লিনাক্সের অ আ ক খ [পর্ব-২] (লিনাক্স Installation step by step)

লিনাক্সের অ আ ক খ

এটি লিনাক্স এর উপর চেইন টিউন আমি ১ম পর্বে আমি দেখিয়ে ছিলম কি করে Linux এর জন্য ভার্চুয়াল মেশিন তৈরি করতে হয়। আজ আমি দেখাব কি করে লিনাক্স setup দিতে হয়। কার কাছে যদি লিনাক্স এর DVD না থাকে তবে RED HET ENTERPRISE Logo এর উপর clickকরে  Web sit এ গিয়ে রেজিস্ট্রেশন করে Download করে নিন! প্রথমেই বলে নিই এটির Size 3GB এর উপরে তাই Download করার আগে কয়েক বার চিন্তা করুন। বর্তমানে সব সিডি/ডিভিডি এর দোকানে লিনাক্স এর ডিভিডি পাওয়া যায় তাই কিনে নেয়াই ভাল।

Linux 6 setup দেয়ার ধারাবাহিক ধাপ গুলো নিছে দেয়া হল

  1. প্রথমে RED HET ENTERPRISE LINUX 6 এর DVD drive এ insert করে system reboot করতে হবে ।
  2. System চালু হয়ার পর যখন Press any key to boot from CD আসবে তখন যেকোন কী Press করতে হবে ।
  3. Figure:1 এর মত screen আসলে প্রথমটি(Install or upgrade....) select করে Enter চাপতে হবে।

Figure 2

4.      Figure 2 এর মত screen আসলে যদি OK press করি তবে DVD Drive এ প্রবেশ করানো Linux এর DVD টি test করবে তাহলে Figure 3 এর মত screen আসবে ।

5.    Disk testing successfully শেষ হলে নিছে Figure 4 screen টি দেখা যাবে এখানে OK press করতে হবে ।

6.    OK press করলে Figure 5 screen টি আসলে Continue Press করতে হবে । Step 4 এ যদি Skip press করি তবে সরাসরি Figure 6 এ চলে আসবে অর্থ হল step 4 এর পর step 7 .

7.     কিছু সময় Figure 6 দেখা যাবে ।

Figure 6

8.     Figure 7 screen আসলে U.S English select করে Next দিতে হবে ।

9.    Figure 8 screen আসলে Basic Storage Devices select করে Next দিতে হবে।

যদি আপনি VMware এ কাজ করেন তবে Figure 9 এর মত একটি message আসতে পারে। যদি আসে তবে Re-initialize all select করে Next দিন ।

10.     Figure 10 screen আসলে Hostname এর জায়গায় আপনার কিংবা যে কোন একটি নাম দিন ।

11.      Figure 11 screen আসলে select city তে Asia/Dhaka select করুন এবং Next দিন।

12.        এই পর্যায়ে system আপনার কাছ থেকে( Figure 12) root password চাইবে password দেয়ার পর Next দিন যদি password week হয় তবে Figure 13 এর

message দেখাবে Use Anyway তে click করুন।(বি.দ্র: root password  হিসেবে redhat দিন পরে কাজে লাগবে)

13.     Figure 14 এর মত screen আসলে Create Custom Layout select করে Next দিন।

14.        Figure 15 screen আসলে Free তে Click করে Create এ Click করুন তবে  যে screen আসবে (Figure 16) ঐ screen এর

Mount Point এ  /boot ,  File system Type এ ext4 এবং size(MB) এ 500 লিখে OK click করুন ।

15.          পুনরায় step 14 এর মত create click করলে Figure 17 এর মত Mount Point খালি রেখে File system Type এ swap এবং

size(MB) এ আপনার RAM এর Double লিখে (যদি আপনার RAM 2GB হয় তবে লিখবেন 2048) OK click করুন ।

16.       Next চাপুন তবে Figure 20 দেখাবে Format চাপুন।

17.       Format করার পর Figure 21 আসলে Next চাপুন।

18.       Figure 22 আসলে Default installation settings এর Desktop select করুন এবং Customize Now select করে Next চাপুন।

Figure 22

Figure 22

19.          Figure 23 এর মত screen আসলে System Management select করে সবগুলো check করতে হবে।

20.          Figure 24 এর মত screen আসলে Desktop select করে KDE Desktop চারা সবগুলো check করতে হবে তারপর Next  চাপুন ।

21.           Next চাপার সাথে সাথে কিছুক্ষন Figure 24 দেখানোর পর Linux 6 এর installation শুরু হয়ে যাবে (Figure 25)।

22.           Installation শেষ হলে Figure 26 screen আসবে Reboot click করুন।

23.           Reboot হয়ার পর Figure 27 screen আসবে Forward click করুন ।

24.            Figure 28 আসলে Yes, I agree to the License Agreement  click করে Forward click চাপুন।

25.         Figure 29 , Figure 30 আসলে Forward চাপুন।

26.            Figure 31 আসলে User Name, Full Name, Password দিন যদি Password শক্তিশালি না হয় তবে Figure 32 আসবে Yes চেপে পরবর্তী step এ চলে যান।

27.            Figure 33 তে Date and Time set করুন

28.            আমি এই setup টি Virtual মেশিনে দিয়েছি সে কারনে RAM প্রয়োযনের তুলনায় আনেক কম দিয়েছি সে কারনে Figure 34 message দিয়েছে যদি আপনাদের এই message আসে তবে

OK press করুন Figure 35 এর মত Finishing message দেবে Finish click করুন।

এবার Linux এর সাথে আপনার যাত্রা শুরু করুন।

Level New

আমি সাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

চমৎকার একটি টিউন। এমন বিস্তারিত ও সচিত্র একটা লেখা দেখার আশায় ছিলাম বহুদিন।

শুধুমাত্র একটা বিষয়ে মনটা খচখচ করলো, রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স তো কমার্শিয়াল জিনিষ। যে কেউ সদস্য হয়ে ডাউনলোড করলে কি কোনো আইন ভঙ্গ হবে?

আমি শুনেছি CentOS সম্পুর্নরূপে রেডহ্যাটের নন কমার্শিয়াল ক্লোন। আশা করছি আপনার এই টিউটোরিয়াল দেখে কখনো প্রয়োজন পড়লে সেন্টওএস সেটাপ দিতে পারবো।

আপনার সাথে অচিরেই আবার যোগাযোগ করবো বলে আশা করছি। 🙂

    লিনাক্স কমার্শিয়াল জিনিস হলেও ওরা কোন লাইসেনস sell করে না আর আপনি তো সদস্য হয়ে ডাউনলোড করচেন এতে কোনো আইন ভঙ্গ হবে না । CentOS বিষয়ে পরে লিখার ইছছা আছে তখন না হয় বলি। 😀

সাথে আছি ওস্তাদ। প্রিয়তে রাখলাম। ধন্যবাদ।

আপনার এ মহৎ উদ্দেকে স্বাগতম। আসা করি সবার জন্য লিখে যাবেন।

Level 0

vai apni ki stop kore diechen ????????? pls vai continue koren…………….. apnar 3 th tune er jonno wait kortechi…….
ami kono remark kori na …… apnar jonno remark korlam bec….. apnar tune ta fully describe kora and eassy ……. pls dont stop ur tunes.

Level 0

সাব্বির ভাই
আাপনার এই পোষ্ট টা অনেক উপকারে আসবে।আশা করি আরো নতুন কিছু পাবে।
আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Level 0

লিনেক্স জানার আমার অনেক আগ্রহ, কিন্তু আমি বড় কিপটা কেথায় গিয়ে অতিরিক্ত সময় বা পয়সা কোনটাই ব্যায় করা আমার পক্ষে বর্তমানে সম্ভব নয়। এন্ড আমাকে একাধারে উইন্ডজ ও লিনেক্স এর সাথে ব্যবহার করতে হবে (নয়তো আমার কাজগুলো করবো কেথায়?)… তাই আমাদের মত নবাগতদের জন্য চেইন টিউনের আবেদন করছি। যেখানে প্রথমিক সিরিয়ালটা এরকম হলে ভাল হয়।
1. installation (to use with win in same pc)
2. how to run windows file (and soft if possible) (specially office files)
3. how to use usb modem (bcz we want to learn via internet)
তাহলে হয়তোবা নতুনরা সাহস করে এগোব, আর পুরোপরি যখন expert হয়ে যাবো তখন চোর থেকে ভদ্দর লোক হয়ে যাব।

Read more: https://www.techtunes.io/linux/tune-id/74172/#ixzz1PAyVRho9

Level 0

সাব্বির ভাই
আশাকরি ভা্ল আছেন,
ইয়াম ইনষ্টলেশন, এন এফ এস, সাম্বা, সর্ম্পকে জানতে চাই। আপনার সহযোগিতা অতি প্রয়োজন।

ধন্যবাদ

Level 0

রেডহ্যাট লিনাক্সে কি রেজিষ্ট্রেষন লাগে না। update এর জন্য কি রেডহ্যাট কোম্পানিকে টাকা পে করা লাগবে।

চমৎকার একটি টিউন পেলাম ভাই আপনার কাছ থেকে উপহার হিসেবে। ধন্যবাদ ভাই।