How To Access Kali Linux Remotely On Windows 7/8/10

আসসালামুআলাইকুম। টেকটিউনে এটাই আমার প্রথম টিউন। আজকে আমি দেখাব কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রিমোটলি Kali Linux Access করতে হয়। আমার কথা বিশ্বাস করেন এটা সত্যি অনেক সহজ। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সকল ধাপ ঠিকমত অনুসরণ করুন।

ধাপসমূহ দেয়া হলঃ

১। আপনার Kali Linux ওপেন করুন।
২। Follow this path: Application->Kali Linux->System Service->SSH->sshd start

৩। ডাউনলোড Putty.exe for Windows. Click here
৪। এখন Putty.exe Run করুন এবং আপনার Kali Linux এর IP Adress দিন। Kali Linux এর IP Adress পেতে টাইপ করুন "ipconfig"

৫।Connection type: SSH, Close window on exit: only one cleac exit Select করুন।
৬। আর হ্যা অবশ্যই Port 22 থাকতে হবে এবং Selected থাকতে হবে।

৭।এখন Open চাপুন।
৮।প্রথমবারের জন্য Kali Default Credential ব্যবহার করুন। Putty ডাউনলোড করলেই সাথে Kali Default Credential পেয়ে যাবেন। কাজ শেষ। এখন আপনি লিনাক্স Kali Access করতে পারবেন।

 

টিউনটি ভালো লাগলে Comment করতে ভুলবেন না। সেটা আমাকে পরবর্তী টিউন করতে উৎসাহ যোগাবে।

 

ফটো টিউটোরিয়ালের জন্য এখানে ক্লিক করুন

আমার ব্লগঃ IT TIPS & TRICKS

সময় থাকলে আমার ব্লগে একবার ঢুঁ মারতে পারেন। যদিও ব্লগটি নতুন। তারপরও যতদূর সম্ভব ভাল টিউন ও রেয়ার টুলস দেয়ার চেষ্টা করব। আর আপনাদের যত উৎসাহ পাব তত বেশি টিউন দিব। আপনাদের মূল্যবান সময় দেয়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি মাসুদ দিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস