মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন [৯ম-ক্লাস] :: Chart তৈরী করা.

মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন

আসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন।  আজকে আমি মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন এর  ৯ম পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক..........

Chart তৈরী করা

আজকে আমরা শিখব কিভাবে  চার্ট  তৈরী করতে হয়।

Chart: যেকোন রিপোর্টের তথ্য তুলে ধরার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হচ্ছে চার্ট। চার্টের মাধ্যমে যে কোন রিপোর্টের বিশ্লেষন কর যায়।সাধারনত চার্ট সংক্ষিপ্ত ধারনা দেয় এবং তথ্য বিশ্লেষন করতে ও সহজে বুঝতে সাহায্য করে।

কেন Chart তৈরী করা হয় ?¿

  1. অল্প সময়ে বুঝা যায়।
  2. যে কোন রিপোর্ট সম্পর্কে সংক্ষেপে ধারনা পাওয়া যায়।
  3. বিশ্লেষন করা যায়।
  4. সহজে তুলনা করা যায়।
  5. আনন্দের মাধ্যমে সহজে বুঝানো যায়।

প্রকার:

বিভিন্ন ধরনের Chart রয়েছে। যথা:-

  1. Column
  2. Bar
  3. Line
  4. Pie
  5. XY (Scatter)
  6. Area
  7. Doughnut
  8. Radar
  9. Surface
  10. Bubble
  11. Stock
  12. Cylinder
  13. Cone
  14. Pyramid

মনে করি একটি জরিপ করা হয়েছিল যে, কোন ব্রাউজারের জনপ্রিয়তা বেশী। ধরুন Mozilla Firefox পেয়েছে 45% ভোট, Google Chrome পেয়েছে 40% ভোট, Internet Explorer পেয়েছে 15% ভোট।

এবার নিম্নের মত করে একটি ডাটাবেজ তৈরী করুন:-

এবার ডাটাগুলোকে সিলেক্ট করে Insert>Pie>3D Pie এ ক্লিক করুন।

এবার দেখুন তো এরকম একটি চার্ট তৈরী হয়েছে কিনা !

কি পানির মত সহজ না কাজ টা! এবার Design>Change Chart Type এ গিয়ে একটি একটি করে সবগুলো চার্ট দেখুন তো কেমন লাগে।আর যেটা আপনার কাছে সুন্দর লাগে ঐটা রেখে দিন।আর হ্যা Chart Type পরিবর্তন করতে হলে অবশ্যই Chart টা সিলেক্ট থাকতে হবে, তা নাহলে Design মেনুটা আসবে না।

Chart লেআউট পরিবর্তন করা: Chart এর বিভিন্ন ধরনের লেআউট রয়েছে, Chart লেআউট পরিবর্তন হলে Design>Chart Layouts এ যেতে হবে।

Chart Style পরিবর্তন করা: Chart এর স্টাইল পরিবর্তন করতে হলে Design>Chart Style এ যেতে হবে।

দেখুন তো এ চার্ট লেআউট টা কেমন লাগে!

Practice Make a man perfect , চর্চা করতে থাকেন তাহলে দেখবেন যেগুলোর বর্ননা দেই নাই সেগুলো ও পারতাছেন।

আজ এ পর্যন্তই । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, টেকটিউনসের সাথে থাকবেন এই কামনা করি।

Level 0

আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আবার ও চমকিত হলাম।আমি আপনার সাথেই হাটছি।অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে আজকের টিউনও

হাটতে থাক দেখা যাক কতদূর নিতে পারি @Udoy
ধন্যবাদ @হোছাইন ভাই

Level 0

thanks for very nice tune,and tell me how to add any thinks in the chart?

Level 0

pleaselive chart kivabe banate hoi ektu help koren

ধন্যবাদ তোমাকে, Design>Select Data তে গিয়ে তুমি ডাটা এড বা ‍রিমুভ করতে পারবে।
এই টিউনটি তুমি ভালভাবে Follow কর তাহলে তুমি চার্ট বানাতে পারবে আশা করি। @mayer dua

ধন্যবাদ আপনাকে, কষ্ট করে টিউন করার জন্য।কাজের ব্যস্ততার জন্য আপনার টিউনগুলি সময়মত দেখতে পারিনি। যাই হোক একটি ভাল উদ্দোগ। আমার মনে হয় সূত্রগুলো আরো বিস্তারিত আলোচনা করলে ভাল হত। যদিও আমি এক্সেল এর এক্সপার্ট না, তারপরও আমার কাছে এক্সেল একটি মাজার বিষয় মনে হয়। আমার ইচ্ছা ছিল শুধু ফরমুলা নিয়ে টিউন করবো কিন্তু অলসতা আর সময়ের কারনে করা হয়ে উঠেনি।আপনি কষ্ট করে করতেছেন এই জন্য আপনাকে সাধুবাদ জানাই।

ধন্যবাদ ভাই উৎসাহ দেয়ার জন্য @:মাসুদুর রহমান

thnx

Welcome @Shafikul Islam

Level 0

ধন্যবাদ দিয়া ছোট করবো না।
খুব উপকার হলো।
Excel এর সর্টকাট কি গুলো যদি দিতেন,(বাংলায় লিখে দিবেন কোনটার কি কি কাজ)
তা হলে আরও উপকার হত।

ইনশা্আল্লাহ দিব পরবর্তীতে @RONY

রাসেল ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আমি আমদের ছাএদের দেখেছি কিভাবে যেন ভারসিটির লোগ দিয়ে Microsoft word এ ফ্রন্ট পেজে সম্পূণ লোগটা word এর ফ্রন্ট পেজে দেখা যায়? এই কাজ টা কিভাবে করে কেউ যদি এইটার উপর টিউন করত তাহলে সবার উপকার হত। আর আমি আপনার টিউটোরিয়াল দেখে শেষ করলাম। শুধু একটা সমস্যা সুএ গুলো মনে থাকতাছে না । ধন্যবাদ রাসেল ভাইকে।

ধন্যবাদ তোমাকে @সপ্নীল সাগর

Level New

অনেক সুন্দর হয়েছে।

Level 0

ধন্যবাদ ভাই অনেক সুন্দর হয়েছে।

তোমাদেরকে ও ধন্যবাদ @জিহাদ ও আতিকুর

Level 2

Techtunes er modde jotogula Excel er upor tune hoise tar modde apnar ta valo lagse. Amar kase mone hoise eta dekhe sobie sikhte parbe & kaj o korte parbe, kono problem hobe na. Apnake onek donnobad. 🙂

ধন্যবাদ আপনাকে উৎসাহ দেয়ার জন্যে @fardadjoy

অনিয়মিত হয়েগেছেন কেন, ভাই????

জুয়েল ভাই, আপনার ফোন নম্বর বা ইমেইল এড্রেস কোনটাই আমার কাছে নেই। কিন্তু বিশেষ একটা কারণে আপনার সাথে আমার একটু কথা বলা দরকার। আমার ফোন নম্বর 01828123466 এবং ইমেইল [email protected]

আপনি কি আমার সাথে একটু যোগাযোগ করবেন?

    @মোহাম্মদ হাফিজুর রহমান: দু:খিত জুয়েলের পরিবর্তে আজাদ খাঁন রাসেল হবে। রাসেল ভাই, একটু যোগাযোগ করবেন প্লিজ।

Thanks for share

Level 0

মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ছোট সাইজের কোন বই আছে কারো কাছে পিডিএফ ফাইল ফরম্যটে যদি শেয়ার করেন তবে উপকৃত হব…….

wonderful work

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই,অনেক ভালো লাগলো।
আমার একটা রেকুয়েস্ট মাইক্রো সফট এক্সেলে কিভাবে বিজয় বাংলা টাইপ করবো যদি বলতেন অনেক উপকার হতো…..