ইজি লোড/মোবাইল রিচার্জ ব্যবসায়ী ভাইদের জন্য এক্সেলের একটি সহকারী ফাইল

ইজি লোড/মোবাইল রিচার্জ ব্যবসায়ী ভাইদের জন্য এক্সেলের একটি সহকারী ফাইল

অনেকদিন পর টিউন করতে বসলাম। আমার প্রিয় বন্ধু সুমন। সে প্রায় সময় বলে তার ব্যবসার জন্য একটি এক্সেল ফাইল তৈরী করে দিতে। সেও অবশ্য এক্সেলে খুবই এক্সপার্ট। তবে সময়ের অভাবে এই ফাইল সে তৈরী করতে পারছে না। তাই আমি একটু সাহায্য করার জন্য চেষ্টা করলাম। ভাবলাম তাকে দেওয়ার সাথে সাথে আমাদের অন্য ইজি লোড/মোবাইল রিচার্জ ব্যবসায়ী ভাই যারা আছেন তাঁরা যদি উপকৃত হন তবে আমার এই ফাইলটি স্বার্থক হবে।

অনেক বক বক করেছি। এবার আসুন এই ফাইল সম্পর্কে এটকু জেনে নিই। একটি আপনার মোবাইল রিচার্জ, বিকাশ ব্যাবসায় সহায়ক হবে বলে আশা রাখি। ফাইলটি এক্সেল 2003  প্রোগ্রামে তৈরী করা। এই ফাইলটি ব্যবহার করে যদি কেউ উপকৃত হন, তবে কমেন্ট করতে ভুলবেন না।

আমার অনিচ্ছাবশত কোন টিউনার ভায়ের সাথে যদি আমার টিউন মিলে যায় তবে আমি ক্ষমা প্রার্থী।

ফাইলটি ডাউললোড করুন এখানে।

আরো জানতে আমার ব্লগ সাইট ঘুরে আসতে পারেন।

ধন্যবাদ।

বি:দ্র: প্রিয় টিউনারবৃন্দ আপনারা যাঁরা অনেক মূল্যবান সময় দিয়ে আমার টিউন পড়েছেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডাউনলোড লিংক এডিট করে দিয়েছি। আশাকরি আপনারা ভালভাবে ডাউনলোড করতে পারবেন।

এর পরও সমস্যা হলে আবার কমেন্টে জানাবেন। ধন্যবাদ।

Level 0

আমি সুজয় কান্তি পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দোনাদারদের কাজে লাগবে @ যদি এক্সেল বুঝে। আর আপনি তো ভাল বুঝেন এক্সেল (আশা করি এক্সেল নিয়ে আরো কিছু টিউন করবেন )

    হোছাইন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য। আপনাদের দোয়া এবং উৎসাহ থাকলে আশাকরি আরো আরো লিখতে পারবো।

download link kaj kore na …

download link kaj kore na , new link den………………
tune korar jonno dhonnobad

    রাজিবুল ভাই অসংখ্য ধন্যবাদ। মন্তব্যের জন্য। লিংক এডিট করেছি। তবুও আপনার জন্য আবার কমেন্টে লিংকটি দিলাম।
    আশা করি ডাউনলোডে কোন সমস্যা হবে না। ফাইলটি কেমন হল জানাবেন।

    https://docs.google.com/file/d/0B2WEfJ12qm8pYWJxc25Mdk1VbXc/edit?usp=sharing

আমি তো ডাউনলোড করলাম বিঃদ্রঃ এটি একটি এক্সেল ফাইল তাই সবার কাছে এক্সেল প্রগ্রাম ইন্সটল থাকতে হবে।

    হ্যা হোছাইন ভাই, আপনাকে আবারো ধন্যবাদ। এই ফাইলটিতে কাজ করতে হলে মাইক্রোসফট অফিস 2003 ভার্সন ইনস্টল থাকতে হবে। আর সেটা গুগলে সার্চ দিয়ে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তারপরও আপনাদের জন্য আমি আমার পরবর্তী টিউনে এর একটা লিংক দিবো। ভাল থাকবেন।

Level 0

ডাউনলোড link kaj kore na …

dhonobad!!!!

Download করার সময় এই লেখাটি আসে

Sorry this file has been downloaded 30 times in the last 24 hours

    রাহাত ভাই, অনেক ধন্যবাদ। সমস্যাটার বৃত্তান্ত লেখার জন্য। আসলে ভাই, আমি বুঝতে পারিনি যে জাস্ট ডাউনলোড সাইটি আমার সাথে প্রতারনা করবে। ওরা 30 জনের বেশি ডাউনলোডের সুযোগ দেয় না। তবে এ ক্ষেত্রে গুগল ড্রাইভ বেশ কাজের। আমি আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য এই সমস্যাটার সমাধানে সফল হয়েছি। এজন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পরবর্তীতে এই বিষয়ে টিউন করার জন্য চেষ্টা করবো। ভাল থাকবেন।

    নতুন করে লিংক আপডেট করেছি। আশা করি এখান থেকে ডাউনলোডে কোনো সমস্যা হবে না। তবুও আপনার জন্য কমেন্টে লিংকটি দিলাম। ফাইলটি কেমন হলো জানাবেন।

    https://docs.google.com/file/d/0B2WEfJ12qm8pYWJxc25Mdk1VbXc/edit?usp=sharing

      অসাধারান @সুজয়: ভাই। আশা করি আপনি আরও চমৎকার Excel আমাদেরকে Gift করবেন।

        অনেক ধন্যবাদ রাহাত ভাই। আপনার সুন্দর কমেন্টের জন্য। আশা করি আপনাদের জন্য আরো চমৎকার কিছু দিতে পারবো। ভাল থাকবেন।

ফাইলটাকে একটা অন্য কোন ফাইল শেয়ারিং সাইট এ আপলোড করলেই তো পারেন। অথবা জিপ করে dropbox or mediafire এ দিয়ে দেন। এতে কমেন্টে বার বার “লিঙ্ক কাজ করছে না” এই একই কথা শুনতে হবে না।

    ধন্যবাদ সাহীদ ভাই। আসলে গুগল একাউন্ট আছে তো তাই গুগল ড্রাইভ ব্যবহার করছি। অন্য সাইটগুলোর ওপর তেমন আস্থা রাখতে পারি না। আপনার মূলবান পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আগামীতে আপনার পরামর্শে কাজ করার চেষ্টা করবো। ভাল থাকবেন।

ভাই ডাউনলোড দিলে 404. That’s an error.
The requested URL was not found on this server. That’s all we know. দেখায় লিঙ্ক ঠিক করেন।

    শুভংকর ভাই, মনে হয় আপনার ইন্টারনেট কানেকশন জাতীয় কোন সমস্যা হচ্ছে, বা স্পীড কম। আপনার সমস্যা পেয়ে আমি আমার পিসিতে দেখলাম। ঠিকমতো ওপেন হচ্ছে। আমি রবি সীম এবং রবি মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি। ভাই অনুগ্রহ পূর্বক কষ্ট করে আরেকবার চেষ্টা করুন। আশা করি ডাউনলোড হবে।

Level 0

vai file e passward deya.

    কবির ভাই পাওয়ার্ড আপনাদের সুবিধার্থে দিয়েছি। F4 সেলের লিংকে এটার বৃত্তান্তও দিয়েছি। পাসওয়ার্ড 2014
    ভাল থাকবেন।

Level 0

Vai Emon 1ta Jinis Dilen
Keo Download Korte Parena.
Tahole Ei Rokom File nie Tune Na Kore
Basai Bose Thakai Valo
……………………… Link ta Thik KOre Dilei Valo Hoi.

    @Ranaul: অবশ্যই লিংক দিচ্ছি রানাউল ভাই। আমার এত কষ্ট শুধু টিউন করার জন্যই। আমার এই ফাইল ব্যবহারই যদি কেউ করতে না পারেন। তবে তো আমারই কষ্ট লাগবে। এটা আমি অনেকবার অনেক পিসি থেকে টেষ্ট করেছি। তারপর লিংক দিয়েছি। কিন্ত তাঁরা কেন পারছেন না আমি ঠিক বুঝতে পারছি না। আমি আবারো লিংকটা দিলাম। ভাল থাকবেন।

    https://docs.google.com/file/d/0B2WEfJ12qm8pVnlJWHl2MUJ6Q1E/edit?usp=sharing

পাসওয়াড চাচ্ছে? কিছু লিখতে পারিনা?

    আব্দুর রব ভাই। অনেক ধন্যবাদ। মনে হয় আপনি ভুলবশত F4 সেলটি খেয়াল করেননি। ওখানে পাসওয়ার্ড দেয়া আছে। পাসওয়ার্ড 2014
    এটি কেন দিয়েছি ওখানে বিস্তারিত লিখেছি।

    তবুও আপনাদের সুবিধার্থে পাসওয়ার্ড ছাড়া ফাইটি আপলোড করেছি। লিংক পরিবর্তন করেছি। আপনাকে আবার দিলাম। ভাল থাকবেন।

    https://docs.google.com/file/d/0B2WEfJ12qm8pVnlJWHl2MUJ6Q1E/edit?usp=sharing

Level 0

Abdur Rob Vai……
Kemone Download Korlen…………
Please Share Link.

Level 0

Download Hoiche…….
First
Sign In Google Account……..
Then, Download…..
But Password Protected………..
Password KOI..

https://docs.google.com/uc?id=0B2WEfJ12qm8pYWJxc25Mdk1VbXc&export=download সবাই এই লিঙ্ক থেকে ডাউনলোড করেন।

yes! onekkhon por download korse….

Level New

password protected….but why?

    @nil.akash: ভাই, পাসওয়ার্ড হচ্ছেঃ ২০১৪

    নীল আকাশ ভাই, একটু কষ্ট করে F4 এর লিংকে নির্দেশমালা পড়লে বুঝতে পারবেন কেন পাসওয়ার্ড দিয়েছি।
    পাসওয়ার্ড চাইল 2014 টাইপ করুন।
    পাসওয়ার্ড ছাড়া ফাইলটি আপলোড করে লিংকগুলো আবার পরিবর্তন করে দিয়েছি। তবুও আপনার জন্য আবার কমেন্টে দিলাম। ভাল থাকবেন।

    https://docs.google.com/file/d/0B2WEfJ12qm8pVnlJWHl2MUJ6Q1E/edit?usp=sharing

এতো ঝামেলার কোন প্রয়োজনই ছিল না। মনে হয় মন থেকে ফাইলটা দেন নাই। মিডিয়াফায়ার এ আপলোড করলে সহজেই ডাউনলোড হতো। হয়রানীর কোন মানেই হয় না।

    এডিটর মাসুদ ভাই আসলে আমি ঝামেলা করতে চাই নি। আমি গুগল ড্রাইভ ব্যবহার করি তাই এতে আপলোড করেছি। ভাই গন্তব্যে যেতে সবাইতো একই রাস্তায় হাঁটেন না। আপনারা এক সার্ভার, আমি অন্য সার্ভার ব্যবহার করছি। তবে সবসময় সবার সুবিধা হয় এমন কাজে আমি একমত। আপনার মূল্যবান পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আগামীতে মিডিয়াফায়ার ব্যবহারের চেষ্টা করবো।

    আর যে মন থেকে না দেওয়ার কথা বলেছেন, খুবই কষ্ট পেলাম। ভাই, আমি যদি ফাইলটি আপনাদের ব্যবহারের জন্য তৈরী করি তাহলে মন থেকে না দেওয়ার তো কোনো মানেই হয় না। আর আমি আমার ইন্টারনেটের পয়সা খরচ করে কেনই বা আপলোড করলাম। আমি পাসওয়ার্ড ব্যবহার করেছি আপনারদের সুবিধার্থে। মনে হয় আপনি ভূল বশত F4 এর লিংকে দেয়া নির্দেশনা পড়েন নি। ওখানে আমি বৃত্তান্ত লিখেছি। একটু কষ্ট করে পড়ে নিবেন। তাহলে বুঝতে পারবেন আমি কেন এবং কত পাসওয়ার্ড ব্যবহার করেছি।

    পাসওয়ার্ড ছাড়া ফাইলটি আপলোড করে লিংকগুলো আবার পরিবর্তন করে দিয়েছি। তবুও আপনার জন্য আবার কমেন্টে দিলাম। ভাল থাকবেন।

    https://docs.google.com/file/d/0B2WEfJ12qm8pVnlJWHl2MUJ6Q1E/edit?usp=sharing

      @সুজয় কান্তি পাল: ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য। আসলে কেউই F4 এর লিংকে দেয়া নির্দেশনা পড়ে নি। আপনি শিরোনামে ইজিলোড/মোবাইল রিচার্জ এর কথা উল্লেখ করেছেন। কিন্তু ফাইলটি শুধু বিকাশ এর ফরমেটে করা আছে। আশা করি বুঝতে পেরেছেন।

password protected. passwrod ta den

Level 0

সুজয় কান্তি পাল Vai…..
Mone Holo Aponi Excell Expert, Tai Bolchi..
Aponi Excell Use Kore KiVabe Amar Dokaner Products er Hisab Rakha Jai,
that Means, Inventory System.
Can U Try That…… If u Do So. I Thankful 2 u..

    রানাউল ভাই, অসংখ্য ধন্যবাদ।

    ভাই এক্সেল অনেক বড় একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামে এক্সপার্ট হওয়ার জন্য অনেক পরিশ্রম করছি। তাই আপনাদের দোয়া চাই। তাই এখনো নিজেকে এক্সপার্ট মনে হচ্ছে না। আপনাদের আরো উপকারে আসতে পারলে তখন হয়তো মনে হবে। তবে আপনাদের দোয়ায় কম্পিউটার সম্পর্কে আমার জানার আগ্রহ অফুরন্ত। যত জানি, আরো বেশি জানতে ইচ্ছে হয়।

    যা হোক, আমি অবশ্যই আপনার জন্য ফাইল তৈরী করার চেষ্টা করবো। আপনার মনের মতো, আপনার সহকারী হিসেবে ফাইলটি বানানোর চেষ্টা করবো।

    আর এ জন্য আপনি আমাকে কিছু তথ্য পাঠানঃ-
    ১। আপনার ব্যবসায়ের ধরণ (কিসের ব্যবসা)
    ২। আপনার ব্যবসায়ে কি কি ধরণের পণ্য বিক্রয়ের জন্য আছে।
    * (সবগুলো পণ্যের নামের তালিকা পাঠাতে হবে।)
    ৩। আপনার দোকানে বকেয়া হিসাবের ক্রেতা আছে কিনা?

    প্রাথমিক ভাবে এই তথ্যগুলো আমাকে পাঠান।
    তথ্যগুলোর সাথে আপনার নাম, ইমেইল ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে পাঠাবেন।
    যদি আরো প্রয়োজন হয় আমি আপনাকে কল করে জেনে নিবো।

    উক্ত তথ্যগুলো মাইক্রাসফট ওয়ার্ডের (2003 ভার্সন হলে ভাল হয়) ফাইলে লিখে http://[email protected] এই ঠিকানায় পাঠিয়ে দিন।

    যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করবো আপনার মনের মতো ফাইল তৈরী করতে। ভাল থাকবেন।

ভাই ফাইলটির জন্য অনেক ধন্যবাদ। আমার খুব ইচ্ছে এই রকম ফাইল বানাবো। কিভাবে বানাবো বা কোন ধনণের বই এর সহায়তা নিতে পারি জানালে খুশি হব। আপনি সত্যি খুবই এক্সপার্ট। অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।

    আজাদ ভাই, ধন্যবাদ।
    আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনার কাজে এসেছে আমার বানানো ফাইলটা, জেনে খুব ভালো লাগছে। না ভাই এখনো এক্সপার্ট হতে পারিনি। তবে আপনাদের দোয়ায় চেষ্টা করছি।

    ভাই মূলত বই পড়ে কোনকিছু প্র্যাক্টিক্যাল করতে পারবেন না। তবে হ্যা বইয়েরও প্রয়োজন আছে।

    বিভিন্ন প্রকাশনি থেকে কম্পিউটার সম্পর্কে অনেক বই আছে। যে কোন লাইব্রেরীতে গিয়ে জিজ্ঞাসা করলে ওরা বলবে। ওগুলো পড়তে পারেন।

    তবে ভাই, আমি প্র্যাক্টিক্যালে বিশ্বাসী। বন্ধুদের কাছে, সহকর্মীদের কাছে খুজে খুজে কাজ নিয়ে করি। যেটা সমস্যা হয় সেটা আমার চেয়েও যারা বেশি অভিজ্ঞ, তাদের পরামর্শ নিই। নিতান্তই কাউকে না পেলে গুগল থেকে সাহায্য নিই।

    ভাই আমি আমার পদ্ধতিটা বললাম। আপনি আপনার মত চেষ্টা করেন। ইচ্ছা থাকলে একদিন আপনিও আমার চেয়ে এক্সপার্ট হতে পারবেন আশা রাখি।

    কমেন্টের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

      আজাদ ভাই, এক্সেলের কিছু বেসিক সূত্র আয়ত্ত করে নিতে পারেন। এক্সেল প্রোগ্রামে ঢুকে হেল্প উইন্ডোতে ফরমুল লিখে এন্টার প্রেস করুন। এগুলো ব্যবহার করে বড় ফাইল বানানোর চেষ্টা করতে পারেন।

      অথবা আরো জানতে আমার ব্লগ সাইট ভিজিট করতে পারেন। আমি আমার ব্লগে চেষ্টা করছি সব নিখুতভাবে শিখানোর। http://www.onlineicthelp.blogspot.com

Khub shundor bhai.. Bht khuje pailam