উবুন্টু/লিনাক্স মিন্ট ডেস্কটপে কম্পিজের যাদু

এই টিউটোরিয়ালে আমরা জানতে পারবো কিভাবে উবুন্টু ১১.০৪ (Natty Narwhal) এ ইউনিটি ডেস্কটপে কম্পিজ ফিউশন এর ফিচার গুলো ব্যবহার করতে পারবো। কম্পিজ ফিউশন এর থ্রিডি ডেস্কটপ, উবি উইন্ডো এবং অন্যান্য অপসন কাজে লাগাতে গ্রাফিক্স কার্ড থাকা জরুরি তা না হলে মেশিন শ্লো বা হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে।

ধাপ-১

প্রথমে ইন্টারনেট চালু করে রিপোজিটরি আপডেট করে নিন। এখন AWN (Avant Window Navigator)

সফটওয়ারটি  ইন্সটল করবো। কারন যখন কম্পিজ  এর বিভিন্ন সেটিং এনাবল করবো তখন সাময়িক ভাবে ইউনিটিনেভিগেশন এবং টাস্কবার ডিজেবল হবে। ফলে বিভিন্ন সফটওয়ার এবং রিস্টার্ট/শাটডাউন অপসন ডিজেবল থাকবে। পরবর্তিতে আবার ইউনিটি ফিচার চালু করবো।এখন Ubuntu Software Center চালু করুন।

এখন সার্চ বক্সে লিখুন avant তাহলে Avant Window Navigator package চালু হবে। এটি ইন্সটল করুন।

এর পর সার্চ করুন ccsm তাহলে Advanced Desktop Effects Settings আসবে এটিও ইনস্টল করুন। Ubuntu Software Center বন্ধ করুন। এখন the Avant Window Navigator চালু করুন। তাহলে ডেস্কটরের নিচের দিকে ‍এভান্ট ডক চালু হবে।

ডকে রাইট ক্লিক করে Preferences অংশে যান। Awn Settings window এর Applets এ ক্লিক করুন এবং Cairo Main Menu, the Quit-Log Out applet
Active Applets area ডকে সেট করে  Awn Settings window ক্লোজ করুন।

 ধাপ-২

এখন AWN dock এ উবুন্টু চিন্হ যুক্ত  একটি অপসন চালু হবে। সেথানে ক্লিক করুন। Preferences > CompizConfig Settings Manager > General Options button এর পর নিচের সেটিংগুলো প্রয়োগ করুন Desktop Size tab এবং change the settings from 2/2/1 to 4/1/1 (Horizontal Virtual Size: 4; Vertical
Virtual Size: 1; Number of Desktops: 1) and click on the Back button

ধাপ-৩

CompizConfig Settings Manager এর Desktop section এর  Ubuntu Unity Plugin আনচেক করুন তাহলে Unity navigation and taskbar ইনাকটিভ হবে। তবে ভয় পাওয়ার কিছু নেয় পরে তা একটিভ করা হবে।

ধাপ- ৪

Desktop Wall আনচেক করুন।এর পর General section এ যেয়ে Composite, Gnome Compatibility, and OpenGL আনচেক থাকলে চেক করুন।Desktop section এ Desktop Cube এনাবল করুন।ডায়ালোগ কক্স আসলে Enable OpenGL এ ক্লিক করুন। এর পর দ্বিতীয় ডায়ালগ বক্স আসলে Enable Composite এ প্রেস করুন। অনুরুপ ভাবে Desktop section এ Rotate Cube এবং Viewport Switcher এনাবল করুন।

ধাপ-৫

Desktop section আবার যেয়ে Ubuntu Unity Plugin চেক করুন। একটি ডায়ালোগ বক্স আসবে Ignore Conflicts এ ক্লিক করুন। এর পর Uncategorized section এ যেয়ে check Unity MT Grab Handles, Enable Png in the dialogue এ ক্লিক করুন।Utility section যেয়ে enable Regex Matching এনাবল করুন।

Image Loading section এ enable JPEG and Svg - Png এনাবল না থাকলে  enable করুন।Utility section আবার যয়ে Bailer, Compiz Library Toolkit, and Workarounds চেক করুন।এর পর যান Window Management, please check Move Window, Resize Window, and Static Application Switcher

ধাপ-৬

Under Accessibility, please enable Zoom Desktop।সব শেষে Effects and activate Blur Windows, Window Decoration, Fading Windows এবং  Wobbly Windows এনাবল করে  the CompizConfig Settings Manager থেকে বের হয়ে আসুন। এর পর AWN dock এর the Quit button এ ক্লিক করে রিস্টাট করে দেখুন যাদু।

ছবি দিতে আনেক সমস্যা হচ্ছে তাই দিতে পারলামনা এর জন্য দুঃখিত। এটি আমার দ্বিতীয় পোষ্ট তাই কিছুটা সমস্যা থাকা সাভাবিক দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আগ্রহী হলে আমার লিনাক্স বিষয়ে আরও লিখার ইচ্ছা আছে। আমি লিনাক্স এ নতুন তাই সু্ন্দর পরামর্শ দিয়ে আমাকে অনুপ্রানিত করবেন আশাকরি।

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Chemistry (M.Sc)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্স এর চমৎকার কিছু ফিচার নিয়ে লিখতে চেয়েছিলাম। আপনি শুরু করে দিলেন। ভালোই লিখেছেন।

ইউনিটি অনেকেরই ভালো লাগেনা। জিনোম সবারই পছন্দের, আর AWN Dock আর Docky এই দুইটা মারাত্মক।

অনেক ধন্যবাদ

    Level 0

    শাওন ভাই লিখা শুরু করে দেন। কারন আমার লিখতে খুব অলসতা লাগে। এই জন্য এখন পর্যন্ত মাত্র দুটি পোষ্ট। আর আমি চাই লিনাক্স নিয়ে সবাই বেশি মাতামাতি করুক।

Level 0

অসাধারণ। আসলেই লিনাক্সে চমৎকার কিছু ফিচার আছে যা দেখলে অবাক হতে হয়।

    Level 0

    হা আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ।

গ্রাফিক্স কার্ড নেই, তাই অাটকে যাচ্ছে। তাছাড়া এমনিতেই আমার মনিটর ডিটেক্ট করেনা। 🙁 আচ্ছা মনিটর ডিটেক্ট করানোর একটা উপায় বলেনতো।

    Level 0

    আপনার কম্পিউটার এর কনফিগারেশন কি? জানালে না হয় কিছু বলা যেত। আমার ল্যপটপ এ লোকনফিগারেশন এর পরও ভালভাবে চালানো যায়। আপনি ইনসটল করার সময় কয়টি পারটিশন করেছেন, তাছাড়া সোয়াপ মেমোরির পরিমান কত করেছেন বলেননি? আমার মনে হয় সোয়াপ মেমোরির পরিমান বাড়ালে সমাধান হতে পারে। কমেন্টস করার জন্য ধন্যবাদ।

      আমার পিসির কনফিগারেশন: Motherboard Foxconn G31 chipset family
      Dual core processor, Clock speed 2.6
      Ram 2GB
      Monitor Samsung 17" wide, Resolution 1440*900 max
      Graphics card built-in

      আমি দুটি পার্টিশনে লিনাক্স ইন্সটল করেছি। আমার সোয়াপ পার্টিশন 4GB, অপর পার্টিশন 16 জিবি. আমার মনিটর ডিটেক্ট করেনা, Unknown দেখায়। রেজুলেশন দেখায় সর্ব্বোচ্চ 1024*768। কিন্তু আমি চাই আমার রেজুলেশন 1440*900ই দেখাক। সমাধান কি?

আমি ubuntu 11.04 চালাই আর এটাই আমার জীবনের প্রথম লিনাক্স ওএস।
আমি তো ভাই এটা (compiz) নিয়ে অনেক ভেজাল এ আছি। আমার গ্রাফিক্স কার্ড built in intel HD graphics (core i3) । ভাই প্রবলেম হল আমি যখন compiz এর কোন অপশন পরিবর্তন করি তখন আমার ডেস্কটপ এর উপরের বার টা zigzag হয়ে, আর কোন কাজ করা যায় না এবং restart করা ছাড়া কোন উপায় থাকে না। আর মাঝে মাঝে সাইডের ড্যাশ বার hide হয় না যা খুব ই বিরক্তিকর। আশা করি আমার প্রবলেম টা বুঝতে পারছেন জয় ভাই এবং সমাধান দিবেন……
তবে নিঃসন্দেহে compiz & linux (ubuntu) এর কোন জুড়ি নাই………

    Level 0

    সাজ্জাদ ভাই লিনাক্সে স্বাগতম। আপনার সমস্যা বুঝতে পেরেছি। আমি আমার লেখনিতে এ সমস্যার সমাধান দিয়ে দিয়েছি। আপনি কি পুরোপুরি পড়েছেন? যেভাবে দেয়া হয়েছে সেভাবে কাজ করেন আশা করি আপনার সমস্যার সমাধান হবে। এর পরে কোন সমস্যা হলে আমার ইমেইল ঠিকানায় ই মেইল করতে পারেন। আমার ইমেইল ঠিকানা [email protected]

Level New

ভাই, আপনি যে যে application এর কথা লিখেছেন এ গুলো করতে কি নেট কানেকশন লাগবে। আমি ১৩ আগস্ট ubuntu install করছি। ubuntu তে আমি একেবারেই নতুন।

যদিও এর আগে নেটবুকে নেটবুক এডিশন ব্যবহার করেছি অনেকদিন, তারপরেও ইউনিটি ভাল লাগে নাই। অভ্যস্থ হতে সময় লাগবে।

তবে আপনার পোস্টটা খুব ভাল লাগলো। বিশেষত, মেইন মেনুটা দেখে শান্তি লাগছে 🙂

Very good post. Thanks.

Level 0

vai, ubuntu te kibabe wifi net connect korbo ?
[email protected]