউনের সাথে মেতে থাকুন প্রযুক্তির সুরে।