মাইক্রোসফট এক্সেল ০১, ০২, ০৩ লেখার পদ্ধতি

Excel write 0,1 02, 03আসসালামু আলাইকুম আমি মোঃ আবু তালিব। আমি টেকটিউনসে নতুন টিউনার হয়েছি এতদিন যাবৎ টেকটিউনস থেকে শুধু্ শিখেছি ভাবলাম এবার থেকে শিখবো এবং নতুন নতুন কিছু জানানোর চেষ্টা করেবা যদি আপনাদের ভালো লাগে এবং আমাকে উৎসাহিত করেন, আমি দেখেছি প্রতিটি সফটওয়ার এর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে ইংলিশ টিউটোরিয়াল দেখতে হবে কিন্তু অনেকের পক্ষে তা সম্ভব হয়না আমি চেষ্টা করবো ইংলিশ টিউটোরিয়াল দেখে বাংলাতে করার জন্য শুধু চাইবো আপনাদের উৎসাহ পৃথিবীর সকল সফটওয়ারের ভালো টিউটোরিয়াল অবশ্য ইংলিশে আমরা অনেক সময় অনেক মুল্যবান টিউটোরিয়াল পেতে পারিনা আর সেগুলো পেতে অবশ্য ইংলিশ সাইটে যেতে হবে সুতরাং এবার থেকে যে টিউটোরিয়াল কোথাও খুজে পাওয়া যাবেনা সে সমস্ত টিউটোরিয়াল গুলো অবশ্য আমি আমার টেকটিউনস ব্লগেটিউন করবো। যাই হোক আজ ছোট্র একটি টিউটোরিয়াল দিরাম এই টিউটোরিয়াল টি আমি বাংলাতে কোথাও খুজে পায়নি হয়ত আপনাদের অনেকের প্রয়োজন হবে চলুন তাহলে>  আজ আপনাদের মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপুর্ন বিষয় জানাবো তা হলো সাধারনত আমরা যখন এক্সেলে কোনো সংখ্যা লিখি তখন আমাদের 01, 02, 03 লিখলে তা অটোমেটিক ভাবে সংখ্যার আগের 0 (শুন্য) গুলো মুছে যায় কিন্তু আমাদের অনেক সময় কোনো সংখ্যার আগে 0(শুন্য) দেয়ার প্রয়োজন হয়, যেমন ডাটা এন্ট্রি করতে কারো ফোন নাম্বার যোগ করতে আগে 0(শুন্য) দেয়ার প্রয়োজন হয়। কিন্তু এক্সেলে দেয়া যায়না? যায়। আসুন এবার জেনে নিই কিভাবে এক্সেলে 01, 02, 03 লিখবো,  আপনি কি বোর্ডে Ctrl+ ১ (বাংলা ১ চাপুন) অথবা Home menu> Format cell যান    একটি উইন্ডো আসবে সেখান থেকে Number>Custom>type এখানে লিখুন 00(দুইটি শুন্য ইংরেজীতে) Ok করুন ব্যাস হয়ে গেলো।

Level 0

আমি আবু তালিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কি সম্ভব সময়ের সাথে নিজেকে মিলিয়ে চলা তবুও আমরা আংশিক পুরন করতে পারছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস