MS Word 2007 এর কিছু গুরুত্ব পূর্ণ কমান্ড এর কাজ জেনে নিন, না দেখলে চরম লস(পর্ব-২)

বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সাথে এম এস ওয়ার্ড ২০০৭ এর আরো একটি গুরুত্ব পূর্ণ কমান্ড এর কাজ কিভাবে করবেন তা আলোচনা করার জন্য লিখতে বসে গেলাম টেকটুইট২৪ এ।  আমি গত পর্বে  এম এস ওয়ার্ড ২০০৭ এর কিছু গুরুত্ব পূর্ণ কমান্ড এর কাজ কিভাবে করতে হবে তা আলোচনা করেছিলাম যারা দেখেন নি তারা আমার প্রথম পর্বটি দেখে নিন উপরের লিঙ্ক থেকে । যাইহোক চলুন আজকের আলোচনা শুরু করি …।

কিভাবে ওয়ার্ড ২০০৭ এর প্রতিটি পেজে দৃষ্টিনন্দন পেজ বর্ডার যুক্ত করবেন?

প্রথমে MS Word 2007 ওপেন করুন তারপর Ribbon Bar থেকে Home ট্যাবে ক্লিক করুন। Ribbon Bar না চিনলে এখান থেকে দেখে নিন। তারপর Paragraph Section এর Border অংশে ক্লিক করুন। দেখুন একটি লিষ্ট চলে এসেছে সেখান থেকে একবারে নিচে দেখুন Borders and Shading লেখা আছে সেখানে ক্লিক করুন । বুঝতে সমস্যা হলে নিচের ছটিতে খেয়াল করুন…
image of word

 

তারপর যে অপশনটি আসবে সেখান থেকে Page Borders এ ক্লিক করুন, তারপরে একেবারে নিচের দিকে খেয়াল করুন Art নামে একটি অপশন আছে তার নিচের ঘরে ক্লিক করুন, এবার দেখুন সুন্দর সুন্দর অনেক গুলো ডিজাইন দেখা যাচ্ছে সেখান থেকে আপনার যেটি পছন্দ হয় সেটাতে ক্লিক করুন। এবার ডান পাশে খেয়াল করুন প্রিভিউ দেখা যাচ্ছে । বুঝতে না পারলে নিচের ছবিটি লক্ষ্য করুন

image of wordএবার দেখুন ডান পাশের প্রিভিউ এর নিচে  Apply to: লেখা আছে তার নিচের ঘরে ক্লিক করুন দেখুন কয়েকটা অপশন এসেছে, যার মধ্যে আছে (১) Whole docoment ঃ- আপনি যদি আপনার পুরা ওয়ার্ড ফাইলের সব পেজে এই স্টাইল বসাতে চান তাহলে এটি নির্বাচন করুন। (২) This section-First page only :-  আপনি যদি আপনার ওয়ার্ড ডকুমেন্টের শুধু মাত্র প্রথম পেজে এই স্ট্যাইলটা বসাতে চান তাহলে এটি নির্বাচন করে দিন। (৩) This Section-All Except First page :- আর যদি আপনার ওয়ার্ড ডকুমেন্টের প্রথম পেজে বাদে অন্য পেজগুলিতে এই স্টাইলটা বসাতে চান তাহলে এটি নির্বাচন করে দিন। বুঝতে না পারলে নিচের ছবিটি দেখুন

image of word

সব কিছু ঠিক করার পরে Ok বাটনে ক্লিক করুন, দেখুন আপনার পেজে আপনার দেওয়া স্টাইল দেখা যাচ্ছে,

image of word

আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের পোষ্টে, ইন শা আল্লাহ।

যদি এই পোষ্টটি আপনাদের কোন উপকার করে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।

পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে

সোজন্যেঃ- টেকটুইট২৪ ডক কম

ফেসবুকে আমি .

Level 0

আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানা ছিল, তবু শেয়ার করার জন্য ধন্যবাদ। নতুনদের কাজে লাগবে।

MD. SUFIAN ভাই আপনাকেও ধন্যবাদ।

ধন্যবাদ ভাই। তবে কোন পেপারকে দুটি কলাম করার পর দু কলামই কিভাবে Borders দেওয়া যায় একটু সাহায্য করুন।

Level 2

কবির হুসাইন ভাই আপনার মোবাইল নম্বরটি কি দিবেন? কিছু MS Office 2007 বিষয় নিয়ে কিছু আলোচনা করতাম।