Shop Management Software দোকানের হিসাব রাখুন সহজ ভাবে

Shop Management Software

TechTunes এর সাথে আছি অনেকদিন, এখান থেকে আমার অনেক শেখা হয় নিয়মিত।
আমার প্রথম টিউন্স, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমরা অনেকেই আছি যারা আমার প্রতিষ্ঠানের হিসাব নিকাশ রাখি পুরোনা কোন টালি খাতা বা সুচিপত্র আকারে।
আমিও এভাবেই কাজ করতাম, কিন্তু বেশিকিছুদিন ধরে নিম্নে উল্লেখিত সফটওয়ারটির মাধ্যমে খুব সহজে আমার প্রতিষ্ঠানটির হিসাব রাখতে ব্যবহার করি। এর দ্বারা আমার পার্টি বা কাষ্টমারদের হিসাবনিকাশ ও দায়দেনার হিসাব খুব সহজেই পেয়ে যায়। এছাড়াও কাষ্টমারের লেনদেনের বিস্তারিত মুহুর্তের মধ্যেই পেযে যায়।

চাইলে যে কোন সময় কাষ্টমারের সর্বশেষ হিসাবের পরিমাণ ও দেনা পাওনার হিসাব দেখতে পারি ও আপডেট রিপোর্ট নিতে পারি।
নিয়মিত সফটওয়ারটি ব্যবহারে সময় ও শ্রম ‍দুটোই সেভ হচ্ছে।

সহজভাবে কয়েকটি স্ক্রিনসুট দিয়ে সফটওয়ারটি ব্যবহারের নিয়ম গুলো ও এর ফিসার্স গুলো আলোচনা করার চেষ্টা করবো।

    এটি একটি অফলাইন সফটওয়ার।

 

Microsoft Access দিয়ে এট তৈরী করা হয়েছে, এর ফলে ব্যবহার করা খুব সহজ।

ফাইলটি অপেন করলেই প্রথমে লগইন মেনু থাকবে, এখানে আমার দেওয়া UserName & Password দিয়ে লগইন করলে আপনি ব্যবহার শুরু করতে পারবেন।

* লগইন মেনু *

লগইন করার পরবর্তীতে আপনি যে মুডে লগইন করবেন, মানে Admin অথনা User মুডে লগইন করলে ২ধরনের ড্যাসবোর্ড পেয়ে যাবেন।

* UserMode ড্যাসবোর্ড *

UserMenuDashboard

UserMode ড্যাসবোর্ড থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের যে সকল কাজ গুলো করতে পারবেন তার কিছু বাটন আপনি পেয়ে যাবেন।

তার মধ্যে

  • * নতুন ভাবে বিক্রি করা
  • * নতুন পন্য ক্রয়
  • * কাষ্টমারের হিসাব দেখা
  • * নতুন কাষ্টমার যুক্ত করা
  • * পন্য তালিকা
  • * পন্যের সর্বশেষ ষ্টক সহ
  • এডমিনমুড থেকে আপনি
  • সাপ্তাহিক ও মাসিক ও ক্রমপুঞ্জিত বিক্রয় ক্রয় এর বিস্তারিত জানতে পারবেন।

এর পর আপনি যে সকল রিপোর্ট দেখতে পারবেন, তা নিচে দেখানো হলো।

 

* ইনভয়েস মেনু/ অর্ডার মেনু *

 

 

* পন্য ক্রয়ের মেনু/তালিকা আপডেট করা *

 

* কাষ্টমারের লেনদেন হিষ্টরি দেখা *

 

 

* সর্বমোট অর্ডারের বিস্তারিত তালিকা *

এছাড়াও উক্ত সফটওয়ারের সাথে নিয়মিত নতুন নতুন ফিসার্স যুক্ত করা হচ্ছে।

Click Here To Download

https://drive.google.com/file/d/1FA98hElAqttm2yyCEL0TJxBOmOeBeyaB/view?usp=sharing

UserName: hasan

Password: hasan

কেমন হয়েছে আমার তৈরী সফটওয়ারটি।
আশা করি জানাবেন।
ভূলগুলো ধরিয়ে দিবেন এবং নতুন কি ধরনের বিষয় যুক্ত করতে পারি, সে বিষয়ে কমেন্টস এ পরামর্শ দিবেন।
ধন্যবাদ।

চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন,
যোগাযোগের মাধ্যম

Hasan Mahmud
Cell: 01792245224
WhatsApp: 01792245224
Email: hasanandbd@gmail. com
Facebook: http://www.facebook.com/mdhasanuzzamanbd

 

Level 1

আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিঙ্ক কাজ করেনা।

    সংশোধন করা হয়েছে, আশা করি ডাউনলোড করতে পারবেন, ধন্যবাদ।

খুব ভালো কাজ করছে, আমার কিছু কাষ্টমাইজ করা প্রয়োজন, আমি কি করতে পারি?

    আমাকে ফোন করতে পারেন অথবা আপনার কাষ্টমাইজের বিস্তারিত আমাকে WhatsApp দিতে পারেন।
    WhatsApp: 01919404024