একই ইন্টারনেট সংযোগ অন্য কম্পিউটারে ব্যবহার।

আমরা চাইলে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই একই ইন্টারনেট সংযোগ অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারি। একটু ট্রিকের সাহায্যেই আমরা এই কাজ করতে পারি।

internet_microtunes

এজন্য প্রথমে কম্পিউটারের MAC address খুজে বের করতে হবে এবং দ্বিতীয়ত MAC address পরিবর্তন করতে হবে। এ ট্রিক সম্পর্কে বিস্তারিত টিউন করেছেন টিউনার তুষার

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইয়াসিন ভাই আপনি টেকটিউনস এর এডমিন হিসেবে ছোট টিউনের মাধ্যমে আগের যে টিউনগুলোকে তুলে ধরেন তা সত্যিই চমৎকার উদ্দ্যেগ। কিন্তু যখন তা আর প্রথম পাতায় থাকে না তখন আর ওই টিউনটির মূল্য নেই কারন আসল লেখকের টিউন তো আছেই। তাই আমার মনে হয় আপনি আগের করা টিউন নিয়ে টিউন করার পর যখন আর তা প্রথম পাতায় থাকবে না তখন সেটি মুছে দেয়াই উত্তম কারন এভাবে টপটিউনার হলে আপনি পরবর্তীতে বিতর্কিত হতে পারেন এবং অনেকেই এটাকে ক্ষমতার অপব্যাবহার মনে করতে পারেন। ধন্যবাদ ভাল থাকবেন। আর কিছু মনে করবেন না আমি আপনার ভালোর জন্যই বললাম।

    শাকিল ভাই আপনি ভুল করছেন ইয়াসিন ভাই টেকটিউনসের এডমিন নন। উনি টেকটিউনসের কন্ট্রিবিউটর। ছোট টিউন করার করার জন্য উনাকে অফিসিয়ালি পারমিশন দেওয়া হয়েছে। তবে এই ভাবে ছোট টিউন করে টপটিউনারে চলে আসাকে আমি মোটেই সাপোর্ট করছি না। টেকটিউনসের উচিত এই ছোট টিউন গুলো মূল টিউনের হিসেব থেকে আলাদা করে হিসেবে রাখা।

    ভাইয়া ধনবাদ এ ধরণের যে কোন সমস্যা চোখে পড়লেই ধরিয়ে দিবেন আর আমি টপটিউনার হওয়ার জন্য নয় বরং টেকটিউনসকে আপডেট রাখতেই ছোট টিউন করি।

শাকিল ভাইয়া আমি টেকটিউনসের এডমিন নই একজন কন্ট্রবিউটর মাত্র যা অর্পণ ভাইয়া বলেছেন। আমি কোন ক্ষমতার আপব্যবহার করছি না। আমিও একদিন হঠাৎ করে অবাক হয়ে গেলাম যেদিন দেখি আমি টপটিউনার। আমি নিজেও জানতাম না ছোট টিউন গুলোর জন্য আমি টপটিউনার হব। টেকটিউনসে আমি ছোট টিউন নিয়মিত ভাবে আপডেট করি আমি কোন ক্ষমতার অপব্যবহার করছি। তবে এ ব্যবপারে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিবে আশা করছি।

হ্যা ভালই

আপনি কিছু মনে করবেন না আসলে ক্ষমতার অপব্যাবহার না ঠিক তারপরও ব্যাপারটি কেমন যেন দেখায়। তবে আপনার কাজটি সত্যিই প্রশংসার দাবীদার কিন্তু টিউনগুলো যেহেতু আগের টিউন নিয়ে তাই একেবারে প্রথমদিকের যে গুলো আর প্রথম পাতায় নেই তা মুছে দিলেই ব্যাপারটি স্বাভাবিক হয়। আমার মতে আপনি এরকম টিউন নিয়মিত করুন কিন্তু পুরাতন হলে তা মুছে ফেলুন কারন মূল টিউন তো আছেই। যাই হোক আপনি কষ্ট করে কাজটি করছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।………………………………………………………………………………………………………………………………………………….

আর কানে কানে একটা কথা দেখা হওয়ার পর আপনি বলেছিলেন ফেসবুকে আপনাকে এড করে নিতে কিন্তু আপনাকে আমি পাই নাই। 🙂

Level New

শাকিল ভাই এর সাথে এক মত …..