Excel Advance: Visit Details, Excel এর মাধ্যমে করা একটি Advance কাজ। কি করা যায় Excel এর মাধ্যমে? জানার আছে অনেক কিছু।

আমার আজকের টিউনের মূল উদ্দেশ্য হলো আসলে এক্সেল দ্বারা কি করা সম্ভব তার কিছুটা তুলে ধরা। Privacy এর জন্য ফাইলে কিছু ডাটা Unknown দেখানো হয়েছে যেমন, নাম, মোবাইল নম্বর, ই-মেইল।

Sample file download Visit_Details      Zip File

Excel, Microsoft Office Package এর বহুল ব্যবহৃত একটি প্রোগ্রাম। বিশ্বজুড়ে সমাদৃত এই প্রোগ্রাম দ্বারা কত যে Advance level এর কাজ করা যায়, তার কতটুকুই বা আমরা জানি। আমাদের দেশে যারা Excel নিয়ে কাজ করে, তারা অনেকেই অনেক দক্ষ কিস্তু শেয়ার করতে চায় না বা সুযোগ হয় না। আমি কিছু টুকিটাকি কাজ করি Excel এর। তারই একটি ফাইল আপনাদের সাথে শেয়ার করলাম। ফাইলটি source code সহ open রাখা হয়েছে, যাতে যারা শিখতে আগ্রহী তারা জানতে পারে, কি কোড ব্যবহার করা হয়েছে এবং এই কোডগুলো তারা অন্য ফাইলেও নিজেদের মত ব্যবহার করতে পারে।

ফাইলটির কিছু Screenshots এবং বৈশিষ্ট্য:

  • New Visit button এ click করলেই উপরের চিত্রের মত একটি ফরম ওপেন হবে। এখান থেকে আপনি নতুন ভিজিট এন্ট্রি করতে পারবেন। First, Last, Next, Previous record এ navigation করতে পারবেন।
  • Copy Data button এর মাধ্যমে যেকোন সেল সেলেক্ট করে পুরোনো ডাটা দেখতে এবং এডিট করে নিউ ‍ভিজিট হিসেবে সেভ করতে পারবেন।

  • Filter button এ click করলে উপরের মত একটি ফরম আসবে। এখান থেকে আপনি একাধিক criteria select করে ডাটা ফিল্টারিং করতে পারবেন। যেমন Visit type, Product, Customer, date range, moth, year etc.
  • ফাইলটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি Automatic প্রতিদিনের তারিখ সহ ব্যাকআপ রাখবে। আপনি যেখানে ফাইলটি রাখবেন সেখানে Backups নামে একটি ফোল্ডারে এই Backup file গুলো জমা হবে।

ফাইলটি Macro Enable তাই কারো কম্পিউটার Excel Macro Enable করা না থাকলে, Macro Enable করে নিতে হবে। Macro Enable করার জন্য নিচের চিত্রটি অনুসরন করুন।

হয়তো ফাইলটি সরাসরি কারো কাজে লাগবে না, কিন্তু আশাকরি যারা excel advance লেভেল এ কাজ করেন তারা তাদের অন্য ফাইলে এই কোড গুলো ব্যবহার করতে পারবেন।

আর হ্যা, এই ফাইলের সকল কাজ/কোড আমার নিজের করা। এই টিউন যেকোন জিজ্ঞাসা থাকলে দয়া করে মেইলে জানাবেন। আমার ই-মেইল [email protected]

Level 2

আমি মোঃ হারুন অর রশিদ। IT Manager, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যি ভাইজান এক কথায় অসাধারন , আপনার নিজের লেখা বা এক্সেল এডভান্স এর উপর ভালো কোনো বই থাকলে, দিলে সত্যি খুব উপকৃত হবো। যদি থাকে তবে আমাকে মেইল এ দিতে পারেন।

    Level 2

    আমার কাছে কোন বই নেই। তবে আপনার কোন সাহায্য প্রয়োজন হলে আমাকে মেইলে জানাবেন। ধণ্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

Dear Mr. Harun vai
Pls help me. i have need your help strongly. I want to create a advance production report in my Textile Job. Pls advice me.

Thanks with best regards
Shepon
Sr. Exeuctive (Mahmud Denims Ltd. Gazipur. 01726290760, Skype: shepon18, Face book search : [email protected])

    Level 2

    I am ready to help. Just send sample file, specify your requirement, I will try to solve your problem. Thanks.

অনেক ধন্যবাদ , আচ্ছা একসেসে যেমন পিডিএফ ফরমেটে রিপোট পাওয়া যায় একসেলে কি তেমন পাওয়া যাবে ? যদি যায় তাহলে কেমনে ?

    Level 2

    এটা আপনি সরাসরি করতে পারবেন না। 3rd party software install করে এটা করা যাবে যেমন, Adobe acrobat writer.

ভাই অসাধারণ হয়েছে। আপনি আসলেই বস!!!

    Level 2

    ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Onek sundor hoysa

ভাই আমি একেবারেই নতুন, তাই যদি সবগুলো কোড এর ব্যাখ্যা দিতেন উপকৃত হব

    Level 2

    সবগুলো কোডের ব্যাখা করতে হলে এইটা নিয়েই কয়েকটা টিউন করতে হবে।আপনি যেহেতেু নতুন তাই আপনার বুঝতে সমস্যা হচ্ছে। একটু স্টাডি করুন দেখবেন সহজ হয়ে যাবে। যেখানে সমস্যা হবে আমাকে মেইল করবেন।