আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের অবশ্যই মাইক্রোসফট অফিস ব্যবহার করা লাগে। কিন্তু ভালভাবে কাজ না জানলে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়। ইন্টারনেটে অনেক খুজেও মাইক্রোসফট অফিস ২০০৭ এর উপরে ভাল কোন বই (ই-বুক) না পেয়ে অবশেষে আমি নিজেই একটা ক্ষুদ্র চেষ্টা করে দেখলাম। অবশ্য আমি নিজেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ভাল জানি না, তবে কাজ চালানোর জন্য যেটুকু দরকার তা মনে হয় চলে যাবে আমার এই বইটা থেকে। বইটা একটু দ্রুত লিখতে হয়েছে। উল্লেখ্য আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি। আমার কাজের সাথে এই বই লেখার গভীর সম্পর্ক রয়েছে। মূলত আমার কাজের প্রয়োজনেই বইটি লিখেছি। অফিস থেকে চাপ দেওয়ার কারণে দ্রুত শেষ করতে হয়েছে বলে বইটিতে কিছু ভুল থাকাটা অসম্ভব নয়। ভুলগুলো কারো চোখে পড়লে দেখিয়ে দেওয়ার অনুরোধ করছি।
ইচ্ছা আছে মাইক্রোসফট অফিস এক্সেল এবং পাওয়ার পয়েন্টের উপরেও বই লিখার। আপনাদের শুভকামনা থাকলেই সেটা সম্ভব হবে।
বইটা ভাল লাগলে আমার সাইট থেকে একবার ঘুরে আসবেন আশা করি।
আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।
ধন্যবাদ ভাই…।