কীভাবে ওয়াইন দিয়ে উইন্ডোজের সফট্ওয়্যার ইন্সটল দিবেন

এই টিউনে আপনাদের দেখানো হবে কীভাবে উইন্ডোজের সফটওয়্যার সমূহ উবুন্টু ও এর অন্যান্য এনভায়রনমেন্টে চালাবেন।

প্রথমত, আপনার কম্পিউটারে ওয়াইন ইন্সটল করতে হবে। ওয়াইন ইন্সটল করতে হলে Ubuntu Software Centre এ গিয়ে wine লিখে সার্চ দিলেই কাঙ্খিত সফট্ওয়্যার পেয়ে যাবেন। এরপর ইন্সটল এ ক্লিক করলেই ওয়াইন ইন্সটল হয়ে যাবে। ফাইলটির সাইজ প্রায় ১৭০ এমবি।

এবার আসি মূল কথায়ঃ

১ম পদ্ধতি
এই পদ্ধতিতে প্রথমে আপনাকে আপনার প্রয়োজনীয় উইন্ডোজ সফট্ওয়্যারটি ডাউনলোড করতে হবে। এরপর সফট্ওয়্যার ফাইলটিতে কার্সার রেখে মাউসের ডান পাশের বাটনটিতে ক্লিক করুন। দেখবেন Open With Wine Windows Program Leader নামক একটা অপশন পাবেন। এটাতে ক্লিক করুন। এরপরে আগে উইন্ডোজে ফাইলটি যেভাবে ইন্সটল করেছেন ঠিক সেভাবে ফাইলটি ইন্সটল করুন। ব্যস কাজ শেষ।
২য় পদ্ধতি
এই পদ্ধতিতে সরাসরি ওয়াইন থেকে সফট্ওয়্যার ইন্সটল করতে পারবেন। এজন্য প্রথমে
Application  ➡ Wine  ➡ Winetricks একটার পর একটায় ক্লিক করুন।
তারপর এই পেজটি দেখতে পাবেন।
 এখান থেকে Install an app অথবা Install a game এ ক্লিক করে OK বাটনে ক্লিক করুন।
বি.দ্রঃ Install an app এ ক্লিক করলে অ্যাপ্লিকেশন এর লিস্ট পাবেন। আর Install a game এ ক্লিক করলে গেম এর লিস্ট পাবেন।
 এরপর কাঙ্খিত লিস্ট পাবেন।
এখান থেকে যে সফটওয়্যারটি আপনার প্রয়োজন সেটিতে টিক দিয়ে OK বাটনে ক্লিক করুন।
এরপর নিচের মত একটা উইন্ডো আসবে
এরপর ফাইলটি ডাউনলোড হবে। পরবর্তী ধাপ গুলো আপনি নিজে নিজেই পূরণ করতে পারবেন। এভাবে আপনার কাঙ্খিত সফট্ওয়্যারটি ইন্সটল হবে।
বি.দ্রঃ ২য় পদ্ধতিতে সফটওয়্যার ইন্সটল দিতে চাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
উপদেশঃ আমার কাছে ২য় পদ্ধতিটি ঝামেলার মনে হয়। তাই আপনাদের জন্য উপদেশ যতটুকু সম্ভব ১ম পদ্ধতিতে সফট্ওয়্যার ইন্সটল করবেন।
টিউনটি প্রথম প্রকাশিত এখানে
ফেসবুকে আমি প্রোফাইল অথবা পেজ

Level 0

আমি শাহরিয়ার আহমেদ সুলভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশুনা আর নিজস্ব ব্লগ নিয়ে ব্যস্ত থাকি। ইচ্ছা আছে বড় কিছু করার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্সে কি উইন্ডোজ এর গেইমস খেলা যায়?

এটা না করাই ভালো। উইন্ডোজের ভাইরাস/ম্যালওয়ার নিয়ে প্রবলেম হবার সম্ভাবনা বেশি থাকে। লিনাক্সের রুটে কিছু হবে না কিন্তু আপনার পারসোনাল ফাইলের প্রবলেম হবে।