এক্সেল মিল ক্যালকুলেটর_Only for Bachelor

আমি শহিদুল ইসলাম (শ্রাবণ)। অনেকদিন ধরে ভাবছি কিছু একটা টিঊন করব। আমি একজন বি এস সি ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং। এখন সিটি গ্রুপে আছি। ব্যস্ততার মাঝে ইচ্ছা থাকলেও সময় হয় না লেখার। আজ আমি ব্যাচেলরদের একটা এক্সেল শিট উপহার দিব যা নাকি একটি সফটওয়্যার মত কাজ করবে। আমরা যারা মেস লাইফ লিড করি তাদের হয়ত মাসের শেষে মিল হিসাব করতে কিছু সময় ব্যয় করতে হয়। কিন্তু আমি যে মেসে থাকি সেখানে আমি আমার মত হিসাবের সুবিধার্থে একটা সফটওয়্যারের মত করে নিয়েছি যাতে আমি অতি সহজেই মিল রেট হিসাব করতে পারি, তারপর টাকার হিসাব করতে পারি যে কে টাকা পাবে আর কার আরও টাকা দিতে হবে এই আরকি। আসলে মেসে ত এসব হিসাব নিকাশই বেতন পাবার পর প্রথমেই করতে হয়। তাই আপনাদের জন্য একটা ছোট্ট উপহার। এটা আমি করেছি যাদের মেসে ৫ জন একসাথে থাকে তাদের জন্য। ১, ২, ৩, ৪, বা ৫ জন যা ই হোক হবে কিন্তু ৫ জনের বেশী হিসাব এটা দিয়ে করা যাবে না। এক্সেল ফাইলটা ডাঊনলোড করতে হলে নিচের ফাইলটা ডাঊনলোড করুন। এটি open করলে no তে click করে open করুন। আর ctrl+s টিপে save করুন। আর yes টিপে ঢুকলে আপনাকে অবশ্যই আরেকবার এটা নতুন নামে সেভ করতে হবে। যতবারই yes ক্লিক করে ঢুকবেন ততবারি save করতে হবে নতুন নামে। So, no ক্লিক করে ফাইলটি open করুন। আর problem hole, email করুন------ [email protected] এ।

To download the software please Click Here

আমার জন্য দোয়া করবেন। এরপর, ইলেক্ট্রিক্যালের আরও অনেক মজার বিষয়, ক্যালকুলেশন নিয়ে হাজির হব। অবশ্যই যদি আল্লাহ তাআলা আমাকে উপযুক্ত সময় দান করেন তাহলে।

এর পর আমি আপনাদের সামনে রোধের কালার কোডের হিসাবের একটি সফটওয়্যার নিয়ে হাজির হব ইনশাহআল্লাহ। এতে আপনারা একটি রেজিস্টর এর গায়ে যে যে কালার আছে তা বসিয়ে দিবেন আর অটোম্যাটিক্যালি আপনার রোধের মান সফটওয়্যারটি জানিয়ে দিবে। একি সাথে, ওহমে, কিলোওহমে, অথবা মেগা ওহমে। এই সফটওয়্যারটিও কিন্তু এক্সেল এ করা। আমার জন্য দোয়া করবেন। বিদায়।

আজ এই পর্যন্তই। যে কোন সমস্যার জন্য কল করুন।

মোবাইলঃ ০১৯১৪৬৩৮৪১৫/০১৯২৩৩৭১২১২

Level 0

আমি Shahidul Islam Srabon (Hi Voltage)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am interested in new technology of the modern world. I am also interested in automation and remote control mechanism.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমাদের মেসে ১০ জন এর হিসাব করব কিভাবে?
আমার মেইলঃ[email protected]