কিভাবে Powerpoint দিয়ে Count down timerতৈরি করতে হয়

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামলাইকুম...সবাই কেমন আছেন? আসা করি আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন।আমিও ভাল আছি। ত কথা বাড়িয়ে লাভ নাই। কাজের কথায় আসা যাক। আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে Powerpoint দিয়ে Count down timerতৈরি করতে হয়।

প্রথমে জেনে নেই count down timer টা কি?

  • আমরা কোন ভিডিও বা presentation এর পূর্বে ১০-০ পর্যন্ত যে timing টা দেখতে পাই ওইটাই Count down timer।

Count down timer তৈরির জন্য প্রথমে আপনাদেরকে  Microsoft power point open করতে হবে।আমি আখানে Microsoft office 2007 ব্যবহার করেছি। আপ্নারা যেকোনো ভার্সন ব্যবহার করতে পারেন। মূলত সব গুলার কাজ একি।

  • power point  ওপেন হলে Presentation creat করবেন।
  • তারপর insert থেকে একটা নিউ oval shapes  নিবেন।
  • shapes এর সাইজ height=7 & width=7 দিবেন।
  • তারপর ctrl+c press  করে copy korben & ctrl+v press করে paste করবেন,
  • new shapes er color অবশাই background এর color দিবেন।
  • তারপর insert theke text box creat করবেন।

বিস্তারিত ভিডিও টি তে দেওয়া আছে।

ভিডিও লিঙ্কঃ

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এই প্রত্তাসা করে আজকের মত বিদায় নিচ্চি।

আমাদের ফেসবুক গ্রুপ ঃ Computer Help Zone

আল্লাহ হাফেজ

Level 0

আমি কাওসার আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিজের ভিডিও এর ভিউ বাড়াতে পোস্ট করলে, সে পোস্ট না করাই ভাল।

nice post

প্রিয় কাওসার আহমেদ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।