অফিস ২০১৩ ব্যবহার করে পাওয়ার পয়েন্ট ফাইলকে ভিডিও রুপান্তর (Screenshot)

প্রথমে আমার সালাম নিবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমার এক বড় ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে পাওয়ারপয়েন্ট এর মত ভিডিওতে যুক্ত করা যাবে কি না। কিন্তু সে সময় পারিনি। তবে  যারা ভিডিও এডিটিং করেন তারা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর স্লাইডের মত অ্যামিনেশন তৈরি করতে চান। কিন্তু মাইক্রোসফট অফিসের পাওয়ারপয়েন্ট  Export Mune  তে ভিডিও অপশন ছিলো না। কিন্তু অফিস 2010 এবং 2013 তে নতুন অপশন চালু করা হয়। যার মাধ্যমে আপনারা স্লাইডকে ভিডিও তে রূপান্তর করতে পারবেন।  তো শুরু করি প্রথমে Microsoft Office 2013 প্রোগ্রাম চালু করি। ইচ্ছা মত স্লাইড তৈরি করি। স্লাইডে ইচ্ছামত অ্যামিনেশন, ছবি ইত্যাদি সংযোগ করি।  স্লাইড তৈরি শেষ হলে (আমি এখানে অফিস 2013 এর মাধ্যমে (Screenshotসহ) উপস্থাপন করেছি। আপনার অফিস 2010 এ ভিডিও তৈরি করতে পারবেন)

File Click করুন

Screenshot 2015-11-06 22.23.43

তারপর নিচের ছবির মেনুতে ক্লিক করি

Screenshot 2015-11-06 22.22.39

তারপর Create a Video Click  করি

Screenshot 2015-11-06 22.22.46

নতুন অপশন আসবে সেখানে দুটি অপশন আছে ইচ্ছামত সিলেক্ট করে Create Video ক্লিক করি তারপর

Screenshot 2015-11-06 22.23.27

Create Video Click করলে Save অপশন আসবে, আপনি ভিডিও ফাইল সেখানে Save করেত চান তার লোকেশন দিই

Screenshot 2015-11-06 22.23.37

আপনার ইচ্ছা মত ফালের নাম দিয়ে Save করেন

Screenshot 2015-11-06 22.23.49

সর্বশেষ ধাপ- কিছুক্ষণ অপেক্ষা করেন

ফাইল যেখানে Save করেছেন সেখানে গিয়ে ভিডিও টা প্লে করেন

তো বন্ধুরা এটা আমার টেকটিউনস এ প্রথম টিউন কেমন লাগলো জানাবেন

সময় দেওয়ার জন্য ধন্যবাদ (First time, plz forgive any mistake)

Level 2

আমি মোহাম্মদ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল ভাই