মোবাইল নাম্বার সংরক্ষণ নিয়ে চিন্তা আর না, দেখুন আমার পোস্ট খানা

আপনার মোবাইল ও সিম দুটোই হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, আপনার মোবাইল নাম্বার হারাবে বা কখনো । ভাবছেন কিকরে করবেন , না টাকা লাগবে না,আপনার নিশ্চই জিমেইল অ্যাকাউন্ট আছে ? না থাকলে করে নেন নিচের লিংক থেকে।
CREATE AN ACCOUNT
এবার জিমেইল এ সাইন ইন করুন Google এর নিচে Contacts এর Drop-down বাটন-এ ক্লিক করুন নিচের স্ক্রীন সর্ট এর মত করে

Contacts এ ক্লিক করার পর , এবার NEW CONTACT এ ক্লিক করেন

NEW CONTACT ক্লিক করার পর নিচের উইন্ডো এর মত একটা উইন্ডো ওপেন হবে

Add name এর জায়গায় যার নাম্বার সেভ করবেন তার নাম দেন এবং নিচে ইমেইল, মোবাইল ,এড্রেস, ইত্যাদি দেওয়ার পর Save now তে ক্লিক করে সেভ করেন। একই সিস্টেম এ আপনার মোবাইল এর সব নাম্বার সেভ করে নিন । নাম্বার দেখাতে চাইলে আবার CONTACT ক্লিক করে দেখেন আপনার সেভ করা নাম্বার ।

ভাল লাগলে কমেন্ট করিয়েন, সবাই ভাল থাকবেন।

Level 0

আমি jmhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

donnobad apnake…

jenis ta coromm!!!!!!
thanks a lot bro…….

ধন্যবাদ। তবে আপনার জ্ঞাতার্থে বলছি, বর্তমানে প্রায় সব স্মার্ট ফোন দিয়েই আপনার কন্ট্যাক্ট গুলো সরাসরি গুগলে সিন্ক্রোনাইজ করা যায়। আলাদা করে টাইপ করার প্রয়োজন পড়ে না। আর আপনি চাইলে একই নাম্বারগুলো আপনার অন্য কোন মোবাইলেও সিন্ক্রোনাইজ করতে পারবেন যে কোন সময়। এক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে এবং হয়তোবা ২৫/৩০ পয়সা খরচ হবে।

    Level 0

    important তথ্য জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ শামীম ভাই।

    Level 0

    @শামীম রাহমান: কেমনে করব একটু জানবেন সামীম ভাই , এই নিয়ে একটা টিউন করলে ভালো হতো

Level 0

ajaira jinis post korlei tuner hoa jaina abar proman korlen apni.

    Level 0

    কেন ভাই আপনি কি এক বার প্রমান করছিলেন?

ধন্যবাদ, তবে আর সহজের মধ্যে নেটকুইন এন্টিভাইরাসের মাধ্যমে কন্টাকগুলো ব্যাকআপ রাখাযায়।

Level 0

Also by pc suit

Akta Shada kagoje phn num gula lekhe Room er wall e post korun, othoba wall er modhhei likhe rakha jete pare… Life time storage, No need Internet connection. Aita aro valo hoyechena?

thanks

@bdreal: আচ্ছা, এই লোকটাকে কি এডমিনরা দেখে না, নাকি এডমিন বলেই কেউ নেই, প্রায় সব পোস্টে লোকটা স্পামিং করছে। বিরক্তিকর।

ভাইয়া একটা তথ্য জানতে চাই … । আমি sony Xperia S কিনেছি ১ মাস হতে চলেছে এত দিন সব ঠিকই ছিল কিন্তু গত কাল রাত থেকে আমি গুগল প্লে থেকে কোন application ডাউনলোড করতে পারছি না । গুগল প্লে ছাড়া বাকি সব কিছু থেকে ডাউনলোড হয় । আমি ঘরে router দিয়ে WIFI করে রেখেছি । সব কিছু Browse হয় কিন্তু ডাউনলোড দিলে Loading হতেই থাকে কিন্তু ডাউনলোড start হয় না । কারো কিছু জানা থাকলে PLZ একটু জানাবেন ???

Thank you

আমি কয়েকটা পদ্ধতি নিয়ে লিখেছি এখানে, দেখুনতো কাজে লাগে কিনা? http://roufmomen.blogspot.com/2012/09/blog-post.html