IPO তে আবেদনকারীদের জন্য দরকারী Database Software

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে Techtunes এ আমার এই প্রথম Tune টি। Techtunes থেকে অনেক কিছুই শিখেছি তাই ভাবলাম Techtunes পাঠক যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত, নিয়মিত IPO তে Apply করে তাদের জন্য কিছু একটা করা যায় কিনা। অনেকে আছেন যারা অনলাইনে ফর্ম পূরণ করে থাকে এতে করে নিজের এবং ব্যাংক ইনফরমেশন গুলো অন্যের কাছে থাকলে সমূহ বিপদের সম্ভাবনা থাকে। বার বার হাতে লিখে IPO Application Form পূরণ করাও অনেক কষ্টের ব্যাপার এবং হাতে ফর্ম গুলো লিখলে ভূল হতে পারে, সেই উদ্দেশ্য MS Access দিয়ে “IPO Form Generate” Database Software টি করা।

তাহলে শুরু করা যাক-

Settings:  যারা MS Office Access 2202/2003/2007 ব্যবহার করেন, তারা এখান থেকে  “IPO Form Generate”  Database Software টি Download করে নিতে পারেন। প্রথমে Double Click করে Open করার পর নিচের মত Warning message আসবে। তখন Open এ ক্লিক করে Open করবেন। Macro Enable করা থাকলে এই Warning message আসবে না ।

Macro Enable

ডাটাবেসে Macro ব্যবহার করার কারণে শুরুতে এই রকম ম্যাসেজ আসে। নিচের দেয়া বর্ণনা অনুযায়ী Macro Enable করলে শুরুতে আর কোন Warning message আসবেনা।

Click Office Button - Access Options - Trust centre - Trust centre settings

Click Macro Settings – Select Enable all macros (not…..run)

সবশেষে Ok তে Click করে বের হয়ে আসুন। পরবর্তীতে ডাটাবেসটি যতবারই ওপেন করবেন কোন ম্যাসেজ আসবেনা।

BO Information:  IPO Form Generate”    Database টিতে Double Click করলে Bo information form টি আসবে-

Form এর Add Record এ ক্লিক করলে Empty form আসবে তখন ব্রোকারেজ হাউসের CDBL থেকে পাওয়া BO Acknowledge এর Information গুলো একে একে এন্ট্রি শেষে Save Record এ ক্লিক করে Save করতে হবে। আবার Edit করতে চাইলে ঐ রেকর্ডে গিয়ে যে ইনফরমেশনটা Edit করার দরকার Edit করে  Save Record এ ক্লিক করলে Save হয়ে যাবে।

বি:দ্র: BO ID তে প্রতিটি ঘরে Tab Key দিয়ে একটি মাত্র Numeric Number add করতে হবে।

Find Record:  BO Information ফর্ম এর Find Record এ ক্লিক করলে Find and Replace ইনপুটবক্স আসবে।

আপনি Find What এ যে ইনফরমেশনটা সার্চ করার দরকার সেইটা দিবেন এবং Match এ Any Part of Field সিলেক্ট করে দিয়ে Find Next এ ক্লিক করলে Database থেকে নিদির্ষ্ট ইনফরমেশনটা পেয়ে যাবেন।

Delete Record:   কোন একটা নিদির্ষ্ট রেকর্ড ডিলিট করতে চাইলে ঐ রেকর্ড এ গিয়ে Delete Record এ ক্লিক করলে মেসেজ বক্স আসবে তখন Yes বাটনে ক্লিক রেকর্ডটি ডিলিট হয়ে যাবে।

Add Company Details:  Add Company Details বাটনে ক্লিক করলে নিচের মত ফর্মটি আসবে।

এই ফর্মে শেয়ার ইস্যুয়ার কোম্পানীর Name, Address, Total Amount, Amount in words, Share Lot, Per Share Price and Premium টাইপ করতে হবে। Premium যদি থাকে ঐ Amount টাই টাইপ করতে হবে, না থাকলে Premium এর ঘরে 0.00 বসিয়ে দিতে হবে। এই ফর্মে শুধুমাত্র একটি ইস্যুয়ার কোম্পানীর রেকর্ড Add করতে হবে। পরবর্তীতে আরেকটা IPO আসলে বর্তমান ইনফরমেশন গুলো ডিলিট করে দিয়ে নতুন ইস্যুয়ার কোম্পানীর ইনফরমেশনগুলো টাইপ করতে হবে।

Preview Reports:  এখানে এন্ট্রি করা সব ইনফরমেশন গুলো এই রিপোর্ট ফরমেটে পাবেন যা স্টক মার্কেট রেগুলেটরিবডি দ্বারা  সরবরাহকৃত IPO আবেদন ফরমেট। এখান থেকে  Print Command (A4 সাইজ পেপারে) এর মাধ্যমে সবগুলো IPO আবেদন ফর্ম Print  দেয়া যাবে অথবা PDF (DoPdf Software মাধ্যমে) করে রাখা যাবে।

Print Reports: যদি প্রিন্টার ইন্সটল করা থাকে Print কমান্ডের মাধ্যমে এন্ট্রিকৃত BO ডাটা  এবং ইস্যুয়ার কোম্পানীর ডাটা IPO আবেদন ফর্মে প্রিন্ট হতে থাকবে A4 সাইজ পেপারে।

PDF: doPDF v7(4MB)  সফটওয়ার টি এখান থেকে ডাউলোড করে ইনষ্টল করে নিন।

Preview Reports-এ থাকা অবস্থায় Print বাটনে ক্লিক করলে Print Option আসবে, এখানে ড্রপ্রডাউন লিষ্ট থেকে doPDF v7 সিলেক্ট করে দিতে হবে। Ok করলে PDF Save Option আসবে, তখন লোকেশনটা সিলেক্ট করে Ok করতে হবে। তখন সব গুলো রেকর্ড PDF ফরমেটে সেভ হয়ে যাবে। প্রিন্টার না থাকলে PDF ফাইলটা পেনড্রাইবে নিয়ে অন্যত্র প্রিন্ট করা যাবে।

আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি সঠিকভাবে বর্ণনা করার জন্য, ভূল-ত্রুটি হয়ে থাকলে অভিজ্ঞরা অবশ্যই পরামর্শ দিবেন। আবার ও বলছি “No Money, No Honey and No Girlfriend/Wife” তাই নিজের ব্যাংকের তথ্যগুলো অনলাইনে ফর্ম পূরণের জন্য অন্যকে দেয়া মানে “শেয়ালকে মুরগী ভাগা দেয়া”। তাই সাবধান থাকুন।

এই “IPO Form Generate”  Database Software টি কারো সামান্যতম উপকারে আসে, জানলে খুশি হব।

শেয়ার বাজার সর্ম্পকে আপডেট তথ্য জানতে জয়েন করুণ এখানে

Level 0

আমি Ataul Karim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks ei soft er jonno dekhi kaje lagate pari kina

Obayet ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে । সবাই যেখানে এমন সেভা টাকা নিয়ে দিয়ে থাকে । সেখানে আপনি একাজটি ফ্রি করার নিয়ম দেখিয়ে আমাদের সত্যিই অনেক বড় উপকার করেছেন । সেভা কখনো বিফলে যায় না । হয়তো অর্থ হয়ে , নয়তো সম্মান হয়ে ফিরে আসে। আপনার প্রতি শুভকামনা রইল।

    ভাই, আপনার এই অসাধারণ মন্তব্যের কাছে অর্থ পুরাই ব্যর্থ। যেখানে OmicronLab এর Avro Keyboard ব্যবহার করে সারা বিশ্বের বাংলা ভাষা-ভাষিরা এত উপকার পাচ্ছে তাও অর্থবিহীন, সেই তুলনাই এইটা কিছুই না। আপনাকেও অনেক ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ।

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

ভাই,অনেক অনেক ধন্যবাদ আপণাকে

    ভাই,আপনাকেও অনেক ধন্যবাদ।

ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি অনেক দিন ধরে এই রকম একটি “IPO Form Generate” Database খুজতে ছিলাম,তবে আপনি Form Report এর নিচে Form Generate by: http://www.ataulctg.com লিখেছে এই লেখাটি Delete করলে ভাল হইত , কারন এক Company Form এ আরেক জনের web site এর নাম কেমোন যানি দেখায়।
আপনার web site এর প্রচারে জন্য আমরাই আছি। আপনে অনেক ভাল একটি Database আমাদের Free দিয়েছে । ভাল লোকের প্রচার এমনেতেই হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সু-পরামর্শের জ্ন্য, শীঘ্রই আমি Web address টা Delete করে নতুন করে আপলোড দিচ্ছি। দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আরো নতুন কিছু Techtunes প্রেমিদের উপহার দিতে পারি।

      @Ataul Karim: আপনাক ও অনেক অনেক ধন্যবাদ । আমি আমার বন্ধুদের কে আপনার web site টির address দিয়ে দিয়েছি । আশা করি , আপনে আমাদের কে আরও ভাল কিছু দিবেন।

    ভাই. Edit করা হয়েছে নতুন করে Download করতে পারেন।

Level 0

একটা ভাল জিনিস শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাই ডাউনলোড করতে গেলে Bandwidth Limit Exceeded দেখায়? দয়া করে ডাউনলোড লিংটা টিক করে দেন।

লিটন কুমার আপনাকেও ধন্যবাদ। আমি দুঃখিত, আসলে বেশি মাত্রায় Download হওয়াতে Website Bandwidth Limit Exceeded করেছে। এখন Bandwidth Limit up করা হয়েছে লিন্ক http://www.ataulctg.com/ipo-form-generate/ থেকে Download করে নিতে পারেন।

Level 0

Ataul Karim ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

ভাই আপনার সফটওয়ারটি খুব ভাল হয়েছে। ধন্যবাদ
কিন্তু ভাই আমাকে কি একটু উপকার করতে পারবেন। আমি একসিসে একটা ডাটাবেজে কাজ করছি। কিন্তু ৩ কলামে রিপোর্ট করতে গেলে একই রো রিপিট করছে। আমাকে কি হেল্প করতে পারবেন। প্লিজ

    @মাহফুজ: আপনাকেও ধন্যবাদ, তবে আপনার সমস্যাটা বুঝতে অসুবিধা হচ্ছে । রিপোর্ট screenshot পাঠালে ভাল হয়।

আতিক ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ক্ষতিগ্রন্ত বিনিযোগকারীদের অপশনটাতো রাখলেন না।

    @সোহেল: ভাই ধন্যবাদ আপনাকে ‘ataulctg.com’, এই পেজে গেলে ক্ষতিগ্রন্ত বিনিযোগকারীদের জন্য আলাদাভাবে দেয়া আছে White Link Button For Affected Investors থেকে Downloand করে নিতে পারেন।