মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-১)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর প্রথম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি। এটি আমার করা প্রথম টিউন এ সাইটে। যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব।

মাইক্রোসফট ওয়ার্ড কি?

মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট কতৃর্ক ডিজাইন করা একটি ওয়ার্ড প্রছেসইং সিস্টেম। এটি সর্ব প্রথম রিলিজ হয় ১৯৮৩ সালে Multi-Tool Word নামে।

মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-১)

মাইক্রোসফট ওয়ার্ড (সংক্ষেপে এম এস ওয়ার্ড) মাইক্রোসফট করপরেশনের একটি প্রোগ্রাম, যা ডকুমেন্ট লিখার কাজে মোটামুটি সবাই ব্যবহার করে থাকে। আমরা কিভাবে.কম সইটে প্রাথমিক ভাবে এম এস ওয়ার্ড সহ অন্যান্য অফিস প্রোগ্রামের টিউটোরিয়াল গুল দিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ের সবগুলো টিউটোরিয়াল পেতে ভিজিট করুন অফিস প্রোগ্রাম MS Word টিউটোরিয়াল লিস্ট যেখানে আমরা সাজিয়েছি ধারাবাহিক ভাবে সম্ভাব্য সবকয়টি বিষয়।

আসলে কোন কিছু শেখার ক্ষেত্রে অনুশীলনের বিকল্প নেই, আপনি যতো অনুশীলন করবেন ততই আপনার কাছে বিষয়গুলো সহজ হবে। কথায় বলে Practice makes a man perfect. তাই যতটা সম্ভব প্র্যাকটিস করে যান। আমরা আমাদের অনেক টিউটোরিয়ালই ভিডিওতে রুপান্তর করছি এবং এই সাইটেই সেগুলো যোগ করা হচ্ছে।

আমরা আলোচনায় রেখেছি MS Word এ ওয়ার্ড খোজা, রিপ্লেস করা, ওয়ার্ড ডকুমেন্টে ছবি নেয়া, সেই ছবিকে বিভিন্য ফরমেটে সাজানো, Text box এর ব্যবহার, টেবিল, ট্যাব, বুলেটস, নাম্বারিং করার নিয়ম, হেডার ফুটার দেয়া সহ আরও অনেক কিছু।

Level 0

আমি নাছরুল্লাহ আলকাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস