কিভাবে পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক করা ফাইলকে আনপ্রোটেক করা যায়

আসসালামুআলাইকুম। প্রিয় ভিউয়ার টিউনের ধারাবাহিকতায় এবার আপনাদের দেখাব কিভাবে প্রোটেক করা ফাইলকে আনপ্রোটেক করা  যায়। ডিয়ার ভিউয়ার এর আগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটি ফাইলকে পাসওয়ার্ড এর মাধ্যমে প্রোটেক্ট করা যায়।  আপনাদেরকে আগেই বলেছিলাম যে কোন ফাইলকে প্রোটেক্ট করা হলো আপনার ফাইল অন্য কেউ ওপেন করলে তা সুরক্ষিত থাকবে। কেই এর থেকে কোন লেখা মুছা, এডিট করা সম্ভব হবেনা তবে আপনি চাইলে যে কোন পরিবর্তন করতে পারবে না। আপনার প্রোটেক্ট করা ফাইলটি ওপেন করে নিম্নবর্ণিত কমান্ডগুলি প্রয়োগ করুন :

How To Unprotect /Edit Document in Office 2007

  • Open Require protect Document (file)
  • Click Review Menu
  • Click Protect Document Tab
  • Click Restrict formatting and Editing
  • Click Stop Protection
  • Give Require Password(Which Use Protection)
  • Click Ok

আজকে এ পর্যন্ত ধন্যবাদ। পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করুন। আর আমার টিউনগুলি দেখতে সুন্দর না কারন আমি একজন নতুন টিউনার তাই। আশা করি উন্নত হবে। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন  নিজের যে কোন উপায় উদ্ভাবন বিষয়কে অবশ্যই নিজের করে রাখা উচিত। আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন।

Level 2

আমি jahidhasanbelal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস