আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
প্রেজেন্টেশন (presentation) :
এম এস ওয়ার্ড এ যেমন কোন ডকুমেন্টকে কোন নামে Save করলে তাকে ফাইল বলে। তেমনি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টেও কতগুলো স্লাইডকে যদি একটি নামে Save করা হয় তখন তাকে presentation বলা হয়। একটি ফাইল এ যেমন অনেকগুলো পৃষ্টা থাকতে পারে তেমনি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টেরও একটি প্রেজেন্টেশনে অনেকগুলো Slide থাকতে পারে।
স্লাইড (Slide) :
মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে Presentation এর এক একটি পৃষ্টাকে Slide বলে। পাওয়ারপয়েন্টে প্রতিটি স্লাইডে Title, Text, Graphic, এবং Clip Art বিদ্যমান থাকে।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট একটি Slide তৈরি করার নিয়মঃ
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট চালু করার জন্য প্রথমে Start এ গিয়ে All Programs থেকে Microsoft powerPoint ক্লিক করলে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট চালু হবে।
প্রথমে File থেকে New এ ক্লিক করলে New Presentation নামে একটি ডায়ালগ বক্স আসবে সেখান থেকে Blank Presentation এ ক্লিক করুন।
এবার Apply Slide Layout থেকে আপনার পছন্ত মত একটি Slide নিন যা দিয়ে আপনি একটি Presentation বানাবেন। নিচের দিকে ভালো করে খেয়াল করুন আর কাজ করুন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Good