আপনি কি লিনাক্সে নতুন? আসুন আপনার লিনাক্স যাত্রাকে কিছুটা সহজ করে দেই

যারা প্রথম লিনাক্স ইন্সটল করতে চান তাদের মাঝে দুটো প্রশ্ন আসে সবার আগে -

  • লিনাক্সের কোন ডিস্ট্রিবিউশন ইন্সটল করব?
  • কিভাবে করবো?

এই টিউনে আমরা প্রথম প্রশ্নের উত্তর পাবো। দ্বিতীয় প্রশ্নের উত্তর পরে কোন এক টিউনে।

গুগলে সার্চ করলে লিনাক্সের অসংখ্য ডিস্ট্রিবিউশন আপনারা পাবেন। এতগুলো দেখে অনেকেই বেশ কনফিজড হয়ে যান যে কোনটা ইন্সটল করা দরকার। সুতরাং আর কনফিউজড হইয়েন না। টিউনটি পড়ুন। এই টিউনে আমি লিনাক্সের যে কয়টা ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব সেগুলো হল

  • Ubuntu
  • Ubuntu Mate
  • Xubuntu
  • Lubuntu
  • Linux Mint
  • Elemntary OS
  • Zorin OS

আশা করি টিউনটি শেষ পর্যন্ত পড়লে আপনার আর কোন কনফিউশন থাকবে না। ডাউনলোড লিঙ্ক টিউনের শেষে দিয়েছি।

শুরু করা যাক-

যারা প্রথম লিনাক্স ইন্সটল করবেন তারা যদি আগে থেকে লিনাক্স ইউজ করছেন এমন কাউকে প্রশ্ন করেন যে কোনটা ইন্সটল করা দরকার তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসবে Ubuntu

 Ubuntu হল Debian এর উপড়ে বেস করে বানানো একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং এটি পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহিত। কিন্তু আমি বলব উবুন্টু ইন্সটল করবেন না। এর পেছনে অনেক কারণ আছে। কারণগুলো হল -

  • উবুন্টু তে অনেক ফিচার নেই যেগুলো নতুন ইউজার রা চান। যেমনঃ উবুন্টু তে আপনি যদি কোন একটি সফটওয়্যারের শর্টকাট ডেস্কটপে রাখতে চান তাহলে তার জন্য আপনাকে বেশ কিছু কমান্ড এর মধ্যে দিয়ে যেতে হবে যা আপনি মোটেও চাইবেন না।
  • উবুন্টু এর যে ডিফল্ট ডেস্কটপ এনভাইরনমেন্ট (Unity) বেশ ভারী, যার ফলে অনেক ক্ষেত্রেই আপনার কম্পিউটার আশানরুপ পারফরম্যান্স দিতে ব্যর্থ হবে।
  • ইউজার ইন্টারফেস খানিকটা জটিল, নতুন ইউজারদের সফটওয়্যার খুঁজতে একটু সমস্যা হতে পারে। উবুন্টু এর সার্চ ফিচার টাও খানিকটা স্লো।
  • উবুন্টু তে কিছু সফটওয়্যার যেমনঃ MonoDevelop, Clementine ব্যবহার করার সময় আমি স্ক্রিন রেজুলেশনে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি।
  • উবুন্টু এর থিম ও অন্যান্য ভিজুয়াল এলিমেন্ট খুঁজে পাওয়া টা খানিকটা সমস্যার।
  • উবুন্টু এর ডিফল্ট সফটওয়্যার সেট খুব সমৃদ্ধ না। অনেক সফটওয়্যার আপনাকে পরবর্তীতে নিজে ইন্সটল করে নিতে হবে।

এছাড়াও উবুন্টু তে কিছু সমস্যা আছে যা ব্যবহারের সাথে সাথে বের হয়ে আসে। এর পরেও যদি আপনি উবুন্টু ফ্যমিলির অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান তাহলে আমি আপনাকে তিনটা অপশন দিতে পারি -

Ubuntu Mate - Ubuntu Mate এবং Ubuntu এর মধ্যে তফাৎ খুব বেশি না। Ubuntu Mate এ ডেস্কটপ এনভাইরনমেন্ট হিসেবে Mate ব্যবহার করা হয়েছে। Ubuntu Mate এর বেস হিসেবে Ubuntu ব্যবহিত হয়েছে

Ubuntu Mate এর সুবিধা গুলো হল -

  • Mate ইন্টারফেস এর সাথে উইন্ডোজের ইন্টারফেসের বেশ খানিকটা মিল আছে তাই নতুন ইউজারদের কাছে অপরিচিত মনে হবে না।
  • Mate ইউজার ইন্টারফেস Unity এর থেকে অনেক হাল্কা এবং অনেক কম র‍্যাম ইউজ করে। সিস্টেমও বেশ ফাস্ট রান করে।
  • Mate ইন্টারফেসে সফটওয়্যারগুলো ক্যাটাগরি হিসেবে ভাগ করা থাকে তাই খুঁজে পেতে সমস্যা হয়না।
  • Mate এর জন্য ইন্টারনেটে বেশ কিছু থিম পাওয়া যায়।
  • Ubuntu Mate এ বেশ কিছু প্রোপ্রিয়েটারি ড্রাইভার আগে থেকেই ইন্সটল করে থাকে যার ফলে এটি ল্যাপটপে ইন্সটল করার জন্য খুবই ভাল।

তবে হ্যাঁ Ubuntu রেজুলেশনের সমস্যা আমি এখানেও ফেস করেছি।

Xubuntu - এটি হল আমার সব থেকে পছন্দের লিনাক্স ডিস্ট্রিবিউশন। গত ৪ বছর ধরে ব্যবহার করছি।Ubuntu এর উপড়ে বেস করে বানানো এই লিনাক্স ডিস্ট্রিবিউশনে ডিফল্ট এনভাইরনমেন্ট হিসেবে Unity ব্যবহার না করে Xfce ব্যবহার করা হয়েছে।

Xubuntu এর সুবিধা গুলো হল -

  • Mate এর মত Xfce ইন্টারফেস এর সাথেও উইন্ডোজের ইন্টারফেসের বেশ খানিকটা মিল আছে তাই নতুন ইউজারদের কাছে অপরিচিত মনে হবে না।
  • Xfce ইউজার ইন্টারফেস Unity এর থেকে অনেক হাল্কা এবং অনেক কম র‍্যাম ইউজ করে। সিস্টেমও বেশ ফাস্ট রান করে।
  • এই ইন্টারফেসেও সফটওয়্যারগুলো ক্যাটাগরি হিসেবে ভাগ করা থাকে তাই খুঁজে পেতে সমস্যা হয়না।
  • উবুন্টু এর রেজুলেশন সঙ্ক্রান্ত সমস্যা গুলো নেই।
  • Xubuntu বেশ কিছু সফটওয়্যার ইন্সটল করা থাকে যা আপনার লিনাক্স ব্যবহার অভিজ্ঞতা কে আরও সহজ করবে।
  • Xfce এর অনেক সুন্দর সুন্দর থিম, আইকন প্যাক, উইজেট ইন্টারনেটে পাওয়া যায়। নিচের স্ক্রিনশট টি দেখলে বুঝতে পারবেন।

Xubuntu আসলে এমন একটি অপারেটিং সিস্টেম যা একাধারে বেশ সুন্দর এবং হাল্কা। এখন পর্যন্ত একটা মাত্র সমস্যা আমি এই অপারেটিং সিস্টেমে ফেস করেছি। তা হলে এর ডিফল্ট ভিডিও প্লেয়ার সংক্রান্ত। এটা বড় কোন ব্যপার না। আপনি VLC ইন্সটল করে নিলেই সমস্যা সমাধান।

Lubuntu - আপনি যদি বেজায় পুরনো একটি কম্পিউটারের অধিকারী হয়ে থাকেন অথবা আপনার যদি একটি অত্যন্ত দুর্বল Intel Atom প্রসেসরবিশিষ্ট নেটবুক থেকে থাকে তাহলে তার জন্য সব থেকে সুবিধাজনক হল Lubuntu। Lubuntu হল Ubuntu এর উপড়ে বেস করে বানান একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং এটি উবুন্টু পরিবারের সব থেকে হাল্কা সংস্করণ

Lubuntu তে এনভাইরনমেন্ট হিসেবে ব্যবহিত হয়েছে LXDE। এটি লিনাক্স এর দুনিয়ায় সব থেকে হাল্কা এনভাইরনমেন্ট।Lubuntu এর সুবিধা গুলো হল -

  • Lubuntu খুবই কম র‍্যাম ব্যবহার করে এমন কি এর র‍্যাম ইউসেজ ১০০ মেগাবাইটের ও কম। তাই কম্পিউটার অনেক ফাস্ট থাকে।
  • যারা Windows XP ব্যবহার করেচেন তাদের কাছে ইন্টারফেসটি বেশ পরিচিত মনে হবে।
  • ডিফল্ট ভাবে ইন্সটল করা সফটওয়্যার গুলো বেশ ভাল এবং কাজের।

Lubuntu তেও আমি Ubuntu রেজুলেশনের সমস্যা ফেস করেছিলাম। এছাড়াও Lubuntu অনেক বেশি হাল্কা হওয়ায় দেখতে খুব বেশি সুন্দর না। আমার মতে Xubuntu ইন্সটল করা Lubuntu ইন্সটল করার থেকে ভাল। তবে Lubuntu ও খারাপ না।

 

আচ্ছা, এতক্ষণ তো আমি আলোচনা করলাম Ubuntu পরিবারের সদ্যসদ্যের নিয়ে। আপনি যদি চান যে আপনি Ubuntu পরিবারের বহির্ভূত কোন ডিস্ট্রিবিউশন ব্যবহার করবেন তাহলে আপনার জন্য আমার কাছে আরও তিনটা অপশন আছে

 

Linux Mint - গুগলে Linux Mint নিয়ে সার্চ করলে একটা কথা হয়ত আপনি খুঁজে পাবেন। তা হল

Linux Mint is the most loved linux distribution

হ্যাঁ আসলেই Linux Mint একটি ভালবাসার মত ডিস্ট্রিবিউশন। Linux Mint এর বেস Ubuntu নয় তবে সফটওয়্যার রিপোসিটরি হিসেবে Ubuntu এর রিপসিটরিগুলোই Linux Mint এও ব্যবহিত হয়। অর্থাৎ  Ubuntu পাওয়া যায় এমন সব সফটওয়্যার Linux Mint এও পাওয়া যায়। Linux Mint Debian Edition (LMDE) নামে Linux Mint একটি বিশেষ সংস্করণ আছে যেখানে সফটওয়্যার রিপোসিটরি হিসেবে Ubuntu এর পরিবর্তে Debian এর রিপোসিটরি ব্যবহার করা হয়েছে। Linux Mint এর সুবিধা গুলো হল -

  • Linux Mint এর আপডেট ম্যানেজার Ubuntu এর থেকে অ্যাডভান্সড। যদি Linux Mint আউডেট রিপসিটরি হিসেবে Ubuntu এর রিপোসিটরি ব্যবহার করে তবুও Linux Mint এর আপডেট ম্যানেজার শুধুমাত্র পরিক্ষিত আপডেট গুলো ইন্সটল করে এবং সর্বচ্চ স্ট্যাবিলিটি নিশ্চিত করে।
  • Linux Mint চারটা আলাদা আলাদা এনভাইরনমেন্টে পাওয়া যায়। Cinnamon, Mate, Xfce এবং KDE। যদি LMDE শুধুমাত্র দুটি এনভাইরনমেন্টে পাওয়া যায়। Cinnamon এবং Mate। কোনটা নামানো উচিত তা একটু পরে বলছি।
  • Ubuntu রেজুলেশনের সমস্যা এখানে নেই।
  • ইন্টারনেটে বেশ কিছু থিম ও আইকন প্যাক পাওয়া যায়।
  • নিজস্ব ফোরাম আছে যেখানে মোটামুটি সব সমস্যার সমাধান পাওয়া যায়।

Linux Mint এর সব সংস্করণ গুলোই প্রায় একই রকম দেখতে, কিন্তু তবুও এনভাইরনভেন্ট অনুযায়ী এক্সপেরিএন্স কিছুটা চেঞ্জ হয়। এবার আমরা আলোচনা করি যে আমাদের কোন এনভাইরনমেন্ট নামানো উচিত

  • Cinnamon - এই এনভাইরনমেন্ট টি Mint এর ডেভেলপার রা তৈরি করেছেন। এইএনভাইরনমেন্ট দেখতে অন্যান্য গুলোর থেকে অনেক সুন্দর। এটি অন্যান্য গুলোর থেকে বেশ ভারীও বটে। Cinnamon এনভাইরনমেন্ট গ্রাফিক্স এক্সেলারেশন সমর্থন করে। শক্তিশালী কম্পিউটার ছাড়া Cinnamon না ইন্সটল করাই ভাল। নিচে একটি স্ক্রিনশট দিলাম

  • Mate - এই এনভাইরনমেন্ট টিও Mint এর ডেভেলপার রা তৈরি করেছেন। Mate এনভাইরনমেন্ট Cinnamon এর থেকে বেশ খানিকটা হাল্কা এবং দেখতেও বেশ সুন্দর। ইন্টারনেটে এই এনভাইরনমেন্টের বেশ কিছু থিম পাওয়া যায়। নিচে স্ক্রিনশট দিলাম

  • Xfce - Xubuntu নিয়ে আলোচনার সময় আমি Xfce নিয়ে বেশ কিছু কথা বলেছি। ব্যক্তিগত ভাবে আমি এটাকে সব থেকে পছন্দ করি। এটা একাধারে হাল্কা এবং সুন্দর। এটি সব ইউজারদের জন্যই উপযোগী। স্ক্রিনশট নিচে

  • KDE - KDE এনভাইরনমেন্ট আমি কখনোই খুব একটা পছন্দ করি নি তাই এটা নিয়ে আমি তেমন কিছু লিখতে চাচ্ছি না। এটা এডভান্সড ইউজারদের জন্য ভাল কিন্তু নতুনদের জন্য অনেক জটিল হয়ে যায়।

 

Elementary OS - Elementary OS হল ২০১৪ সালে নির্বাচিত সবথেকে সুন্দর লিনাক্স ডিস্ট্রিবিউশন

এই ডিস্ট্রিবিউশনেও রিপসিটরি হিসেবে Ubuntu এর রিপসিটরি ব্যবহার করা হয়েছে। এই ডিস্ট্রিবিউশনের এর মুল লক্ষ ছিল লিনাক্স ব্যবহারকারীদের অ্যাপলএর ম্যাক এর মত একটি অভিজ্ঞতা দেওয়া। Elementary OS এর ইন্টারফেস অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলোর থেকে বেশ সুন্দর। এনভাইরনমেন্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে Pantheaon। অত্যন্ত সুন্দর এই এনভাইরনমেন্ট স্বাভাবিক ভাবেই খানিকটা ভারী। মাঝারি ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে কোন সমস্যা ছাড়াই চলবে বলে আমার ধারনা। একটু আলাদা ধরনের কিছু টেস্ট করতে চাইলে Elementary OS ইন্সটল করতে পারেন।

 

Zorin OS - যারা এমন একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন খুঁজছেন যেটা উইন্ডোজের মত তাদের জন্য আছে Zorin OS

এই ডিস্ট্রিবিউশন টিকে যতটা সম্ভব উইন্ডোজের মত করে তৈরি করা হয়েছে। বিল্টিন ভাবে অনেক সফটওয়্যার এতে ইন্সটল করা আছে যা ডেইলি ইউজের জন্য যথেষ্ট। এই ডিস্ট্রিবিউশনে উইন্ডোজের সফটওয়্যার ও রান করতে পারবেন। তবে এই ডিস্ট্রিবিউশন খানিকটা ভারি।

 

এবার সম্পূর্ণ টিউনের একটি সারাংশ বলি। আপনার কম্পিউটার যদি ক্ষমতা সম্পন্ন হয় তাহলে আপনি Ubuntu অথবা Linux Mint Cinnamon অথবা Elemntary OS অথবা Zorin OS ইন্সটল করতে পারেন। এই তিনটি ডিস্ট্রিবিউশনের ইন্টারফেসই বেশ সুন্দর। তবে এগুলো খানিকটা রিসোর্স হাংরি।

Ubuntu Mate এবং Linux Mint Mate মাঝারি ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে ভালী চলবে বলে আমার ধারনা। Ubuntu Mate ল্যাপটপের জন্য বেশ উপযোগী।

Linux Mint, Xfce এবং Lubuntu দুর্বল কম্পিউটার গুলোর জন্য অনেক ভাল হবে।

তবে আপনি যদি এমন একটি ডিস্ট্রিবিউশন খুঁজেন যা একাধারে সুন্দর, হাল্কা, দ্রুত এবং সব ধরনের কম্পিউটারেই চলবে তাহলে আমি বলব আপনি Xubuntu ইন্সটল করুন। আশা করি অনেক আনন্দ পাবেন Xubuntu ইউজ করে।

আরেকটা কথা। আমি কিছু কিছু ডিস্ট্রিবিউশনে বলেছি যে আমি কিছু সমস্যা ফেস করেছি। তার মানে এই নয় যে আপনিও করবেন। হয়তো আপনার কম্পিউটারে এই সমস্যা গুলো দেখা দিবে না।

 

Download Link -

Ubuntu, Ubuntu Mate, Xubuntu, Lubuntu এর ডাউনলোড পেজে দেখবেন একটি লেটেস্ট সংস্করণ থাকবে এবং আরেকটা থাকবে LTS সংস্করণ। আপনি যদি বাগের সম্মুখীন হতে না চান তবে LTS সংস্করণ ডাউনলোড করবেন।

Zorin OS এর ডাউনলোড পেজে এর ৪ টা সংস্করণ পাওয়া যায়, আপনি Core সংস্করণ ডাউনলোড করবেন।

 

বানানে কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আমার পেজ

https://www.facebook.com/blogger.shovik

Level 0

আমি shovik.is.here। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শোভিক চৌধুরী। University Of Asia Pacific এর কম্পিউটার প্রকৌশলী বিভাগের ছাত্র। নিজের অল্পবিস্তর জ্ঞান কে বৃদ্ধি করার উদ্দেশ্যে এখানে এলাম। আমি ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, এন্ড্রয়েড নিয়ে লেখব এবন পড়ব। আশা করি অনেক কিছু শিখব আর কিছু শেখাতেও পারব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কম্পিউটার এর কনফিগারেশন হলঃ ৪জিবি র‍্যাম, প্রসেসর কোর আই 3, ১টেরা হার্ডডিস্ক। আমার কোন ডিস্ট্রোটা ব্যবহার করা উচিত?
কালি লিনাক্স সম্পর্কেও একটু আলোচনা করলে ভালো হত…

    apni je konota use korte paren

    kali linux notun der jonno onek advanced hoye jay…r kali to asole penetration er jonno banano…ami ekhane shudhu daily driver hisebe use korar moto gulo niye alochona korechi..

    poroborti ekta post a shudhu BackBox & Kali niyei alochona korbo

    thank you 🙂

আমার কম্পিউটার এর কনফিগারেশন 4 জিবি র‍্যাম, DUAL কোর 3.00 GHz, ১টেরা । আমার কোন ডিস্ট্রোটা ব্যবহার করা উচিত?

    Ubuntu r linux mint cinnamon bade onnogulo valo cholar kotha

    Xubuntu best amar mone hoy 🙂

nyc tune bhaia. thank you.

Install kora nea akta tune Korban Plz….

Level New

খুব চমৎকার লিখেছেন। এমন করে বিস্তারিত খুব কম লিখাতেই পাওয়া যায়। বেশী ভাল লেগেছে আপনি বেশ অনেকগুলো ডেস্কটপ ইনভাইরনমেন্টের কথা বলেছেন। লিনাক্স ভিত্তিক ডিস্ট্রোগুলো ব্যবহারের ক্ষেত্রে ডেস্কটপ ইনভাইরনমেন্ট না জানলে ব্যবহার করে মাজা পাওয়া যায় না।
আমি উবুন্টু দিয়ে শুরু করেছিলাম। এখন লিনাক্স মিন্ট কেডিই ব্যবহার করছি। যদিও আামার সবচাইতে বেশী পছন্দ লিনাক্স মিন্ট সিনামন।

তবে শুরুতে একটু ঝামেলা লেগেছে। আমরা যারা লিনাক্স ভিত্তিক ডিস্ট্রোগুলো ব্যবহার করি কিংবা লিনাক্স ভিত্তিক ডিস্ট্রোগুলো নিয়ে লিখতে যাই তারা একটা বিষয় একটু লক্ষ্য রাখি না যে লিনাক্স কিন্তু কোন অপারেটিং সিস্টেম বা ডিস্ট্রো না। এটা হল একটা কার্নেল। উইন্ডোজের যেমন একটা কার্নেল আছে যার নাম উইন্ডোজ এনটি, অ্যাপল ম্যাক এর যেমন রয়েছে XNU ঠিক তেমনি লিনাক্স একটা কার্নেল।
এর উপর ভিত্তি করে প্রায় ১৪০০+ ডিস্ট্রো রয়েছে। এগুলোর এক/একাধিক আমরা ব্যবহার করি।
আমি আসলে যে দিকে দৃষ্টি দিতে বলছি সেটা হল “লিনাক্স” ব্যবহার না বলে লিনাক্স ভিত্তিক ডিস্ট্রো বলা ভালো। এতে করে আসল বিষয়টা সবার জানা হয়ে যায়। যদি আরেকটু সঠিক ভাবে বলতে চান তাহলে লিনাক্সের সৃষ্টিকর্তা লিনুস টরভেন্ট বা জিএনইউ প্রজোক্টের সৃষ্টিকর্তা রিচার্ড স্ট্যলম্যানের মত করে GNU/Linux ভিত্তিক ডিস্ট্রো বলতে হবে।

এই সকল ডিস্ট্রো (এগুলোকে অপারেটিং সিস্টেমের সাথে সাথে ডিস্ট্রো বলা হয় এবং ডিস্ট্রো বললে এগুলোর উদ্দেশ্য সামনে চলে আসে) গুলো তৈরী করা হয়েছে FreeSoftware বা মুক্তি প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য। FreeSoftware বা মুক্ত প্রযুক্তির একটি উদ্দেশ্য হল জ্ঞানের অবাধ প্রবাহ। তাই লিনাক্সের বিষয়টা স্পষ্ট করে উল্লেখ না করলে সেই উদ্দেশ্য ব্যহত হয়।

আমি FreeSoftware বা মুক্ত প্রযুক্তি নিয়ে নিয়মিত কাজ করি একজন স্বেচ্ছাসেবী হিসেবে। তাই এই কথাগুলো বলা। আশা করি মনে কিছু নিবেন না।

আপনার পোস্টের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। এবং বড় মন্তব্য করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

    thank you vaia

    mone kichu kori ni…apni jegulo bolechen ami jani kintu ami likha take ektu to the point korte cheyechilam tai

    tai kernel er bepar ta ani ni…jehetu linux use kora bolle sobai bujhe tai setai likhechi..poroborti post gulote aro valovabe likhbo 🙂

    r vaia linux distro use korar maddhome amra kintu ultimately linux kei use kori 😉

    sorry jodio eta ekhane lekha thik na tao likhchi… sagir42 vaia apnar email address ta ektu deya jabe? kichu kotha boltam 🙂

Level 0

Onek Din por akta valo tune deklam… akhon to techtunes e Free internet, Ai dike asen, na dekle miss etc. ai sob jatio tune e vore gese… apnar Tune onek Details ase… but akta kotha bola uchit silo je Ubuntu install korte giye onek e vul e Full HDD Format kore fele. Ai jinis ta Warn kora uchit silo.

    installation niye alada ekta post korbo vaia… tai ekhane kichu boli ni 🙂

Modem diye linux e net use korbo kivabe.

এতো সুন্দর একটা টিউন করার জন্য অনেক অনেক ধন্যবাদ…

আমার ল্যাপটপের র‍্যাম 2GB, core i3 processor & 500MB HDD। আমি কোনটা ব্যবহার করলে ভাল হবে?

উবুন্টু চালাচ্ছি অনেক দিন ধরে। তবে অল্প দিন আগে আবার উইন্ডোজ এ ফিরে এসেছি।

লিনাক্স ব্যাবহারের অনেক ইচ্ছা ছিল কিন্তু না জানার কারণে ব্যবহারের রিস্ক নিতে পারছিলাম না। আপনার সুন্দর পোস্টের কারণে এবার সেটা সম্ভব হবে তবে ইনস্টল প্রসেস টা জানা জরুরি, তার অপেক্ষায় রইলাম আশা করি হতাশ করবেন না। পরিশেষে বলব চমৎকার টিউন এর জন্য ধন্যবাদ।

    in sha allah…ektu somoy din ami installation er post tao likhe felbo

আমি যে ল্যাপটপ ব্যাবহার করি তার hdd 750 gb, ram 4 gb, professor core i5.
may b আপনার কথা মত সব এ চলবে। আমি আগে লিনাক্স ইউস করি নি। যে ২/৪ দিন ইউস করছি তাতে বেশ কঠিন মনে হইছে। আমি কোনটা ইউস করতে পারি যা আমি ব্যাবহারে easy feel করবো?? মোট কথা আমি লিনাক্স টা সত্যিকার অর্থে বুঝতে পারব, আর পিসি তে সব সময় অন্তত একটা পার্টিশনে লিনাক্স ইন্সটল রাখব + ভালবাসা জন্মাবে????

plz উত্তর দিবেন…… অপেক্ষায় রইলাম

অনেক সুন্দর একটা টিউন।। ভাইয়া লিনাক্স নিয়া আরো কিছু টিউন করবেন…………

অনেক জেনে ফেললাম!

Level 2

হ্যাঁ ভাই, একবার Zorin ডাউনলোড করতে গিয়েছিলাম। দেখি যে সেখানে Ultimate, Business এর মত ভার্সনও আছে এবং আমার চাহিদা ঐগুলোই। তখন আর ডাউনলোড করি নি। তবে Xubuntu টা আমার বেশ পছন্দের। আমি মাঝে মধ্যে লাইভ চালায়।

উবুন্টুর সাথে আমার ভালোবাসাবাসি আজ বেশ ক’মাস হয়ে গেল….নানা মুনির মত জানার পরও দীর্ঘ আলস্য ভাঙার পণ করেছিলাম বলেই উবুন্টুতে ঝাঁপ দেই…..তবে মিন্ট নিয়ে আমার আগ্রহ আছে, আপনার টিউনটা দেখে এগুলো নিয়ে ঘাটাঘাটি করার সেই মধুর সময়গুলো মনে পড়ে গেল- তাছাড়া বহুদিন পর পেঙ্গুইনের উপর সাবলীল আনকোরা একটা লেখা পড়লাম 🙂

উবুন্টুর “শম্বুক গতি” আমি নিজেও টের পেয়েছি, টার্মিনাল নিয়ে আরেকটু টানাটানি করলে হয়তো পুরোটা বুঝতে পারব!!
মিন্টের ইন্টারফেসটা “জানালা”র মতো লাগে দেখতে- এতেই আমার একটু এলার্জি আছে কেন জানি 👿 না হলে এটার মতো আবেদনময়ী ডিস্ট্রো কমই আছে 😆

“কালি”র ব্যাপারে আপনার মতামত কি ভ্রাতা? মুরুব্বিদের বলতে শুনেছি ওটা নাকি হ্যাকারদের জন্যই বিশেষত- কারণ দর্শান 😆 আর সুন্দর টিউনটার জন্য বৃষ্টিস্নাত সুবাসিত ধইন্যার শুভেচ্ছা 🙂

****টাইপো: উপড়ে->উপরে; আশানরুপ->আশানুরুপ; (তবে বানানের প্রতি আপনার সজাগ দৃষ্টি প্রশংসনীয় 🙂 )

    আপনার কমেন্ট পড়িয়া ব্যপক পুলকিত হইলাম ভ্রাতা।

    কালি নিয়ে একটা আলাদা পোস্ট লিখা আবশ্যক বুঝিতেসি। অনেকেই বেজায় আগ্রহী 🙂

Dual core 3.00ghz processore, ram 2gb, 500gb hdd. Which distro i can use?

Level 0

ভাল লাগলো।

HDD 4 বার মার খাইছি ্‌ এখন কি করবো soloution দেন vai ….

ভাই আমার কিছু বাগ নিয়ে কথা ছিল জুবুন্টু এর। আপনার মেইল টা দিবেন প্লিজ।

ami DELL optiplex 380 er desktop use kori RAM-2GB Processore Core 2 due Xubuntu install a ki pblm hobe? r ami ki banglalion er modem use korte parbo?
janale khub help hoy.

na problem hobe na. But banglalion use korte parben ki na bolte parchi na